Internet Download Manager (IDM) এর নতুন ভার্সন 6.07 Build 7. নতুন ভার্সন





Internet Download Manager (IDM) এর নতুন ভার্সন 6.07 Build 7. নতুন ভার্সন
[ছবি: xBIvs.jpg]


ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা সংক্ষেপে IDM এর কথা কে না জানে?? অসাধারণ গুণাবলী সেইসাথে সহজ ইউজার ইটারফেস এর জন্য এটি আজ বিশ্বের সবচাইতে জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার।
অনেক অনেক ফিচার সম্বলিত এই ডাউনলোড ম্যানেজারটি আসলেই অসাধারণ। তাই সবাই IDM বলতে পাগল। কিন্তু দুঃখের কথা এটি ফ্রীতে একমাসের বেশী ব্যবহার করা যায় না। দামও অনেক। তাই আমাদের মত ম্যাংগো জনতার (আম-জনতার) জন্য ক্রাকড ভার্সন ব্যবহার করা ছাড়া গতি নেই।
আজ তাই আপনাদের জন্য নিয়ে আসলাম সম্প্রতি রিলিজ হওয়া IDM এর নতুন ভার্সন IDM 6.07 Build 7 ভার্সন। আইডিএম এর অফিশিয়াল ঘোষণা অনুযায়ী এটি আগের ভার্সন থেকে অনেক স্ট্যাবল। আগের ভার্সনের কিছু বাগ এটিতে ফিক্স করা হয়েছে। সেই সাথে মজিলা ফায়ারফক্সের ৬ ভার্সনের সাথেও এটি খুব সহজেই ইন্ট্রিগ্রেটেড হবে।

সবচেয়ে বড় কথা এই ভার্সনে Speed Limiter নামে নতুন ট্যাব যোগ করা হয়েছে। যার সাহায্যে যেকোন ফাইল ডাউনলোডের স্পীড কমিয়ে ডাউনলোড করতে পারবেন। আমাদের দেশের ইন্টারনেটের যে স্পীড, তাতে কোন ফাইল ডাউনলোড দিলে আর নেট ব্রাউজ করা যায় না বললেই চলে। তাই ডাউনলোডের স্পীড কমিয়ে দিয়ে সেইসাথে নেট ব্রাউজ করার এটি একটি ভাল বুদ্ধি। অবশ্য আপনি একসাথে অনেক ফাইল ডাউনলোড করলে প্রায়রিটি অনুযায়ী ফাইল ডাউনলোডের স্পীড বাড়িয়েও দিতে পারেন!!
[ছবি: viAMG.png]

আইডিএমের গুনাগুণ তো অনেক জানলাম। এবার ডাউনলোডের পালা। আপনাদের জন্য আমি ক্রাক সহ আইডিএমের লেটেস্ট ভার্সন মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি। এখান থেকে ডাউনলোড করুন
ডাউনলোড করে উইনরার বা অন্য কোন সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করুন। এবার সেটাপ ফোল্ডার থেকে আইডিএম সেটাপ দিয়ে সিস্টেম ট্যারে থেকে আইডিএম এক্সিট করুন।

এবার ক্রাক ফোল্ডার থেকে প্যাচ ফাইলটা কপি করে আইডিএমের ইন্সটলেশন ফোল্ডারে ( ডিফল্টভাবে- C:\Program Files\Internet Download Manager) Paste করে প্যাচ বাটনে ক্লিক করুন।
এবার কীগেন ফোল্ডার থেকে কীগেনটি ওপেন করে জেনারেট বাটনে ক্লিক করে যে সিরিয়ালটি পাবেন, সেটি দিয়ে আইডিএম রেজিস্টার করুন। ইউসারনেম বা ইমেইলে যেকোন নাম ব্যবহার করুন। তাহলেই ফুল ভার্সন পেয়ে যাবেন।

[ছবি: HJimv.png]
  দেখে নেই IDM এর নতুন ভার্সন সহ সকল ভার্সন কিভাবে Active করা হয়?
 
আসুন দেখে নেই IDM এর নতুন ভার্সন সহ সকল ভার্সন কিভাবে Active করা হয়? এখন আপনেও পারবেন IDM এর নতুন/পুরাতন যেকোনো ভার্সন আজীবনের জন্য Active করতে! যদি থাকে IDM Life Time Activator Tool.

আপনারা কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন এবং ভাল থাকেন সবসময়।

আসুন দেখে নেই IDM এর নতুন ভার্সন সহ সকল ভার্সন কিভাবে Carck করা হয়? এখন আপনেও পারবেন IDM এর নতুন/পুরাতন যেকোনো ভার্সন আজীবনের জন্য Active করতে! যদি থাকে IDM Life Time Cracker Tool.


Screenshoot:
Instraction:

1.
প্রথমে IDM এর যেকোনো ভার্সন ইন্সটল করুন।

. এখন IDM Cracker Tool ওপেন করুন।

3.
এখন Registration Name এর জায়গায় আপনার ইচ্ছা মত Name Use করতে পারেন অথবা সিলেক্ট AUTO.

4.
এখন Screen Capture এর start বাটনে ক্লিক করুন।

5.
এখন আপনার ভার্শনটি Fully Activated Version.

6.
যদি Cracker tools টি কাজ না করে তাহলে ২য় বার Start বাটনে ক্লিক করুন।

Note:
এখন আপনেও পারবেন IDM এর নতুন যেকোনো ভার্সন ক্র্যাক করতে।

আশা করি অনেকের কাজে লাগবে।

*******************Download
লিঙ্ক নিচে দেওয়া হল*********************

Download Links:
MEDIAFIRE

Download Now
প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”
***কম্পিউটার সম্পর্কিত নতুন নতুন খবর, প্রয়োজনীয় টিপস ও ট্রিকস এবং ফুল ভার্সন সফটওয়্যার নিয়ে “মাইটেকটিউনস২৪” আপনার পাশে আছে সবসময়।
ভাল থাকবেন সবসময়। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেয।
 
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger