PDF ফাইল দিয়ে তৈরি করুন Flipping বই

 

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজ আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটা টিউন যা দ্বারা আপনি আপনার PDF ফাইলকে রুপান্তর করতে পারেন সম্পূর্ণ Flipping বই এ । আর এই কাজটি করতে প্রথমে আমরা একটা সফটওয়্যার এর সাহায্য নিবো।
  • প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে  ইন্সটল করে নিনঃ
http://page-flip.com/downloads/publisher/
  • ইন্সটল করার পর FlippingBook PDF Publisher ওপেন করুন।,তারপর Import > Import PDF সিলেক্ট করুন।

  • আপনি যে PDF ফাইলটি বই এ রুপান্তর করতে চান সেটা সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
  • একটি pops up উইন্ডো আসবে, Start এ ক্লিক করুন এবং import শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
undefined

Import শেষ হলে publish করার পালা। আপনি HTML অথবা EXE ফরম্যাটে পাবলিশ করতে পারেন।

আমি এখানে EXE তে করে দেখালাম। এবার নতুন উইন্ডোতে কোথায় ফাইলটি সেভ করবেন তা দেখিয়ে দিন। পাবলিশ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শেষ হলে VIEW RESULT এ ক্লিক করুন। এবং আপনার ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।
পূর্বে ব্যক্তিগত ব্লগে প্রকাশিত ।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger