সেন্ড করা ই-মেইল আবার ফিরিয়ে আনুন। অবিশ্বাস্য হলেও দিনের আলোর মতোই সত্য।

বন্ধুরা, সবাইকে সালাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো।
আজকে আমি শেয়ার করব কিভাবে সেন্ড করা মেইল আবার ফিরিয়ে আনবেন।
নানা কারনে আমরা বিভিন্ন জনকে মেইল করে থাকি। তো মেইল করার পর অনেক সময় মনে হয় যে, মাত্র সেন্ড করা মেইল টা পাঠানো বোধহয় উচিত হলনা। তখন উক্ত মেইলটি ফেরৎ আনাও সম্ভব হয়না। আবার অনেক গুরুত্বপূর্ন জায়গায় মেইল করি,মেইল করার পর দেখা যায়যে উক্ত মেইলে হয়তবা ভূলে মূল ফাইলটি অ্যাটাচ্‌ করা হয়নি।কিন’ু এটা যদি কোন চাকরি বা গুরুত্বপুর্ন অফিস হয় তাহলে দ্বিতীয়বার মেইল করা সম্ভব নয় কিংবা করা গেলেও সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সমন্ধে খেয়ালিপনার অভাব সম্পন্ন মনোভাব পোষন করতে পারে। ফলে আপনার ক্রেডিট-এ ডিমোশন হতে পারে।
আজকে আমার এই পোষ্ট সেই সমস্যা থেকে মুক্তি পাবার উপায় নিয়ে।
অর্থাৎ আপনি সেন্ড করা মেইল তৎক্ষনাৎ ফিরিয়ে নিয়ে এসে এডিট করে পূনরায় সেন্ড করতে পারেন কিংবা নাও করতে পারেন।
তো বন্ধুরা তার আগে একটি কথা বলে নেই এই সুবিধাটি শুধুমাত্র জি-মেইলের ক্ষেত্রে পাবেন। গুগল কোম্পানি বেশ কিছু দিন হল এই সার্ভিসটি চালু করেছে। আর আপনি সেন্ড করা মেইলটি ফিরিয়ে আনবেন কিনা তা ৩০ সেকেন্ডের মধ্যে সিদ্ধান- নিতে হবে। আগে এটি ৫ সেকেন্ডের মধ্যে করতে হতো।এখন সময় বাড়িয়ে তারা ৩০ সেকেন্ড করেছে। আসে- আসে- সময় বাড়ানোর কাজ গুগল করে যাচ্ছে। গুগল বলে কথা। এমনও হতে পারে আপনি সার্ভিস টি অ্যাড করেছেন দেখবেন দু-চারদিন পরেই ৩০ সেকেন্ড থেকে ১/২/৩ মিনিটে অগ্রসর করেছে।
এখন কিভাবে সার্ভিস টি চালু করতে হবে তা নিচে স্ক্রিন সটের মাধ্যমে দেওয়া হল যাতে আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা না হয়।। দোয়া করবেন আমার জন্য।
এখন

2

3

4
undefined
5
এরপর থেকে যখনই কোন মেইল সেন্ড করবেন তখনই উপরের দিকে একটি অপশন এসে আপনাকে জিঞ্জাসা করবে যে আপনি উক্ত এইমাত্র সেন্ড করা মেইলটি ফিরিয়ে আনতে আগ্রহী কিনা অর্থাৎ আনডো করবেন কিনা।
undefined
কাজ শেষ। সবাই ভাল থাকবেন,ইনশাল্লাহ্‌ আবার আসব।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger