আপনার এক্সপিতে পেন ড্রাইভকে Ram হিসেবে ব্যাবহার করুন

2009-12-03 15 17 49
EKH ভাইয়ের "3rd party software ছাড়া  পেইন ড্রাইভকে Ram হিসেবে ব্যবহার করুন উইন্ডোজ ভিস্তাতে" টিউনটি আমার খুব কাজে লেগেছে, তবুও একটু অপূর্ণ লাগছিল কারন আমার আগের ডেস্কটপটির মধ্যে এক্সপি ব্যাবহার করি ওটার মধ্যে আমি পেনড্রাইভকে RAM হিসেবে ব্যাবহার করতে পারি না কি আর করা, আজ আবার নেটে একটু ঘুরতেছিলাম হঠাত করেই দেখি eBoostr এর ফুল ভার্সন তাড়াহুরা করে ডাউন দিলাম, তারপর আমার ডেস্কটপে সেটআপ দিলাম কিন্তু একটু পড়েই মনটা খারাপ হয়ে গেল avast এটার ক্রেকটাকে ভাইরাস হিসেবে ধরল, পরে ভাবলাম দেখিতো ক্যাসপার দিয়ে স্কেন করে নাহ ক্যাসপারস্কাই স্কেন করে কিছুই ডিটেক্ট করল না মনে একটু সাহস পেলাম avast ডিজেবল করে patch করলাম দেখি কাজ হয়েছে, হাঁ এবার আপনারাও পেন ড্রাইভকে Ram হিসেবে ব্যবহার করতে পারবেন, সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে, এবার ইনষ্টল করে রিষ্টার্ট করুন, এবার patch ফাইলটি ওপেন করুন এবার patch বাটনে ক্লিক করুন। এখন patch ফোল্ডারটির ভিতরে english user নামক ফোল্ডারের ভিতরের রেজিষ্ট্রি ফাইলটি ওপেন করুন ম্যাসেজ আসার পর ইযেস দিন, এবার ষ্টার্ট মেনু হতে eBoostr Control Panel এ ঢুকুন এবার বাম দিক থেকে তিন নাম্বার অপশনে যান এবার language - english সিলেক্ট করে দিন। আপনার পেন ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান এবার add বাটনে প্রেস করে আপনার পেন ড্রাইভের লোকেশনটি দেখিয়ে দিন। এবার উপভোগ করুন দুর্দান্ত গতি
সময় সল্পতার কারণে গুছিয়ে লিখতে পারিনি এজন্য ক্ষমাপার্থী
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger