কিছু কিছু সাইট রয়েছে যাদের মাধ্যমে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এস.এম.এস পাঠানো যায়। কিন্তু বিপুল পরিমাণে এস.এম.এস পাঠানোর কারণে বেশির ভাগ সাইটই ব্লগ করে দেয় এই সুবিধা। আজ আপনাদের সাথে এমনই একটি সাইট শেয়ার করতে যাচ্ছি। বাংলালিংক,গ্রামীণফোন,এয়ারটেল এবং রবি সিমে এস.এম.এস পাঠিয়ে দেখা গেল যাচ্ছে ভালো মতই। অন্য সিম গুলো না থাকায় অবস্থা জানি না। তবে আশা করা যায় সেগুলোতেই পাঠানো যাবে। এখন বিনামূল্যে নিবন্ধন ছাড়াই পাঠানো গেলেত্ত সামনে নিবন্ধন করতে হবে। তাই যদি সাইটটি কাজে দেয় নিবন্ধন করে রাখবেন। আর যদি ব্লগ করে দেয় তা হলে আবার নতুন সাইটের সন্ধানে যেতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন