ফটোসপে খুব সহজেই গ্লোয়িং ইফেক্ট দিন


একটা প্রবাদ বাক্য শুনেছিলাম পাগলে কি না বলে ছাগলে কি না খায়! কিন্তু কালের বিবর্তনে প্রবাদ টা হারিয়ে যেতে বসেছে।
না আমি ভুল বলছি না। আমি প্রসঙ্গ থেকে দুরে সরে যাচ্ছি না। আসলে প্রবাদ বাক্যটা পাল্টিয়ে দিলাম পাগলে কি না বলে ফটোসপে কি না হয়!!
এমনিতেই প্রবাদবাক্যের কথা বললাম না। দেখুন তো ফটোসপ দিয়ে কত্তোসুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট তৈরি করা যায়।
http://www.rongmohol.com/uploads/1805_30.jpg
এটি তৈরি করতে হলে আপনাকে যে খুব বেশী ফটোসপ জানতে হবে তা কিন্তু নয়। ধাপে ধাপে করলে এটি আপনি খুব সহজেই ফটোসপে তৈরি করতে পারেন। তো আসুন আমরা দেখি কিভাবে এটি তৈরি করা যায়।
প্রথমে ফটোসপ ওপেন করে একটি নতুন ফাইল নিন। সাইজ হবে 1920x1200 px এবং রেজুলেশন দিন 72 dpi। তারপর এটিকে কালে কালারে ব্যাকগ্রাউন্ড দিন। এজন্য কালার প্যালেটে কালো সিলেক্ট করে Alt+Backspace দিন। আপনি ইচ্ছা করলে Paint Bucket Tool এর সাহায্যে ও দিতে পারেন। এজন্য কিবোর্ড থেকে G চাপুন।
আপনার ইমেজ বোধহয় এমন হয়েছে
http://www.rongmohol.com/uploads/1805_1.jpg
এরপর নতুন একটি লেয়ার তৈরি করুন। এজন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। আপনি ইচ্ছা করলে লেয়ার প্যালেট থেকে ও করতে পারেন। লেয়ার প্যালেট উইন্ডোতে না থাকলে কিবোর্ড থেকে F7
চাপুন।
এবার আমাদের একটি ব্রাশ সিলেক্ট করতে হবে। ব্রাশ দিয়ে খুব সহজেই ডিজাইন করা যায় তা হয়ত আপনি আগের পোষ্ট থেকে জেনেছেন। না দেখলে এখান থেকে একপলক দেখে আসুন। নিচের চিত্রের মত ব্রাশটি সিলেক্ট করুন এবং ব্যবহার করুন।
http://www.rongmohol.com/uploads/1805_gloing-2.jpg
সঠিকভাবে ব্রাশ ব্যবহার করলে আপনার ইমেজ এমন হবে বা এমন করার চেষ্টা করুন। এমনই যে হতে হবে তা কিন্তু নয়। আমিই যদি চেষ্টা করি তাহলে অন্যরকম হয়ে যাবে। এটা স্বাভাবিক।
http://www.rongmohol.com/uploads/1805_gloing-3.jpg
আগেরটি কত পিক্সেলের ব্রাশ নিয়েছিলাম বলুন তো??
নিশ্চই স্ক্রল করে উপরে গিয়ে দেখে এসে বলছেন ৪৫ পিক্সেলের lollol
আচ্ছা যাই হোক। বলেছেন তো!! আমি এতেই খুশি। এরপর আমরা একটু বড় অর্থাৎ ১০০ পিক্সেলের ব্রাশ ব্যবহার করব সেজন্য ব্রাশ এ গিয়ে ১০০ পিক্সেলের ব্রাশ সিলেক্ট করুন।
http://www.rongmohol.com/uploads/1805_gloing-4.jpg
ব্রাশ দিয়ে ডিজাইন করার সময় একেক সময় একেক কালার সিলেক্ট করুন। তাহলে আপনার ইমেজে বৈচিত্রতা আসবে। নিচের চিত্রটি দেখুন বিভিন্ন কালার ব্যবহার করার কারনে কত সুন্দর লাগছে তাই না?? নিচের কালার কোড দেওয়া আছে ইচ্ছে করলে আপনি সেগুলো ও ব্যবহার করতে পারেন।
http://www.rongmohol.com/uploads/1805_gloing-6.jpg
লেয়ার অপশন থেকে লেয়ার ফিটেন করে নিয়ে Filter>Blur>Radial blur এ ক্লিক করুন। চিত্রের মত মানবসিয়ে ওকে করুন।
http://www.rongmohol.com/uploads/1805_gloing-7.jpg
দেখুন আপনার ইমেজ কেমন হলো..............
http://www.rongmohol.com/uploads/1805_gloing-8.jpg
ইচ্ছে করলে আপনি CTRL+SHIFT+U. ব্যবহার করে অন্যকালার করতে পারেন আপনার ইমেজটাকে
http://www.rongmohol.com/uploads/1805_gloing-9.jpg
এরপর Pen Tool ব্যবহার করার পালা কিবোর্ড থেকে P চাপুন। Pen Tool সক্রিয় হবে। সক্রিয় হওয়ারপর মেনু বারের চিত্রে প্রদর্শিত লালকালিতে চিহ্নিত অংশে ক্লিক করে নিচের চিত্রের মত করে রেখা বা দাগ আকান
http://www.rongmohol.com/uploads/1805_gloing-10.jpg
http://www.rongmohol.com/uploads/1805_gloing-11.jpg
এরপর একটা নতুন লেয়ার তৈরি করে নিন। তারপর Stroke Path এ ব্রাশ সিলেক্ট করুন।
http://www.rongmohol.com/uploads/1805_gloing-12.jpg
দেখুন আপনার ইমেজ
http://www.rongmohol.com/uploads/1805_gloing-13.jpg
তারপর ৪৫ পিক্সেলে ব্রাশ সিলেক্ট করে Pen Tool ব্যবহার করে নীল রংএ আকান
http://www.rongmohol.com/uploads/1805_gloing-14.jpg
অন্যগুলোও একইভাবে রংদিন
http://www.rongmohol.com/uploads/1805_gloing-15.jpg
এরপর Filter>Blur>Gaussian blur এ গিয়ে ৫ এবং এরপর ১০ পিক্সেল মান দিন
http://www.rongmohol.com/uploads/1805_gloing-16.jpg
http://www.rongmohol.com/uploads/1805_gloing-17.jpg
আপনার ইমেজ এমন হওয়ার কথা
http://www.rongmohol.com/uploads/1805_gloing-18.jpg
এরপর ব্রাশ ব্যবহার করে লাইনের কয়েকটি স্থানে আকান। চিত্রের মত ব্রাশের মান দিন
http://www.rongmohol.com/uploads/1805_gloing-19.jpg
এরপর Smudge Tool ব্যবহার করে আপনার ইমেজ আরও সুন্দর করতে পারেন। যা কিবোর্ড থেকে R প্রেস করলে সক্রিয় হয়।
http://www.rongmohol.com/uploads/1805_gloinh.jpg
আরও বিভিন্নভাবে ইমেজ টাকে আরও সুন্দর করা যায়। যেমন লেয়ারের ব্লেন্ডিং অপশন, স্মাগ টুল, লাইনার লাই ইত্যাটির সাহায্যে
ফাইনাল ইমেজ এমন হবে
http://www.rongmohol.com/uploads/1805_finallllll.jpg
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger