
তবে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই যে এই কাজ করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব।
উইন্ডোজ ৭ সেটআপঃ
১. আপনার কম্পিউটারের ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭ এর সিডি প্রবেশ করান।সিডি রান হলে সিডির ভেতর থেকে "boot" ফোল্ডারে প্রবেশ করুন।"boot" ফোল্ডার থেকে "bootsect" এপ্লিকেশনটি আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভের রুটে সেভ করুন।

২. মনে রাখবেন ড্রাইভের রুটে সেভ করতে হবে।কোন ফোল্ডারে নয়।যেমনঃ এখানে G ড্রাইভে "bootsect" এপ্লিকেশনটি সেভ করা হয়েছে।

৩. এখন আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান।পেনড্রাইভটিকে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করুন।
৪. পেনড্রাইভ ফরমেট করার পর Start>Accessories>Command prompt কে "Run as administrator" হিসেবে চালু করুন।

৫. এবার Command prompt এ G: লিখে এন্টার দিন।এতে আপনি G: ড্রাইভের রুটে চলে যাবেন।
{এখানে G: ড্রাইভে এপ্লিকেশনটি সেভ করেছি বিধায় G: দেয়া হয়েছে।আপনি যে ড্রাইভে এপ্লিকেশনটি সেভ করবেন সে ড্রাইভের লেটার লিখবেন}

৬. এখন " bootsect.exe/nt60 I: " লিখে এন্টার দিন।আপনার প্রবেশকৃত পেনড্রাইভ বুট হওয়া শুরু করবে।বুট হয়ে গেলে এই লেখাটি প্রদর্শন করবে।
{এখানে I: হচ্ছে পেনড্রাইভের লেটার}

হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ।
৭. ডিভিডি ড্রাইভে প্রবেশকৃত সিডির সব ফাইল গুলো পেন ড্রাইভে কপি-পেস্ট করুন।
৮. কম্পিউটার রিস্টার্ট করে বায়াস থেকে "ফার্স্ট বুট" হিসেবে "ইউ এস বি" ডিভাইস সিলেক্ট করুন।আর অতি দ্রুত ও সহজেই সেটআপ করে ফেলুন উইন্ডোজ ৭!!!
সমস্যা ও সমাধানঃ পেনড্রাইভ বুট করার পর আপনি যদি ফরমেট করে পুণরায় বুট করতে চান তাহলে বুট হবে না।এর জন্য আপনাকে NTFS বাদে অন্য কোন ফাইল সিস্টেমে পেনড্রাইভকে ফরমেট করতে হবে।ফরমেট করার পর পুণরায় NTFS ফাইল সিস্টেমে ফরমেট করুন।তাহলে আবার পেনড্রাইভ কে বুট করতে পারবেন।
পেনড্রাইভকে পুণরায় বুট করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হওয়ায় আপনাদের সাথে শেয়ার করলাম।
একটি মন্তব্য পোস্ট করুন