কোন আলাদা সফটওয়্যার ছাড়াই পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখুন যেকোন ওয়েব পেজ – মাত্র একটা ক্লিক !

ইন্টারনেটে প্রতিনিয়ত আমরা অজস্র সাইটে ঘোরাঘুরি করছি । নানা সময় নানা ওয়েবপেজ আমাদের সেভ করে রাখার দরকার হয় হয় । আর সেভ করে রাখার ক্ষেত্রে পিডিএফ একটা জনপ্রিয় ফরম্যাট । কিন্তু সমস্যা হল কী , অধিকাংশ পিডিএফ কনভার্টার হয় হুবুহু পেজটা সেভ করতে পারে না ( CSS টা বাদ দিয়ে দেয় ) নতুবা বাংলা আসে না । তার উপর সফটওয়্যার ইন্সটলের ঝামেলা তো আছেই !
আজ এই টিউনটিতে আপনাদের জানাচ্ছি একদম সহজ একটা উপায় । এখানে আমি শুধুমাত্র একটা বুকমার্কলেট ব্যবহার করেছি ।

আপনাদের যা করতে হবেঃ

  • বুকমার্কবারে ( ফায়ারফক্সে Most Visited এর পাশে) রাইবাটন ক্লিক করে New Bookmark থেকে একটা নতুন বুকমার্ক করুন ।
  • Screenshot-imageshake.us - image hosting Resources and Information. - Mozilla Firefox
  • New Bookmark উইন্ডোতে নীচের প্যারামিটারগুলো দিন
  • Name: pdfmyurl
  • Location / Address :
    javascript:pdf_url=location.href;location.href='http://pdfmyurl.com?url='+escape(pdf_url)
Screenshot-New Bookmark
টেকটিউনসে জাভা-স্ক্রীপ্ট অফ করা তাই সরাসরি দিতে পারলাম না !

  • এবার যে পেজটা পিডিএফ করবেন সেটা খুলে ( পুরো লোড না হলেও চলবে ! ) এই বুকমার্কলেটাতে ক্লিক করুন ।

    • আপনার পেজটির পিডিএফ ডাউনলোড হয়ে যাবে !

    নোটঃ

    • যেকোন সাইট পিডিএফ করতে পারবেন , যত খুশী !
    • ইউনিকোড বেসড যেকোন বাংলা সাইট ( টেকটিউনস , সামহোয়্যারইন ) ও সমস্যা ছাড়াই পিডিএফ করতে এবং দেখতে পারবেন ।
    • কিছু মাথামোটা পত্রিকার সাইট ( আমাদের সময় , জনকন্ঠ ! ) যেগুলো ইউনিকোড ছেড়ে পুরানা বিজয় দিয়ে সাইট বানিয়েছে সেগুলো পিডিএফ করতে পারবেন না ।
    • ওহ ! আরেকটা সুবিধার কথা বলা হয় নি । সাইটের যে লিন্কগুলো থাকে সেগুলোও পিডিএফে অক্ষত পাবেন !
    তো আমার এই টিউনটাকেই না হয় প্রথম পিডিএফ হিসাবে সেভ করুন :)
    Share this article :
     

    একটি মন্তব্য পোস্ট করুন

     
    Support : Creating Website | Johny Template | Mas Template
    Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
    Template Created by Creating Website Published by Mas Template
    Proudly powered by Blogger