এবারের একুশে বইমেলায় তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে প্রোগ্রামিং শেখার নতুন বাংলা বই – “কম্পিউটার প্রোগ্রামিং”। বইটি লিখেছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন প্রোগ্রামার – তামিম শাহ্রিয়ার সুবিন। বইটিতে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় প্রোগ্রামিং এর বিষয়গুলোকে উপস্থাপন করেছেন ফলে কেবল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই নয়, স্কুল-কলেজের ছেলেমেয়েরাও সহজে প্রোগ্রামিংয়ের বিষয়গুলো বুঝতে পারবে। বইতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ‘সি’ ব্যবহার করা হয়েছে। তবে লেখক বইতে ‘সি’ ল্যাঙ্গুয়েজ শেখানোর চেয়েও জোর দিয়েছেন প্রোগ্রামিংয়ের মৌলিক ধারনাগুলোর ওপর। পাঠককে সাথে নিয়ে ঘুরে বেড়িয়েছেন প্রোগ্রামিংয়ের নানান দিকে। বইয়ের প্রতিটি অধ্যায়ের সাথে পর্যাপ্ত উদাহরণ এবং তার ব্যাখ্যা রয়েছে। পাশাপাশি বইটিতে পাঠকদের চিন্তা করার জন্য ছুঁড়ে দেওয়া হয়েছে নানান সমস্যা যা কিনা চিন্তাশীল পাঠকদের ভাল লাগবে। প্রোগ্রামিংয়ের বিষয় ছাড়াও লেখক তার অভিজ্ঞতা থেকে পাঠককে দিকনির্দেশনা দিয়েছেন প্রোগ্রামিং ক্যারিয়ার, ফ্রিল্যান্স প্রোগ্রামিং এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহনের ব্যাপারে। বইয়ের ভূমিকায় জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বইটির ভূয়সী প্রশংসা করেন এবং এর সাফল্য কামনা করেন। বইতে কী আছে?
অধ্যায় ০ – শুরুর আগে
অধ্যায় ১ – প্রথম প্রোগ্রাম
অধ্যায় ২ – ডাটা টাইপ, ইনপুট ও আউটপুট
অধ্যায় ৩ – কন্ডিশনাল লজিক
অধ্যায় ৪ – লুপ (Loop)
অধ্যায় ৫ – একটুখানি গণিত
অধ্যায় ৬ – অ্যারে
অধ্যায় ৭ – ফাংশন
অধ্যায় ৮ – বাইনারি সার্চ
অধ্যায় ৯ – স্ট্রিং
অধ্যায় ১০ – মৌলিক সংখ্যা
অধ্যায় ১১ – আবারও অ্যারে
অধ্যায় ১২ – বাইনারি সংখ্যা পদ্ধতি
অধ্যায় ১৩ – কিছু প্রোগ্রামিং সমস্যা
অধ্যায় ১৪ – শেষের শুরু
সম্পূর্ণ বইটি লেখকের ওয়েবসাইটে (http://cpbook.subeen.com) সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে বিনামূল্যে বইটি পড়া যাবে এই লিংক থেকে।
একটি মন্তব্য পোস্ট করুন