দ্রুত ফাইল কপি – সেন্ডটু এর মাধ্যমে


অনেক সময় আমাদেরকে কাজের প্রয়োজনে এক ফোল্ডার হতে আরেক ফোল্ডারে ফাইল টান্সফার করতে হয়। সেক্ষেত্রে আমারেকে ফাইলটি কপি পেষ্ট করে পাঠাতে হয়। যা কিনা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য আমরা যদি Send To আইটমে নিজেদের নিধারিত ফোল্ডার এর লোকেশন ঠিক করে দিতে পারি তা হলে আমাদের কাজটি আরও সহজ হবে । দেখা যাকঃ
  • আমাদেরকে যেকোনা একটি একটি ফোল্ডার বানাতে হবে যেখানে আমরা সব সময় ফাইল সেন্ড করে থাকব। যেমন D drive এ একটি ফোল্ডার তৈরি করলাম যার নাম ধরুন Mixed Document011.JPG
  • সেখান থেকে আমরা সরাসরি চলে যাব My Computer> Drive C> Document and Settings022.JPG
  • সেখান থেকে Administrator032.JPG
  • Tools মেনু থেকে ফোল্ডার অপশনে যেতে হবে সেখান থেকে061.JPG
  • View ট্যাব এ যেতে হবে111.JPG
  • সেখানে Show Hidden Files & folder এ Click করতে হবে। Apply দিয়ে বের হয়ে আসব। বের হয়ে আসার পর send to নামে একটি আইকোন পাওয়া যাবে। সেন্ড টু আইটেমটিতে প্রবেশ করার পর একটি নতন শর্টকাট নিতে Right Button New>New Shortcut12.JPG
  • একটি Create Shortcut উইন্ডো আসবে, সেখান থেকে Brows করে আমরা যে ফোল্ডারটি সেন্ড টু আইকোন হিসেবে রাখতে চাই তা Locate করে দিতে হবে । (Drive D > Mixed Document) 05.JPG
  • ফাইলটির লোকেশন ঠিক করার পর Next করে উইন্ডো থেকে বেরিয়ে আসব। এরপর আমরা যেকোনো ফাইলের রাইট বাটন কিক করার পর Send to আইটেমে Mixed Document আইটেমে Mixed Document টি পাব।
আশা করি আমার এই লেখাটি পরে কেউ না কেউ উপকত হবে। ভালো লাগলে বা না লাগলেও মন্তব্য চাচ্ছি।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger