আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন , আমি ভাল আছি। আমি আপনাদের শিখাব কিভাবে C programming শিখে খুব সহজে সফটওয়্যার তৈরি করবেন। আমি C programming নিয়ে ধারাবাহিক ভাবে পোস্ট করে যাব যতদিন পজ্জন্ত আপনারা C programming শিখে নিজে নিজে সফটওয়্যার বানাতে না পারসেন। আমি আসা করি আমার টিউটোরিয়াল আপনারা ঠিক মত ফলো করলে আপনারা অবশ্যেই C programming শিখে সফটওয়্যার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ্। C Porgramming সবাই জানেনা , যারা জানেন তারা ও দেখবেন আর যারা জানেন না তারা তো অবশ্যই দেখবেন । আর যারা জানেন সেই ভাইয়ারা দেখবেন আমার পোষ্ট এ কোন ভুল হচ্ছে কিনা please দয়া করে কোন ভুল হলে সেটা আমাকে Comment এর মাধ্যমে জানাবেন আর কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।C হচ্ছে একটি অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । এটি বিভিন্ন ধরনের Operating system (যেমন- DOS, OS/2, UNIX, Windows) এ Copile ও Exacute করা যায় । যে সকল C প্রোগ্রাম Windows এর Under এ Implement করা হয় তাদেরকে বলে Visual C প্রোগ্রাম । আবার MS-DOS এর Under এ পরিচালিত C প্রোগ্রাম ও Windows এর Under এ সার্থকভাবেই Run হয় । সুতরাং দেখা যায়, C এবং Visual C এ প্রোগ্রাম লিখার নিয়মকানুন একই, তবে তাদের Implementation এর Environment ভিন্ন ভিন্ন।
Turbo C : আমার সকল পোষ্ট এবং প্রোগ্রাম সমূহ “Turbo C” এই সফটওয়্যার এ লিখিত । তাই প্রথমে ‘Turbo C’ বিভিন্ন Feature নিয়ে আলোচনা করবো ।Turbo C’ এ প্রোগ্রাম তৈরি ও Execute এর জন্য একটি শক্তিশালী Environment থাকে যাকে IDE (Integrated Development Environment) বলে । IDE হচ্ছে সম্পূর্ণ Menu ভিত্তিক একটি Environment, যা User কে প্রোগ্রাম create, edit, compile ও Run করতে সহায়তা করে । সর্ব প্রথমে আমরা Editor ব্যবহার করে Source Code File তৈরি করবো, তারপর File তি Compile ও Linking এর পর সর্বশেষে Run ব্যবহার করবো । প্রগ্রামে যদি কোন ভুল থাকে ‘Turbo C’ সেই ভুল গুলো দেখাই, তখন ভুলগুলো সংশোধন করে আবারো প্রোগ্রামটিকে Compile করতে হবে ।
এখন আমরা ‘Turbo C’ সফটওয়্যার টা ইন্সটল করব।
প্রথমে Windows Xp এর ‘Terbo C’ ইন্সটল করব।
সফটওয়্যার টি ডাউনলোড করে যে কোন আক্তা ড্রাইভ এ রাখুন। এইবার আক্তা ফোল্ডার বানান । এইবার সফটওয়্যার টি Unzip করুন। Unzip করার পর দেখবেন “INSTALL” নামে একটা ফাইল আসে , ফাইল টা ওপেন করুন তাহলে নিচের মত একটা ছবি আসবে । নিচের মত ছবি টা আসলে Key Board থেকে ‘Enter’ Press করুন ।
Turbo C : আমার সকল পোষ্ট এবং প্রোগ্রাম সমূহ “Turbo C” এই সফটওয়্যার এ লিখিত । তাই প্রথমে ‘Turbo C’ বিভিন্ন Feature নিয়ে আলোচনা করবো ।Turbo C’ এ প্রোগ্রাম তৈরি ও Execute এর জন্য একটি শক্তিশালী Environment থাকে যাকে IDE (Integrated Development Environment) বলে । IDE হচ্ছে সম্পূর্ণ Menu ভিত্তিক একটি Environment, যা User কে প্রোগ্রাম create, edit, compile ও Run করতে সহায়তা করে । সর্ব প্রথমে আমরা Editor ব্যবহার করে Source Code File তৈরি করবো, তারপর File তি Compile ও Linking এর পর সর্বশেষে Run ব্যবহার করবো । প্রগ্রামে যদি কোন ভুল থাকে ‘Turbo C’ সেই ভুল গুলো দেখাই, তখন ভুলগুলো সংশোধন করে আবারো প্রোগ্রামটিকে Compile করতে হবে ।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন
প্রথমে Windows Xp এর ‘Terbo C’ ইন্সটল করব।
সফটওয়্যার টি ডাউনলোড করে যে কোন আক্তা ড্রাইভ এ রাখুন। এইবার আক্তা ফোল্ডার বানান । এইবার সফটওয়্যার টি Unzip করুন। Unzip করার পর দেখবেন “INSTALL” নামে একটা ফাইল আসে , ফাইল টা ওপেন করুন তাহলে নিচের মত একটা ছবি আসবে । নিচের মত ছবি টা আসলে Key Board থেকে ‘Enter’ Press করুন ।

তারপর নিচের মত একটা ছবি আসবে। তীর চিনহ জায়গায় KeyBoard থেকে ‘C’ টাইপ করুন অথবা আপনি যে ড্রাইভ এ ইন্সটল করতে চান ওই ড্রাইভ এর অক্ষর টা টাইপ করেন, এবং Enter Press করুন।

এইখানে কোন কাজ নাই জাস্ট Enter Press করুন।

নিচের ছবি টা আসলে এরো Key দ্বারা তীর চিহ্ন জায়গায় নিয়ে Enter Press করুন।

ইন্সটল শেষ। এইবার Enter Press করুন।

এইবার যে ড্রাইভ এ সফটওয়্যার টা ইন্সটল করসেন ওই ড্রাইভ এ জান। আমি চ ড্রাইভ এ করসি। জারা C ড্রাইভ এ করসেন তারা C ড্রাইভ ওপেন করুন দেখবেন “TC” নামে একটা ফোল্ডার আসে ফোল্ডার টা ওপেন করুন। তাহলে নিচের চবির মত আসবে । এইবার “BIN” লেখা ফোল্ডার টি ওপেন করুন “TC” নামে একটা ফাইল আছে ওই ফাইল টা দেয়া আমরা সফটওয়্যার Develop করব।

এইবার Windows 7 এর ‘Turbo C’ ইন্সটল করব
এইখানে বেশি কিছু লাগবে না সব কিছু প্রায় একই রকম

আজ এই পজ্জন্ত আগামি পর্বে বিস্তারিত আলোচনা করবো।
সবাই ভাল থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন