কাজের কখা বলছি-
চেক প্রজাতন্ত্রের তৈরি এভাস্টও একটি সফল জনপ্রিয় এন্টিভাইরাস।বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহৃত হয়। তেমনি আমাদের দেশেও অনেক ইউজার এটা ব্যবহার করেন। এভাস্ট মূলত ফ্রীর দিক থেকে বর্তমানে ১ নং Ranking। কিন্তু লাইসেন্স এর দিক দিয়ে বেশ কিছু ভেন্ডর থেকে পিছিয়ে। তবুও ভাল সার্ভিস দেয় বিশেষ করে মেইল প্রটেকশন ও ভাইরাস কিল করতে এটি অত্যন্ত পারদর্শী। প্রতিমাসেই এর প্রোগ্রাম ভার্সন আপডেট করা হয়। এর একটি সমস্যা রয়েছে যেমন- যদি প্রতিনিয়ত নেট ব্যবহার না করা হয় তাহলে আপডেট নিতে অনেকক্ষন সময় নেয়। আবার অনেক ক্ষেত্রে দ্রতই নেয়। এভাস্ট এর আরেকটি গুন হল- এই সফট ওয়্যারটির সাথে সাউন্ড এন্টারফেস সংযুক্ত অর্থাৎ নিজের ইচ্ছামত কথা বলে, যেখানে অন্য সকল এন্টিভাইরাসে এই অপশনটি রাখা হয়নি। বিশ্বের প্রায় সব মিলিয়ে ৩০ লক্ষের বেশী ব্যবহারকারী এভাস্টের গ্রাহক।
যারা এভাস্ট ব্যবহার করতে আগ্রহী তারা এই লিংকে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন প্রায় ৮৫ এমবি সাইজ- অপরদিকে পূর্বে যদি কোন এভাস্ট সিকিউরিটি পূরাতন ভার্সন থেকে থাকে তবে তাও কাজ করবে। এখানে শুধু সিরিয়াল কী পেষ্ট করে পরবর্তীতে আপডেট করে নিলেই হবে।
এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন-
ডাউনলোড করার পর ইনষ্টলের সময় কী চাইলে আমার দেয়া কী বসিয়ে দিলেই হবে- নিম্নরুপ চিত্রনুযায়ী-ইনষ্টল শেষ হলেই পিসি রিস্টার্ট নিবে। তারপর এন্টারফেস ওপেন করে দেখুন এক বছরের লাইসেন্স একটিভ হয়েছে নিম্নরুপ-
এবার আপডেট করলেই হবে। পরবর্তীতে নেট চালু রাখলে নিজেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।
Serial Key পেতে এই লিংকে ক্লিক করুন- http://adf.ly/5ux6H
উল্লেখ্য এটি কোন ক্রাক করা Serial Key কী নয়। একদম ১০০% Genuin key. বর্তমানে আমি Avast Internet Security সর্বশেষ সংস্করন উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে ব্যবহার করছি। ভালই কাজ হচ্ছে। এবং এভাস্ট পূর্বের ভার্সন থেকে নতুন ভার্সনের গতি অনেক বেশী। পিসি স্লো ডাউন অপশনটি অনেকটা হ্রাস করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন