সবাই
কেমন আছেন? কী ভাবছেন? এটা কী করে সম্ভব? আসলে এটা হলো বাংলা ভয়েস মিডিয়া।
আমরা যখন এক্সপি ব্যবহার করি, কাজ করার সময় বিভিন্ন সাউন্ড হয়। যেমনঃ
ইউএসবি প্রবেশ করার সময়, ইউএসবি আউট করার সময়, কম্পিউটার বন্ধ করার সময়,
চালু করার সময় ইত্যাদি। আমার এই টোটাল ভয়েস মিডিয়া সব মিডিয়াকে পরিবর্তন
করে আপনার কম্পিউটারকে সম্পূর্ণ বাংলা [শুধু সাউন্ডগুলো, লেখা গুলো নয়।]
করে দিবে।
আসুন দেখে নেই ভয়েস গুলো :
১. কোন ইরোর ম্যাসেজ আসলে বলবেঃ বস সমস্যা আছে। ২. ইউএসবি প্রবেশ করালে বলবেঃ বস ইউএসবি পাইছে, ভাইরাস চেক করে নেন। ৩. ইউএসবি আউট করলে বলবেঃ বস ইউএসবি খুললেন। ৪. কম্পিউটার অফ আউট করলে বলবেঃ আমি কিছুক্ষণের জন্য বন্ধ হচ্ছি। ৫. কম্পিউটার লগ অন করলে বলবেঃ আমি আবারো খুলছি। ইত্যাদি আরো ভয়েস রয়েছে যেগুলো কমান্ড দেওয়ার সময় বলবে।
একটি মন্তব্য পোস্ট করুন