ফ্রিলেন্সিং কাজ শুরু করি [১ম পর্ব]


কেমন আছেন আপনারা? আবার টিউন করতে চলে আসলাম।আসলে এটা টিউন না, আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি।
কিছু দিন ধরে দেখছি কিভাবে ফ্রিলেন্সিং সাইটে কিভাবে Register করতে হয়, কিভাবে বিড করতে হয়। তো যারা প্রোগামিং, ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও এ্যাডিটিং, ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং কাজ জানে তারা এমনিতে কাজ পেয়ে যাবে। কিন্তু যারা কাজ জানে না তারা কি করবে ?
ফ্রিলেন্সিং সাইটে বিভিন্ন ধরনের কাজ আছে। এর মধ্যে একটি কাজ হচ্ছে Link Building। Link Building কাজ এর মধ্যে পরে Forum Posting, Blog Comments, Profile Create, Bookmarking, Directory Submission ইত্যাদি।
আমি এই কাজ গুলো করে ফ্রিলেন্সিং থেকে টাকা আয় করচ্ছি। এই কাজ গুলো বেশী কঠিন না। চাইলে যে কেও এই কাজ করে টাকা আয় করতে পারেন। প্রখম প্রথম এই কাজ গুলো একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে অনেক সহজ হয়ে যাবে।
যদি আপনারা আগ্রহী হন, তাহলে এই কাজ আমি শিখাতে পারি (আমি যতটুকু জানি
আশা করছি অনেক তারাতারি পর্ব গুলো শুরু করবো। ভালো থাকবেন সবাই।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে Just Click Here
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger