উইনডোজ সেভেনে কিভাবে শুধুমাত্র ফন্ট সাইজ (লেখা) বাড়াবেন?

উইনডোজ এক্সপিতে ডেক্সটপে রাইট বাট ক্লিক করে প্রপারটিজ থেকেই এটি খুব সহজে করা যায় কিন্তু উইনডোজ সেভেনে এরকম কোন অপশন না থাকায় অনেকেই বিপদে পড়েন। কারণ উইনডোজ সেভেনে বাংলা ফন্ট একটু ছোট দেখা যায়। তাই পড়তে অসুবিধা হয়। যদিও উইনডোজ সেভেনে ডেক্সটপ প্রাপারটিজ থেকে স্ক্রিন রেজুলেশন বাড়িয়ে নিলেও ফন্ট বড় হয়ে যায় কিন্তু সমস্যা হল স্ক্রিন রেজুলেশন বাড়াতে পুরো সিস্টেমের বড়কিছু বড় হয়ে যায়। তাই লেখার সাইজ বড় হলেও রেজুলেশন বেড়ে যাওয়ায় স্ক্রিনের মধ্যে অনেককিছু দেখতে অসুবিধা হয়।

উইনডোজ সেভেনে কিভাবে শুধুমাত্র ফন্ট সাইজ (লেখা) বাড়াবেন?

১। প্রথমে Run ওপেন করুন (Start বাটন > All Programs > Accessories > Run ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে Windows Key + R চাপুন)
undefined
এখন Open এ control color লিখে OK করুন।
২। Window Color and Appearance নামক একটি বক্স আসবে। এখানে Item থেকে Icon সিলেক্ট করুন।
undefined
এখানে Size থেকে আপনার ইচ্ছামত সাইজ বাড়িয়ে কমিয়ে নিন। আপনি যদি আপনার কম্পিউটারের ফন্ট পরিবর্তনও করতে চান তাহলে সেটি Font থেকে আলাদা কোন বাংলা ফন্ট যেমনঃ SolaimanLipi, Kalpurush বা Siyam Rupali সিলেক্ট করতে পারেন। সবশেষে OK ক্লিক করুন।
৩। ব্যাস ! হয়ে গেল এখন আপনার কম্পিউটারে গিয়ে দেখুন ফোল্ডারগুলি এবং সকল আইকোনগুলির ফন্ট সাইট বেড়ে গেছে। এবং বাংলাগুলি বেশ সুন্দর বোঝা যাচ্ছে ! :)
ভাল থাকুন
ধন্যবাদ।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger