আর আমার দেওয়া সফ্টওয়্যার মানেই পোর্টেবল ভার্সন যা ইনষ্টল করার প্রয়োজন হয় না। শুধু ওপেন করেই কাজ শুরু।
যেভাবে ব্যাকআপ করবেন-
> প্রথমে সফ্টওয়্যারটি এক্সট্রাক্ট করে ওপেন করুন> এর পর বাম পাশের অপশনগুলো থেকে Back Up Drivers সিলেক্ট করুন
> এর পর ডান পাশে নিচে Select All এ ক্লিক করে Start Backup এ ক্লিক করুন।
> ব্যাক ফাইল কোথায় সেভ রাখতে চান তা দেখিয়ে দিন এবং Ok করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যেই ব্যাক শেষ হয়ে যাবে।
যেভাবে রিষ্টোর করবেন-
> যখন রিষ্টোর করার প্রয়োজন হবে তখন সফ্টওয়্যারটি ওপেন করুন
> এর পর বাম পাশের অপশনগুলো থেকে Restore Drivers সিলেক্ট করুন
> এর পর একটা ম্যাসেজে জানিয়ে দেবে কোথায় ব্যাকআপ ফাইল গুলো আছে।
> যদি ঐ লোকেশনটি সঠিক হয় তবে Yes করুন; আর না হলে No তে ক্লিক করে লোকেশন দেখিয়ে দিন (যেখানে ব্যাকআপ করে রেখেছিলেন)
> তারপর Start Restoration এ ক্লিক করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যেই কেল্লা ফতে হয়ে যাবে।
তাহলে আর দেরী কেন নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন Driver Magician
একটি মন্তব্য পোস্ট করুন