Latest Post

Windows 8 Release Review!! Windows এর সবচেয়ে স্পিডি ও নির্ভরযোগ্য ভার্সন Windows 8

হঠাৎ করেই মাইক্রোসফ এর ব্লগে দেখলাম windows release review !! serial key সহ বেশি কিছু না ভেবেই ডাউন লোড করলাম । ইনডোস সেটাপ দিতে মাত্র ১০মিনিট সময় লাগলো , তখনই ভেবেনিলাম এইবার কিছু একটা পেয়েছি !! যায় হোক স্কীর্ন শর্টগুলোর মার্ক করা স্থানগুলো ভালো মতন দেখবেন , আসা করছি উপকৃত হবেন ।

ফার্স্ট ইন্টারফেসঃ/র্স্টাট ইউনডো

ইউনডোস ৭ ব্যবহারের অভিজ্ঞতা নেই বললেও চলে , কিন্তু ৮ আমার এতোই ভালো লেগেছে যে , review প্যাক শেষ হয়ে গেলে প্রোয়জনে পেইড প্যাক ই ব্যবহার করবো ।এছাড়াও awesome ! ইন্টারফেস পাবেন পুরো ইউনডোস ব্যবহার করলে !!!

খুবই সহজ অপারেটিং সিস্টেমঃ

সিটিংস টা দেখুন , দেখে মনে হবে ১/২ এর বাচ্চারা ও খুবই সহজে এটি অপারেট করতে পারবে :)

 ডাউনলোড করবেন যেভাবেঃ

ডাউনলোড খুবই সহজ , শুধু মাত্র আপনার মেইল ও কান্টি নির্বাচন করে আপনার বিট অনুযায়ী ডাউনলোড করে নিন ।এখানে ক্লিক করে  মাইক্রো সফট এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন , ভাববেন না রিভিও প্যাক এর সিরিয়াল key উম্মুক্ত করে দিয়েছে সবার জন্যে ! এতএব জেনুইন ইউনডোসের স্বাদ নিতে ভুল করবেন না ।
অনেকেই মনে করে থাকতে পারেন , যেহুতু এটা ইউনডোস সেভেন এর চেয়েও আপডেট ভার্সন এতএব ভারীকোন ওএস হবে , আসলে এই ধারনাটি সম্পূন্য ভুল , ইউনডোস সেভেন এর চেয়ে অনেক সহজ ও অধিক সুবিধে পেলেও পিসি ফাস্ট থাকেবে সেভেন এর চেয়ে কমপক্ষে ৮০%  তাহলে এবার দেখি মেমরী ইউজেজ কেমন হবেঃ

ডাউনলোড কৃত অবস্থায় পিসির ইউজেসঃ

ডাউলোড অবস্থায় পিপির ইউজেস দেখুন , আমি আপনাকে একটি বিষয় নিশ্চিত করতে পারি , আপনার যদি আমার মতো পুরান পিপি (পেন্টিয়াম ৩ ) ও হয় , তাহলে কখন ও আপনার পিসি স্লো করবে না , আর কোর i 7  এর কথা আপনার বুইঝা লইয়েন।

সফট ইনিস্টলেশনঃ

আমার একটা ধারনা ছিল যে ইউনডো ৮ যেহুতু নতুন ওএস অতএব এটি’র সব সফট পেতে কিছু দিন সময় লাগবে , আসলে সে গুড়ে বালি :(   আপি আপনাকে ১০০% নিশ্চিয়তা দিতে পারি আপনি xp তে যেই সফট ইনিস্টল করেছিলেন ইউনডোস ৮  এ সেটাই করতে পারবেন , সতরাং সফট ইনিস্টল নিয়ে কোন সমস্যাই থাকছে না ,
ওহ্ থুক্কু ! একটু ভুল কইয়া ফালাইছি :P   আপনি এখানে এন্টিভাইরাস সফট ইনিস্টল করতে পারবেন না , আমি নিজেও এটা নিয়ে সমস্যাই ছিলাম এবং ফেবুতে একটি স্ট্যাটাস দিয়
তখন সাকিল ভাই আমাকে ইনসিউর করে, যে  ইউনডোস এইট এর সাথে লাইসেন্স এবং MSE ইনপুর দেওয়াই আছে :) ধন্যবাদ সাকিল ভাইকে ।

পাওয়ারফুল এন্টিভাইরাসঃ

এন্টিভাইরাসটি মূলত ফ্রি তবে শর্তহলো মাইক্রো সফট এর রেজিস্টারকৃত  গ্রাহক হতে হবে , আমরা অনেকেই ফেইক সিরিয়াল key দিয়ে ইউনডোস জেনুইন করে থাকি কিন্তু ধরা খাইছেন তখনই যদি MSE চালাইতে বসছেন !? এটি’র সম্পর্কে পরিচিত করার কোন সুযোগ নাই , আপনার সবাই জানেন এটির কার্যক্ষতমা সম্পর্কে ।

আসলে আপনি ইউনডোস ৮ এ !! একটু বেশিই পাবেন ,
আরেকটা কথা ইতিমধ্যে যারা ভাবছেন যে রিভিও প্যাক এর মেয়াদ ফুরাইগেলে সমস্যা হবে , তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই , আপনার দেখা মতো এমন কোন সফট পেয়েছেন কি যেটার লাইসেন্স , কীজেন , বা অন্য কোন ভাবে এটা আপনি ইউজ করতে পারেন নি ? সুতরাং হতাশার কিছু নেই ।
তবে আমি আপনাদের কে অনুরোধ করবে এটা রিলিজ হলে আপনার অবশ্যয় কিনে ব্যবহার করবেন ।  আর আমি যতটুকু জানি এটির দাম এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও খুবই কমদামে এটি বাজারে ছাড়া হবে । অতএব এইনজয়........
 

ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে “আবূ দাউদ শরীফ” হাজির হলাম

আশাকরি মহান আল্লাহর অশেষ কৃপায় সুস্থ থেকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। অবশ্যই কামনাও তাই। টেকটিউনে মহাগ্রন্থ আল-কুরআন শরীফ নিয়ে অনেক সুন্দর সুন্দর টিউন হয়েছে। কিন্তু হাদিস শরীফ নিয়ে টিউন করতে খুব কমই দেখা গেছে। তাই আমি ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে একটি চেইন টিউন করতে চাই। আমার ৩য় পর্ব “আবূ দাউদ শরীফ’’ নিয়ে।


মুসলিম উম্মাহর সঠিক দিক নির্দেশনা লাভের প্রধান উৎস আল্লাহর কিতাব আল-কুরআন এবং রাসূলের (সা) সুন্নাহ। সহীহ হাদীস সংকলনসমূহ রাসূলের (সা) সুন্নাহর আকরগ্রন্থ। এই ক্ষেত্রে সু-প্রদিদ্ধ হাদীসগ্রন্থ “আবূ দাউদ শরীফ’’এর গুরুত্ব অপরিসীম।আল্লাহররাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে এই গ্রন্থখানা বাংলায় অনুবাদ করা হলো। এর অনুবাদ সহজ ও প্রাঞ্জল। সহীহ “আবূ দাউদ শরীফ’’-এর অনুবাদ, সম্পাদনা, মুদ্রন ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের শ্রমকে আল্লাহ তাঁর দীনের খিদমাত হিসাবে কবুল করুন এবং বাংলাভাষী পাঠক মহলকে এই গ্রন্থ অধ্যয়ন করে সেৌভাগ্যের অধিকারী হবার তাওফীক দান করুন।

ব্যাপক চাহিদার প্রেক্ষিতে দেশের বিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত সম্পাদনা কমিটির মাধ্যমে বাংলা অনুবাদ সংস্করণ প্রকাশ করা হলো। আশা করি গ্রন্থটি সর্বমহলে সমাদৃত হবে।

মহান আল্লাহ্ আমাদেরকে রাসুলুল্লাহ (সা:)-এর সুন্নাহ্ অনুসরণ করে চলার তাওফিক দিন।

*********আমীন*******

পিডিএফ ফরমেটে ১৯৪২ পৃষ্টার গ্রন্থখানি শুধু মাত্র ৬১ এম.বি।

যেহেতু গ্রন্থখানি ৪টি খন্ডে বিভক্ত সেহেতু ডাউনলোড় করতেও অনেক সহজ হবে। তাহলে দেরি কেন এখনই শুরু করেদিন...............

Abu Daud (1st Part) with interactive link

Download:(16.16 MB)

Abu Daud (2nd Part) with interactive link

Download: (14.65 MB)

Abu Daud (3rd Part) with interactive link

Download: (14.46 MB)

Abu Daud (4th Part) with interactive link

Download: (16.3 MB)
 

ফাইল আপলোড করে টাকা আয় করুন


প্রতিনিয়তই আমরা অনলাইনে বিভিন্ন কারণে ছবি, ভিডিও, সফটওয়ার,গান,নাটক ইত্যাদি আপলোড করে থাকিএই আপলোডকৃত ফাইল থেকে আপনি ইচ্ছে করলে শেয়ার করে আয় করতে পারবেন। এমনই একটা ফাইল শেয়ারিং সাইট Ziddu
সাইন আপ একদম ফ্রি আপনি যতখুশি ফাইল আপলোড করতে পারবেন আর আপনার এই আপলোডকৃত ফাইলগুলো প্রতি ইউনিক ডাউনলোডে আপনি পাবে$ ০.০০১ তো আর দেরি না করে আজই Zidduতে আপলোড শুরু করুন আর আপনার আপলোডকৃত ফাইলগুলো লিংক ইমেইলের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করুন
আসুন দেখে নেয় কিভাবে
Ziddu ফাইল শেয়ার করে আয় করা যায়-
১.
এখানে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী সাইন আপ করুন
২. এইবার
Up Load buttonএ ক্লিক করে ফাইল আপলোড করুন
৩. আপলোডকৃত লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে এবং অনলাইনে বিভিন্ন
ফোরামে শেয়ারে করুন
৪. আপনার লিঙ্কধরে যতবার ফাইল ডাউনলোড হবে তত আপনার একাউন্ট ব্যালেন্স
বৃদ্ধি পেতে থাকবে
৫. শুধু ফাইল শেয়ার নয়
, আপনার নিজস্ব ওয়েবসাইটেZiddu Referral Banners ব্যবহার করে আয় করতে পারবেন



আর Zidduতে পেমেন্ট পদ্ধতি হিসেবে চালু আছে paypal & moneybookers। paypal বাংলাদেশে সাপোর্ট করে না।তারমানে দেশে থেকে আপনি আপনার আয় কারা টাকা তুলতে পারবেন না।শুধু অনলাইনে কেনাকাটা করে ব্যয় করতে হবে।তবে moneybookers বাংলাদেশে সাপোর্ট করে এবং moneybookersএ সাইন আপ করে দেশে থেকে টাকা উঠাতে পারবেন। moneybookersএ সাইন আপ করত এখানে ক্লিক করুন।
 

ইন্টারনেট থেকে বিশ্বের যে কোন মোবাইলে কল করুন আজ থেকে একেবারে ফ্রীতে

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই।আসা রাখি রমজানের বরকতে সকলেই ভালো আছেন।কোন প্রকার ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন ও কমেন্টস করে জানাবেন।আসুন তাহলে শিখে নেয় কিভাবে ইন্টারনেট থেকে বিশ্বের যে কোন মোবাইলে ফ্রীতে কল করতে হয়।
আপনারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে যে কোন মোবাইলে ফ্রীতে কল করতে পারবেন।আসুন তাহলে বিস্তারিত জেনে নেয়।প্রথমে নিচের দেওয়া লিংকে গিয়ে sign up with E-mail এ ক্লিক করলে একটি ফর্ম আসবে সেই ফর্ম টি সঠিক ভাবে পূরন করলে উক্ত ফর্মের মধ্যে উল্লেখিত E-mail এ একটি কনফারমেশন মেইল যাবে ঐ মেইলে ক্লিক করলে আপনার এ্যাকাউন্ট টি কনফার্ম হয়ে যাবে।
তারপর আপনার এ্যাকাউন্টে প্রবেশ করে।আপনার ছবি ও তথ্য সংযুক্ত করতে হবে।তারপর verify মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার টি দিলে আপনার নাম্বারে একটি কল আসবে।তারপর কম্পিউটার এর স্ক্রীনে দেখানো কোডটি আপনার মোবাইলে সঠিক ভাবে উচ্চারন করলে আপনার এ্যাকাউন্টটি এ্যাকটিব হয়ে যাবে।সাথে সাথে আপনার এ্যাকাউন্টে  .25euro জমা হবে।
এই euro দিয়ে বাংলাদেশের যেকোন মোবাইলে কল করলে প্রতি মিনিটে .6 euro করে কাটবে।আর বিদেশের কোন মোবাইলে করলে প্রতি মিনিটে .33euro করে কাটবে।SMS করলে .5euro করে কাটবে বাংলাদেশের ভেতরে।আসুন জেনে নেয় কিভাবে আপনার euro বারাবেন। Euro বারানোর জন্য আপনার লিংক থেকে একজনকে এরকম একটি এ্যাকাউন্ট খুলে দিতে পারলে আপনার এ্যাকাউন্টে .15 euro ও আপনার বন্ধুর এ্যাকাউন্টে  .25euro যুক্ত হবে।কল করার জন্য এ্যাকাউন্ট খুলার পর একদিন অপেক্ষা করতে হবে।
একদিন আপনার E-mail এ একটি লিংক পাঠাবে।যেখানে লিখা থাকবে এখন থেকে আপনি কল করতে সক্ষম।সুতরাং নিচের দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে এখন থেকেই ফ্রীতে কল ও এস এম এস করা শুরু করি বিশ্বের যে কোন মোবাইলে।এই হল লিংক http://vox.io/r/C0Ql08

 

অনলাইনে নিজের বিজ্ঞাপণ থেকে ডলার আয় করুন!! ঘরে বসে ইচ্ছামতো বিজ্ঞাপণ তৈরি করুন

সসালামু আলাইকুম।
সবাইকে শুভেচ্ছা জানিয়া শুরু করলাম ইন্টারনেট এ ঘরে বসে আয় বিষয়ক আমার ৩য় পোষ্ট। আমরা অনেকেই গুগল Adsense এ- কাজ করে ডলার আয় করি। অনেকেরই শখ জাগে গুগলে কাজ করার। কিন্তু গুগলে নানান নীতি ও পলিসির কারনে অনেকেই ভয়ে ঐ দিকে আর পা বাড়ান না। আসলে গুগল মামারা আমাদের দেশের মামাদের মত নয়। আমাদের দেশের কাউকে মামা বলে ডাকলে সে হয়ত আপনাকে নিয়ে সাফাই গাইবে। কিন্তু গুগল মামারা খুবই নির্মম। আপনার কোন কথায় কানে নিবে না। উল্টো বেশী কিছু হলে আপনার একাউন্টকে ব্লক করে দিবে। যাইহোক আমি আজ আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দিব। যেখানে আপনার নিজের তৈরিকৃত বিজ্ঞাপণ/পণ্য এই সাইটে জমা দিবেন। এবং আপনার বিজ্ঞাপণটি যদি কারো পছন্দ হয় তা হলে তিনি $৫ এর বিনিময়ে আপনার বিজ্ঞাপণটিকে অর্ডার করতে পারেন। অর্ডার কেটে নিলেই এই সাইটে আপনার একাউন্টে প্রতিটি পণ্যর জন্য $৫ ডলার করে জমা হবে। এই সাইটে যে পণ্যই ক্রয় করা হোক না কেন তার প্রতিটির দর $৫ করে। অনেকেই এই সাইটটিকে $৫ এর সাইট বলে থাকেন। কিন্তু অনেকে এটি আবার PTC সাইট বলে মনে করলে বোকামী হবে। আর হ্যাঁ এই বিজ্ঞাপণ গুলোকে এই সাইটে গিগ (GIG) বলা হয়। সুতরাং বায়াররা এখানে গিগ বলে সম্বোধন করবেন। মূলত এই সাইটে কাজ করে অনেকেই গুগল Adsense এ- কাজ করার স্বাদ নিতে পারেন। (যদিও গুগলের সাথে কারোর তুলনা করা ঠিক নয়, কিন্তু যারা কাজ জানেন না তাদেরকে এটা স্বপ্ন হিসাবে ধরতে সমস্যা কোথায়!!)। তথাপি এই সাইটটি বিশ্ব জুড়ে খুবই একটি জনপ্রিয় সাইট এবং প্রচুর ইউজার নিয়মিত যোগ হচ্ছে। এই সাইটটির নাম- 5err.com.  
এই সাইটটির ট্রাফিক অর্থাৎ ভিজিটর সংথ্যা অনেক বেশী। প্রতিদিন প্রায় ২৫,০০০- ৬০,০০০ ভিজিটর এই সাইট ভিজিট করে থাকেন। তাই ভাগ্য সুপ্রসন্ন থাকলে এখানে আপনার হাতের মুঠোয়  ভিজিটর ধরা দিতে পারে। আপনার গিগ কারোর হয়ত পচ্ছন্দ হতে পারে। এই সাইটে প্রতিদিন ৩/৪ টি অর্ডার পাওয়া কোন ব্যাপার না। ব্যক্তিগত আমার কথায় বলি এই সাইটে আমার জয়েন করা প্রায় ৮ মাস হল। প্রতিনিয়ত এখানে ভিজিট করা না হলেও মাসে ২/৩ বার করি। যে দিনই এই সাইটে ভিজিট করি তা প্রায় ২/৩ টি অর্ডার পাই। এখানে আমার প্রায় ৩৫ ডলার আয় হয়েছে। উল্লেখ্য এখানে U.S.D Dollar হিসাবে ধরলে প্রতি গিগের দাম বাংলাদেশী টাকাতে প্রায় ৮০ টাকা হবে। সেই হিসাবে প্রতিদিন ৩ টি গিগ বিক্রি হলে আপনি পাবেন প্রায় ২৪০ টাকা। তাহলে মাসে কত হবে এবার নিজেই হিসাব করুন।
এখন যারা এই সাইটে কাজ করতে আগ্রহী তারা এই লিংকে ক্লিক করুন- নিম্নরুপ এন্টারফেস আসবে।
কাজ করবেন যে ভাবে-
১। প্রথমে এই সাইটে  http://fiverr.com/ভিজিট করুন। একাউন্ট তৈরি করার জন্য এখানে রেজি: করতে হবে এইজন্য Sign Up এ- ক্লিক করুন। এবার ইউজার নেইম, মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করুন। ভ্যারিফাইড হিসাবে আপনার মেইলটি চেক করুন।
অতপর ইউজার নেইম ও পাসওয়ার্ড দ্বারা আপনার http://fiverr.com/ সাইটে প্রবেশ করুন।

২। এখানে আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের গিগ পোস্ট করবেন। চিন্তিত হবার কারন নাই। কেননা এখানে রয়েছে বিভিন্ন বিভাগ যেমন-Vedio,Writing, Business, Technology, Travel ইত্যাদি সহ অনেক বিভাগ। এই বিভাগ গুলোর যেকোনোটিতে আপনি যতো খুশি ততো গিগ প্রতিদিন আপলোড করতে পারবেন। তবে এই কথা ভাববেন না যে, বেশি গিগ দিলেই যে বেশি অর্ডার পাওয়া যায় কথাটি এমনও নয়।
৩। এখানে অবস্থা এমন যে, আমি এখনও ১ম গিগ থেকে আজও কোন অর্ডার পাইনি। অথচ ১০ নং গিগ থেকে এখনও মাঝেমধ্য অর্ডার পাই। আসলে উক্ত বিষয়টি নির্ভর করছে আপনার তৈরিকৃত গিগ এর ধরন, নিজস্বতা, স্বকীয়তা আর আপনার পণ্যের চাহিদার উপর।
৪। সহজভাবে বলা যায়, গিগ এর চাহিদা এবং লেখার সৃজনশীলতার উপরই নির্ভর করে আপনার গিগ এর সফলতা। এখানে মনে রাখা দরকার সব সময়ই একই ধরনের লেখা বা একই ধরনের ডিজাইন করা যাবে না। আবার কখনই অন্যদের গিগ নকল করা যাবে না।
৫। এখন যদি দেখেন আপনি কোন অর্ডার পাচ্ছেন না। তাহলে গিগ এর বিষয় পরিবর্তন করতে হবে, লেখায় নতুনত্ব আনতে হবে, অর্থশৈলী যোগ করতে হবে। ইনশাআল্লাহ্ এক সময় সফলতা ধরা দিবেই। এই জন্য প্রথমদিকে কাজ না হলেও চিন্তিত হবার কারন নাই। একটু ধৈর্য্য ধরে পরিশ্রম করতে হবে।
৬। fiverr.com সাইটটি সার্ভিস চার্জ বাবদ $১ কেটে রেখে $৪ পেমেন্ট করে। এই সাইট এর রেজিস্ট্রেশন এর নিয়ম অন্যান্য সাইট এর মতই খুব একটা কঠিন নই।
৭। গিগ দেয়ার পর ক্রেতার কাছে আপনার গিগ এর একটি বর্ণনা দিন। কীওয়ার্ড গিগ সম্পর্কিত কিছু কীওয়ার্ড দিন। যেমনঃ আমি আমার ১ম উদাহরন এর জন্য দিয়েছিলাম WordPress, Tutorials, E-Book, CMS, Learn, Easy. তারপর আপনি কত দিনের মধ্য কাজটি শেষ করতে পারবেন তা উল্লেখ করুন। আপনি যদি আপনার নিজের কোন পণ্য এখানে সেল করতে চান তার জন্য এর পর রয়েছে শিপিং এর অপশন। সবশেষে আপনার পণ্য এর এক বা একাধিক  ছবি(ই-বুক এর ছবি) আপলোড করুন। তারপর ওকে করুন।
৮। এই সাইটে প্রায় সকল ধরনের গিগগুলোই  সেল হয়ে থাকে। তার মধ্যে সবার উপরে বিক্রি হয় টিউটোরিয়াল ভিত্তিক গিগ। এর পরই আছে Programming, Fun, Technology , Postcards ইত্যাদি।
৯। এখানে যদি টিউটোরিয়াল ভিত্তিক ই-বুক থাকে তাহলে আপনি গুগল থেকে বা অন্য যেকোনো ফ্রী ই-বুক এর সাইট থেকে ফ্রী ডাউনলোড করতে পারেন। তবে আপনাকে আপনার পণ্যর মান নিশ্চিত করতে হবে। এবং আপনার নির্ধারিত সময়ই এর মধ্যেই কাজ জমা দিতে হবে অথবা বায়ার কে আপনার সমস্যার কথা জানিয়া সময় চেয়ে নিতে হবে। নইলে পরবর্তীতে এর অর্ডার না পাবার বা বয়ার অর্ডার বাতিল করতে পারেন অথবা আপনাকে বাজে রেটিং দিতে পারেন।
১০। বায়ের এর সাথে সকল আলোচনা অবশ্যই ঐ সাইট এর মেইল বক্স এ করতে হবে। আপনার কাজটি শেষ হলে কাজটি অবশ্যই ঐ সাইট এর মাধ্যমেই হস্তান্তর করতে হবে। কোন ক্রমেই বায়ার এর ই-মেইল অ্যাকাউন্ট এ পাঠানো যাবে না। আবার এখানে ঐ একই অ্যাকাউন্ট দিয়ে একজন বায়ার হিসাবেও আপনার কাজ করার সুবিধা। আপনি এই সাইট এ কিছু টাকা জমা করে আপনার কোন কাজ এর জন্য গিগ অর্ডার করতে পারেন।
১১। ইচ্ছা করলে আপনি আপনার গিগ গুলো Facebook, tweiter, Google+ এ শেয়ার করতে পারেন। আবার উক্ত সাইটটির widegate ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে এই গিগ গুলোর বিজ্ঞাপন দিতে পারেন। এতে আপনার ইনকাম আরও একধাপ বৃদ্ধি পাবে।
কিভাবে পেমেন্ট পাবেন?
undefined১। এবার জানা যাক কিভাবে  টাকা উত্তলন করবেন। অর্ডার পাবার সাথে  সাথেই টাকা/অর্থ বায়ার পুরো পরিশোধ করে দেয়। তাই সময় মতো কাজ জমা দিলে টাকা পাবেনই।
২। মুলত কাজ জমা দেয়ার ৩দিন এর মধ্যে বায়ার আপনার কাজটি গ্রহন করে থাকেন ও আপনাকে রেটিং দেবে। এবং কাজটি গ্রহন করার টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে এবং ১২ দিন এর মাথায় বা তার পূর্বেই আপনার টাকা ক্লিয়ার করা হবে।
৩। এই সাইটের ইনকামের টাকা আপনি আপনার Paypal Account দিয়া সাথে সাথে তুলতে পারবেন। এই সাইটে টাকা পাবার উপায় মাত্র একটি (পেপাল একাউন্ট) বলে অনেকেই এই সাইট এ কাজ করতে ভয় অনীহা দেখায়। এমনিতে আমাদের দেশে পেপাল এর কার্যক্রম শুরু হয় নাই। তবে বিদেশে কোন পরিচিতজন থাকলে তাদের মাধ্যমেই পেপালে টাকা আনা যায়। তাছাড়া অনেকেই ভায়া মাধ্যম হিসাবে পেপাল একাউন্ট ওপেন ও ভ্যারিফাইডের মাধ্যমে কাজ করে থাকেন। অবশ্য এইভাবে পেপাল একাউন্ট তৈরি ও ব্যবহার করাটা ঝুকিপূর্ণ ও ঝামেলার বিষয়। যদি সময় সুযোগ হয় তাহলে পরবর্তীতে পেপাল একাউন্ট তৈরি করা নিয়ে একটি পোস্ট করাবার আশা রাখছি। তবে আমাদের দেশে এলার্টপে বর্তমানে পেজা কার্যক্রম শুরু করে দিয়েছে।
 

খুব সহজে ও দ্রুত আপনার ব্লগ বা ওয়েবসাইটকে বেশ কয়েকটি সাইটের সার্চ ক্যাটাগরিতে যুক্ত করুন

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আমাদের প্রায় সকলেরই ছোট বড় ব্লগ বা ওয়েবসাইট রয়েছে । আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটকে বিস্তার করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে থাকি । তার মধ্যে একটি কোশল হল সার্চ ক্যাটাগরির মাধ্যমে বিস্তার করা । সার্চ ক্যাটাগরি বলতে আপনার ব্লগ বা ওয়েবসাইট Google, Yahoo বা অনান্য বিভিন্ন সার্চিং সাইটে যুক্ত করা । সার্চিং সাইট গুলোতে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে যুক্ত করলে ব্লগ বা ওয়েবসাইট সার্চ করা মাত্র তা অতি সহজেই সকলে পেয়ে যাবে ।
বন্ধুরা আজ আমি আপনাদের ব্লগ বা ওয়েবসাইটের জন্য সুন্দর একটি সাইট উপহার দেব । এই সাইটটির মাধ্যমে আপনি অতি সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইটকেundefined
  • Yahoo
  • Google
  • Bing
  • Alo.
  • Lycos
  • Go
  • Web Crawler
  • Excite
  • Altavista
  • Dogpile
সাইট গুলোর সার্চ ক্যাটাগরিতে যুক্ত করতে পারবেন ।
প্রথমে এই লিংকে ক্লিক করুন । ৫ সেকেন্ড অপেক্ষা করার পর Skip AD এ ক্লিক করুন । এখন সাইটটিতে ঢুকে গেলে দুটি বক্স দেখতে পাবেন । এখন প্রথম বক্সে আপনার ব্লগ বা ওয়েবসাইটের নাম বসান এবং দ্বিতীয় বক্সে আপনার ই-মেইল ID বসান এবং Submit এ ক্লিক করুন । আপনার কাজ শেষ এখন আপনার ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ করে দেখুন । সার্চের আগে আপনার সাইট চলে আসবে ।
 

দ্রুতভাবে ডাউনলোড কিংবা আপগ্রেড করে নিই - ফায়ারফক্স ও থান্ডারবার্ডের ১৪তম সংস্করণ উন্মুক্ত!আসুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। বোধ হয় বেশ কয়েকদিন পরে পিসি হেল্প লাইনে পোষ্ট করতে বসেছি। মূলত নিজের ব্যক্তিগত কর্মব্যস্ততা ও লেখাপড়ার চাপের কারনে প্রায় ৫ দিনের মত সময় দিতে পারিনি।এখনও লেখাপড়ার ভালই চাপ রয়ছে তবে কিছুটা শিথীলতা ভাব। যাইহোক পূর্বেই আপনাদের বলেছিলাম এবং এখনও বলছি পিসি হেল্পলাইনে যতটুকু আমি ও আমার বন্ধুরা বসার সময় পাব সেই সময়টুকু পোষ্টগুলো পাবলিশ ও কমেন্ট করাবার চেষ্টা করব (ইনশা-অআল্লাহ)। আজকের দিনের যে পোষ্ট গুলো দিব তা অনেকটা প্রযুক্তি বিষয়ক আলোচনা রিভিউ। এখানে কোন কাজের নির্দেশনা না থাকলেও আপগ্রেড হিসাবে যতটুকু তথ্য জানতে পারবেন তা অনেকেরই কাজে আসতে পারে বলে মনে করছি।আমরা অনেকেই ওয়েব সাইট দেখার ও মেইল ক্লায়েন্ট হিসাবে ২টি সফটওয়্যার ব্যবহার করে থাকি তাহল- ফায়ারফক্স ও থান্ডারবার্ড। সবার কাছেই সমান জনপ্রিয় এই সফটওয়্যারটি। বর্তমানে মজিলাতো প্রায় প্রতিমাসেই নতুন সংস্করন অবমুক্ত করছে। অনেকের কাছেই এটি অনেকটা বিরক্তিকর ব্যাপার। কেননা, প্রায় ৫ মাসের ব্যবধানে তারা ৪/৫ বার সংস্করন আপগ্রেড করেছে। বর্তমানে মজিলার অবস্থান ইন্টারনেট এক্সপ্লোরারের পরেই। কম্পিউটার বিশেষজ্ঞরা অনেকটা আশাবাদী দ্রুতভাবেই মজিলা ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে যাবে। বর্তমানে ১ম স্থান ধরার জন্য ছুই ছুই অবস্থা।
যাইহোক সেই প্রেক্ষিতে আপনারা হয়ত শুনেছেন যে- সম্প্রতি ফায়ারফক্স ব্রাউজারের ১৩তম সংস্করণ উন্মুক্ত করেছে মোজিলা ফাউন্ডেশন। মোজিলার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন সংস্করণে সিনক্রোনাইজ সুবিধা উন্নত করা হয়েছে। এর ফলে এক কম্পিউটারের ট্যাব, পেজ, হিস্ট্রি, প্রেফারেন্স, বুকমার্ক, পাসওয়ার্ড অন্য কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে। তবে, এ জন্য আলাদাভাবে অ্যাড-অন চালু করতে হবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস জানিয়েছে, কম্পিউটারের মধ্যে সহজে যোগাযোগ বাড়াতেই নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত করেছে মোজিলা।

নতুন সিনক্রোনাইজ ব্যবস্থা ছাড়াও মোজিলার ১৪তম সংস্করণে পেজ ইনসপেক্টর থ্রিডি ভিউয়ের মতো নতুন কিছু ডেভেলপমেন্ট টুল যুক্ত হয়েছে। এই টুল ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো দেখা যাবে। এ ছাড়া স্টাইল এডিটর টুল থেকে ক্যাসকেডিং স্টাইল শিট (সিএসএস) ভাষাও সম্পাদনা করা যাবে।
ফায়ারফক্স ব্রাউজারের ১৩তম সংস্করণে সাইলেন্ট আপডেট ও স্বয়ংক্রিয় ফিচার আপডেটের কথাও জানিয়েছে মোজিলা ফাউন্ডেশন।
অবশ্য, উক্ত পদ্ধতি বর্তমানে গুগলের ক্রোম ব্রাউজারে রয়েছে।
অপরদিকে ফায়ারফক্সের ১৩তম সংস্করণ ছাড়াও মোজিলা তাদের বিনামূল্যের ই-মেইল সফটওয়্যার থান্ডারবার্ডের ১৩তম সংস্করণও উন্মুক্ত করেছে। সফটওয়্যারটির অনেক ত্রুটি সারিয়ে উন্নত করা হয়েছে বলেই মোজিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। থান্ডারবার্ড সফটওয়্যারটি মাইক্রোসফট আউটলুকের মতো একটি সফটওয়্যার।
আসুন এক নজরে জেনে নিই ফায়ারফক্স ও থান্ডারবার্ডের কি সুবিধা রয়েছে-

ফায়ারফক্স ও থান্ডারবার্ডের -
১। নতুন সংস্করণে সিনক্রোনাইজ সুবিধা উন্নত করা হয়েছে
২। নিত্যনতুন প্লাগইনস/ Addons ব্যবহার করা যাবে
৩। অটোমেটিক আপডেট/আপগ্রেড করা যাবে।
৪। সিকিউরিটি প্রটেক্ট আরো উন্নত করা হয়েছে
৫। নিত্য নতুন ইন্টারফেস, ট্যাব ব্যবহার করা যাবে।
৬। পূর্বের ভার্সনের থেকে অনেক গতিময় ও ক্রটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
৭। পূর্বে তো পিসি ভারী করতো না, বর্তমানেও করবে না।
৮। নেটে কম কিলোবাইট স্পেস ব্যবহার করবে। সুতরাং নেট বিলের অযথা অপচয় হবে না …….ইত্যাদি।
যারা আগ্রহীগন তারা ফায়ারফক্স ও থান্ডারবার্ড এর নতুণ ভার্সন ইনষ্টল ও আপগ্রেড করতে এই লিংকে ক্লিক করুন-
 

বিজ্ঞাপন দিন বিনামূল্যে কোন কিছু সম্পর্কে ও বিশ্বব্যাপী ব্রডকাস্ট করুন

বিশ্বব্যাপী ব্রডকাস্ট করুন ,আপনার বিজ্ঞাপন । বিনামূল্যে কোন কিছু সম্পর্কে যেমন জবস,কৃষি ও পশুসম্পদ, ইলেকট্রনিক্, যানবাহন,সেবা,টিউটর, হাউজিং ও যে কোন বিষয়ে  বিনামূল্যে আপনার বিজ্ঞাপন পোস্ট
 https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSZMgqCDUTJsfINQceyQ_9NGvULxI0q4aRHwtQyXdB9BpDgmvYH4gQBMKbBpg
করুন http://elahan.com/dating/ads/ এই ঠিকানায়।সামাজিক যোগাযোগের সাইট Alove আবার একটি নতুন অপশন যা ই-কর্মাস ভিত্তিক ads নামের সেবা চালু করল।এখানে যে কেউ সব বিষয়ে বিজ্ঞাপন পোস্ট করতে পারবে।বিক্রয়ের জন্য গাড়ী,ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল,শাড়ী, To-Let,Flat,আরো অনেক কিছু বিষয়ে  বিজ্ঞাপন দিতে পারবে।
 

জেনে নিন ওয়েবসাইট যেভাবে কাজ করে

দয়া করে পড়ে কমেন্টে আমাকে আরো বলুন এবং ভুল করলে তা জানান আমাকে।
এটা মূলত জানার জন্য একটা টিউন। আমি ওয়েবসাইট এর ভূবনে একদম নতুন। কিভাবে ওয়েবসাইট তৈরী করতে হয় তাও ঠিক জানি না। তবে আজকে কলেজ থেকে বাসায় আসার পথে এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমার নিজের চিন্তাধারার কথা এখন আপনাদের আমি বলব। তবে একটা অনুরোধ রইল অভিজ্ঞদের প্রতি। আমার এই টিউন যদি ভুল অথবা কোন সংসাশোধনের দরকার পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন।
https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSwSl8Nrsu-T4O-QuCXLEbXVSZV-4o_w3HHG4Zkm3KE19KN7KB78g
যেকোন ওয়েবসাইটের একটা নিদিষ্ট ডোমেইন নেম থাকে। ওয়েবসাইটের তথ্য গুলো নেটে আপলোড করতে হয়। সকল ওয়েবসাইট অসংখ্য লিঙ্ক এর সমষ্টি। হোমপেজ হচ্ছে প্রথম এবং প্রধান পেজ। এখানে থাকে একটা ওয়েবসাইটের সকল তথ্য। আমার মতে সেই ওয়েবসাইট সবচেয়ে সুন্দর যেখানে ওয়েবসাইটটির সকল কন্টেন্ট এর লিঙ্ক হোমপেজে থাকে। এংকর ট্যাগ এর মাধ্যমে লিঙ্ক ক্রিয়েট করা হয়ে থাকে। যারা এইচ টি এম এল জানেন তারা এংকর ট্যাগ সম্পর্কে জানেন। যেকোন তথ্য আপলোডের পর যার মাধ্যমে সেগুলোকে সো করানো হয় বা দেখানো হয় তাকে ওয়েবসাইট বলে।আমি আবার বলছি হোমপেজে থাকে সকল লিঙ্ক। ওয়েব ডিরেক্টরিতে আপনি যে ফাইলগুলো আপলোড করেছেন এখন সেগুলকে দেখানোর জন্য হোমপেজে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। ওয়েব ডিরেক্টরি বলতে বোঝায় যেকোন স্থান, যেমন আপরার কম্পিউটারের ড্রাইভ টাও কিন্তু একটা ওয়েব ডিরেক্টরি মনে করতে পারেন। এক্সাম্প (xampp) সফটওয়ার টা যারা ব্যবহার করেছেন তারা জানেন। পি এইচ পি সিখতে চাইলে এটা লাগে। মনে করেন আমি একটা ওয়েবসাইট খুলছি যার এড্রেস হলো: www.mathanosto.com আসলে এই নামে কোন ওয়েবসাইট আছে কি না আমি জানি না। এটা শুধু উদাহরন। আমি mathafuta, mathathanda, mathakata এই নামের তিনটা ফাইল আপলোড করেছি। এখন এগুলাকে হোমপেজে অথবা www.mathanosto.com এর যেকোন স্থানে লিঙ্ক এর মাধ্যমে সো করাতে হবে। মনে করুন আমি একই ডিরেক্টরিতে সব জিনিস রেখেছি। একই ডিরেক্টরিতে সকল ফাইল রাখলে খুব সুবিধা হয় , শুধু নাম লিখেই লিঙ্ক ক্রিয়েট করা যায়। কিন্তু এক্সটেনসন হিসেবে আপনাকে বা আমাকে উল্লেখ করতে হবে ফাইলটি কোন ফরমেটে আছে। mathafuta, mathathanda, mathakata সব কিন্তু html ফরমেটে আছে। নিচে দেখুন কিভাবে লিঙ্ক ক্রিয়েট করে ওয়েবসাইডাররা--
<DOCTYPE html>
<head>
<title>mathafuta </title></head>
<a href=”mathafuta.html”>orginal mathafuta</a>
<a href=” mathathanda.html”>orginal mathathanda </a>
<a href=” mathakata.html”>orginal mathakata a</a>
</html>
সব কিছুর মুলে আছে লিঙ্ক। বাস্তবেও তাই , আপনার আমার মাঝে যদি লিঙ্ক না থাকে তবে কী আমাদের মাঝে সম্পর্ক ভালো হবে। তাই লিঙ্কই প্রধান। যেকোন ওয়েবসাইটের পেজ সোর্স দেখলে আপনি বুঝতে পারবেন আরো ভালো করে।
আজকে এ পর্যন্তই আর কিছু মাথাতে আসতেছে না। যারা সিনিয়র তারা যদি আমাকে ডোমেইন এবং হোস্টিং আরো একটু ভালো করে বলেন তাহলে খুব ভালো হয় আমার। এটা নিতান্তই আমার চিন্তা ছাড়া কিছু না। যদি ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখে ভুলটা ধরিয়ে দিলে খুসি হব।
 

সি প্রোগ্রামার পদে চাকুরির জন্য সাক্ষাতকার।

কিছুটা বাস্তব কিছুটা কাল্পনিক ঘটনা নিয়ে সাজিয়েছি লেখাটিকে, এটা গল্পও না, নাটকও না। খামখেয়ালি। তাই সাহিত্য খুজবেন না :) একটু মজা খুজলেই ভালো হবে। শুরু করা যাকঃ
.........
একটা ফার্মের একজন নবীন  সি প্রোগ্রামার লাগবে। ফার্মের একটা নাম দেওয়া দরকার, আচ্ছা। ফার্মের নাম স্মার্ট ডেস্ক [ ও ডেস্কের সাথে মিলিয়ে :) আর স্মার্ট শব্দটা সুন্দর ] স্মার্ট ডেক্স পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তাদের একজন নবীন প্রোগ্রামার লাগবে বলে। এতে অনেকেই চাকরির জন্য আবেদন করেছেন। সবার অবস্থা তো আর লেখা সম্ভব না, আমি একজনের অবস্থা লিখছি। যার নাম শুভ। হুমায়ূন আহমেদের শুভ, সকল কিছু মিল আছে হুমায়ূন আহমেদের শুভ এর সাথে। এ শুভ একজন সি প্রোগ্রামার এই শুধু পার্থক্য। আবদেন অনেকেই করছে কারন স্মার্ট ডেস্ক অনেকে প্রোগ্রামারের জন্য স্বপ্নের  ফার্ম। তাদের মধ্যে বাচাই করে অল্প কয়েকজনকে সাক্ষাতকারের জন্য ঢাকছে। শুভ তাদের মধ্যে একজন।
আজ সাক্ষাতকারের দিন। শুভ এর একটু কনফিডেন্ট আছে, কারন সে সি প্রোগ্রামিং অনেক ভালো করে জানে। সে অনেক গুলো এলগরিদম সিমুলেট করেছে সি দিয়ে যা সাধারনত সি দিয়ে সম্ভব না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে।
অনেকক্ষন বসার পর তাকে ঢাকা হয়েছে। ভিতরে ঢুকে সে কিছুটা অসস্থি বোধ করা শুরু করছে। কি জিজ্ঞেস করে  না করে ইত্যাদি নিয়ে।
সাক্ষাতকার বোর্ডে তিন জন রয়েছেন। তাদের দেখে শুভ একটু ভয় পেয়ে গেছে। এত মোটা মোটা মানুষ হতে পারে, সে আগে জানত না। গোফ ওয়ালা মানুষ দেখলে শুভ এমনিতেই একটু ভয় পায়। এখানে দুই জনেরই গোফ রয়েছে। এরা যেহেতু পোগ্রামারের সাক্ষাতকার নিবে হয়তো এরা পোগ্রামার। প্রোগ্রামারদের চুল বড় হতে দেখেছে, দাড়ি বড় হতে দেখেছে। আজ দেখল পোগ্রামারদের গোফ ও বড় হয়।
প্রথম প্রথম শুভকে সি এর ব্যাসিক কিছু প্রশ্ন করল শুভ সব গুলোর উত্তর সুন্দর ভাবে দিতে পারল। কিছুক্ষন শুভ বসে আছে কেউ কিছু বলে না। সাক্ষাতকার বোর্ডের এক জন আরেক জনের দিকে তাকাচ্ছে। কি যেন ইঙ্গিতে কথা হচ্ছে তাদের। পজেটিভ ইঙ্গিত। শুভ মনে মনে ভাবল হয়তো সে নির্বাচিত হবে এ চাকরির জন্য।
একজন এবার কথা বলে উঠল। সে বলব তোমাকে সি, সি++, জাভা, QT, MySQL, SQLite, Oracle, Windows AIP, ASP, PHP, Linux Red Hat, Ubuntu,  Java Script, HTML, CSS, XML, C#, C# .Net ইত্যাদি সম্পর্কে জানা থাকতে হবে। আর আমাদের ফার্মের বর্তমান ইকোনোমিক অবস্থা ভালো নয়। তাই আমরা তোমাকে শুরুতে মাসে ৪০ হাজার টাকা করে দেব। তোমাকে একটা সু পরিচিত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে।
শুভ বলে উঠল, কিন্তু স্যার আপনারা সি প্রোগ্রামার খুজছিলেন।
উনি বলল, হ্যা আমাদের একজন সি প্রোগ্রামার দরকার।
......... শেষ............. :P
দূর্ভাগ্য, এটাই বাস্তব। :( ফার্মের একটা কাজের জন্য লোক লাগবে। চায় সব বিষয়ে বিশেষজ্ঞ একজন।
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger