আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা আশাকরি ভালো।আজ আমি আপনাদের একটা সফটঅয়ার শেয়ার করব যেটা যারা জানে না তাদের জন্য। এই সফটঅয়ার এর কাজ হল যে আপনি ইচ্চা করলে আপনার বাসার কিংবা আপনার বন্ধুর ল্যাবটপ/ডেস্ক টপ এর সকল কাজ আপনি দূরে থেকেও সমাধান করতে পারবেন।এমন কি আপনি দূরে বসে অপারের পিসি থেকে কোন কিছু ডিলেট করতে পারবেন, সকল কাজ করতে পারবেন এমন কি তার পুরা পিসি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে শর্ত হল আপনার এবং আপনি যে পিসি টা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন উভয় পিসিতে সফটওয়্যার টি থাকতে হবে এবং নেট কনেকশন থাকতে হবে।এখান থেকে সফটওয়্যার টি(windows 7এর জন্য ) ডাউনলোড করে রান করুন
এর পর নিচের মত ছবি আসলে সেখান থেকে patner id এর জায়গায় আপনার বন্ধুর id দিন।
তারপর connect to patner ক্লিক করুন তার পর সেখানে password দিন ,এখন কাজ শেষ । এখন দেখবেন আপনার বন্ধুর পিসির মনিটর আপানার পিসিতে চলে আসছে। এখন আপনি তার পিসিতে আপনার প্রয়োজনীয় কাজ করুন। কেমন লাগল অনে ভাল তাই না ।যদি সম্মান্য তম আপনার ভাল লেগে থাকে তবে দয়া করে মন্তব্য করে আমাকে জানান প্লিচ।
একটি মন্তব্য পোস্ট করুন