একই বিষয় নিয়ে আগেও অনেক টিউন করা হলেও আমার মনে হয় আগের গুলোর তুলনায় এটি সহজ হবে। বলা বাহুল্য এই পদ্ধতি WINDOWS 7/ WINDOWS 8 / Windows XP এর ক্ষেত্রে প্রযোজ্য।
প্রথমে Windows 7 USB-DVD Tool – এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সাইজঃ ৮৯০ কেবি।
এটি Microsoft Corporation –এর অফিশিয়াল টুল। এর মাধ্যমে Windows 7-এর যেকোন ইমেজ ফাইলকে USB অথবা DVD –তে রুপান্তর করতে পারবেন।
প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
তারপর ওপেন করুন।
ছবিটির মত করে BROWSE –এ আপনার Windows –এর ISO file নির্দেশ করুন।
![](http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/03/01.jpg)
এখন USB চাইলে USB অথবা DVD –তে burn করতে চাইলে DVD সিলেক্ট করে নিন। তারপর Start Over –এ ক্লিক করুন।
![undefined](http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/03/02.jpg)
আশা করি পোস্ট টি মোটামুটি সকলের কাজে আসবে।
একটি মন্তব্য পোস্ট করুন