Download করে নিন Notepad++6.0 (আপনাদের সবার অবশ্যই 100% কাজে লাগবে)

আমার 3rd Post এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মোটামুটি সবার পরিচিত একটি Software নিয়ে আলোচনা করব। এর সাহায্যে আপনি আপনার Windows এর জন্য .bat Formate এর প্রয়োজনীয় Software এবং Virus তৈরী করতে পারবেন। আমার মনে হয় আপনার এই বিষয়ে আমার থেকে বেশিই জানেন।

Notepade কি?
Notepad হল এমন একটি Software যার সাহায্যে মূলত .txt, .inf এবং .ini File পড়া যায়। তবে Notepad++6.0 এর মাধ্যমে আপনি আরো অসাধারন কিছু কাজ করতে পারবেন। Softwareটি একদম Free.

কি কি Formate Open এবং Edit করা যাবে?
Notepad++6.0 এর মাধ্যমে .txt, .inf, .ini, .reg, .url, .bat, .cmd ছাড়াও .html, .htm, .js, .java, .php, .php3, .xml, .xsml, .yml, .v, .vb, .vbs, .pm, .pl, .plx, pas, .inc, .ps, .ps1, .nfo, .nsi, .scm, .smd, .ss, .cs, .css, .iss, .au3, .as, .mx, .ada, .adb, .ads, .asm, .diff ইত্যাদি ছাড়াও প্রায় 50 রকম Formate এর File Open এবং Edit করতে পারবেন যা কিনা Windows এর সাথে দেয়া Notepad এ নেই।

কিভাবে ব্যবহার করব?
Download শেষে Softwareটি Setup দিয়ে নিন।

আমার মনে হয় আপনারা সবাই Notepad এর ব্যবহার খুব ভালো ভাবেই জানেন তাই এর ব্যবহার সম্পর্কে আর কিছু লিখলাম না।

তবে Latest Versionটির নতুন কিছু Option সম্পর্কে বলছি। যেমন নতুন Versionটির মাধ্যমে আপনি Encoding করতে পারবেন Encoding Option থেকে।

এর মাধ্যমে আপনি কোন কিছু Edit করার জন্য সেই অক্ষরগুলো Find করতে পারবেন এবং Replace করতে পারবেন Search Optionটি থেকে।

এর মাধ্যমে আপনি c, css, c++, batch, java, javascript, html, xml, vb, vhdl, yml, shell, flash actionscript ছাড়াও প্রায় 15 রকম Language এ Programing করতে পারবেন। তবে আপনাকে প্রথমেই কোন Language এ Programing করতে চান তা Language Option থেকে Select করে দিতে হবে।
undefined
আপনি যদি Open করা Fileটি Zoom করে পড়তে চান এবং Fileটিতে কতগুলো Word আছে  Fileটির Memory কত ইত্যাদি দেখতে চান তাহলে View Optionটিতে যান।
Softwareটির Download করব কোথায় থেকে?
http://filehippo.com/download_notepad/  এই Link থেকে Softwareটি Freeতে Download করে নিন।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger