run command এর ব্যবহার


আস্সালামুয়ালাইকুম।। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। অনেক দিন পর techtunes এ টিউন করতে বসলাম। কিন্তু আমি প্রতিদিন এ techtunes এ আসি। কিছুদিন আগে আমার এক বন্ধু তার pendrive তা আমাকে দিল কিছু sotware দেয়ার জন্য। তখন সেটায় আমি run ব্যবহার এর কিছু run command পেলাম। আমি আজ তাকে জিজ্ঞেস করলাম এতা নেয়া টিউন করব কিনা। সে আমাকে অনুমতি দিল। যাই হক মুল টিউন  এ আসি
undefined
কোন প্রোগ্রামকে সহজে চালু করতে রানে (Start+R চেপে) গিয়ে উক্ত প্রোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখে ওকে করলেই সেই প্রোগাম চালু হয়। যদিও বেশিরভাগ প্রোগ্রামই সরাসরি চালু করা যায়। নিচে দরকারি বেশ কিছু রান কামন্ডের (উইন্ডোজ এক্সপি) সংক্ষিপ্ত সংকেত দেওয়া হলো।
  • একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
  • একসেসিবিলিটি উইজার্ড – accwiz
  • এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
  • এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
  • এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
  • অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
  • ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
  • ক্যালকুলেটর – calc
  • সার্টিফিকেটস – certmgr.msc
  • ক্যারেকটার ম্যাপ – charmap
  • চেক ডিক্স (ডস) – chkdsk
  • ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
  • কমান্ড প্রোম্পট – cmd
  • কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
  • কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
  • কন্ট্রোল প্যানেল – control
  • ইউজার একাউন্টস – control userpasswords2
  • ডেট এন্ড টাইমস – timedate.cpl
  • ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
  • ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
  • ডাইরেক্ট এক্স – dxdiag
  • ডিক্স ক্লিনআপ – cleanmgr
  • ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
  • ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
  • ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
  • ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
  • ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
  • ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
  • ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
  • ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
  • ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
  • ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif
  • ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
  • ফোল্ডার প্রোপার্টিস – control folders
  • ফন্টস – control fonts
  • ফন্টস ফোল্ডার – fonts
  • গেম কন্ট্রোলারস – joy.cpl
  • গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
  • হেল্প এন্ড সাপোর্ট – helpctr
  • হাইপারটার্মিনাল – hypertrm
  • আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
  • ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
  • ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
  • ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
  • ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
  • কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
  • লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
  • লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
  • উইন্ডোজ লগঅফ – logoff
  • মাইক্রোসফট চ্যাট – winchat
  • মাইক্রোসফট মুভি মেকার – moviemk
  • এমএস পেইন্ট – mspaint
  • মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
  • মাউস প্রোপার্টিস -control mouse
  • মাউস প্রোপার্টিস – main.cpl
  • নেট মিটিং – conf
  • নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
  • নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
  • নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
  • নোটপ্যাড – notepad
  • অবজেক্ট পেজ মেকার – packager
  • ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
  • অন স্ক্রিন কীবোর্ড – osk
  • আউটলুক এক্সপ্রেস – msimn
  • এমএস পেইন্ট – pbrush
  • পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
  • পারফরমেন্স মনিটর – perfmon.msc
  • পারফরমেন্স মনিটর – perfmon
  • ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
  • ফোন ডায়ালার – dialer
  • পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
  • প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
  • প্রিন্টারস ফোল্ডার – printers
  • রিজিউনাল সেটিংস – intl.cpl
  • রেজিষ্ট্রি এডিটর – regedit
  • রেজিষ্ট্রি এডিটর – regedit32
  • রিমোট একসেস ফোনবুক – rasphone
  • রিমোট ডেক্সটপ – mstsc
  • রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
  • রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
  • রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
  • স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
  • শিডিউল টাস্ক – control schedtasks
  • সিকিউরিটি সেন্টার – wscui.cpl
  • সার্ভিসেস – services.msc
  • শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
  • উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
  • সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
  • সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
  • সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
  • সিস্টেম ইনফোমেশন – msinfo32
  • সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
  • টাস্ক ম্যানেজার – taskmgr
  • টিসিপি টেষ্টার – tcptest
  • টেলনেট ক্লাইন্ট – telnet
  • ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
  • ইউটিলিটি ম্যানেজার – utilman
  • উইন্ডোজ এড্রেস বুক – wab
  • উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
  • উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
  • উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
  • উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
  • উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
  • উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
  • উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
  • উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
  • আপডেট লাঞ্চ – wupdmgr
  • উইন্ডোজ ভার্সন – winver
  • উইন্ডোজ এক্সপি টুর – tourstart
  • ওয়ার্ড প্যাড – write
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger