আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন টিএন্টটি ফোন ব্যবহারকারীর নাম ঠিকানা সহজেই বের করবেন। আজকাল টিএন্টটি ফোনের বিল কম হওয়াতে আমাদেরকে অনেকেই এই টিএন্টটি অপারেটর ব্যবহারকারীরা বিরক্ত করে থাকে,কিন‘ আমরা কিছুই করতে পারিনা। যদি এমন হত যে সেই বিরক্তকারীর নাম, বাসার ঠিকানা এক মিনিটের মধ্যে পেয়ে যেতাম তাহলে ঐ বেটাকেও বুঝিয়ে দিতাম আমি সাধারনদের কেউ নয়।আমি এমন কেউ যে তোকে দেখিয়ে দিতে পারি।
বন্ধুরা, এটাই স্বাভাবিক কেননা ঐ ব্যক্তির নাম ঠিকানা যখন আপনি হুবহু বলে দিতে পারবেন তখন সে ভড়কে যাবে তো যাবেই আপনার কাছে হাতজোড় করে ক্ষমাও চাইবে।
এই সুবিধা এখন শুধু টিএন্টটি ফোনেই পাবেন,অন্য কোন অপারেটরে নয়। তবে যদি অন্য অপারেটরের পদ্দতিটি পেয়ে যাই তাহলে তা অতি শীঘ্যই আপনাদের কে জানাব। এখন যতটুকু দিয়েছি ততটুকু কিভাবে করেেবন তা নিচের স্ক্রিনসর্ট দেখে দেখে করুন। ও হ্যাঁ এই প্রক্রিয়া সম্পন্ন করতে ইন্টারনেট অবশ্যই লাগবে।
প্রথমে http://203.112.222.42/ এড্রেসে যান। তারপর নিচের মত স্ক্রিনসর্ট পাবেন। অতপর লগইন করুন। আর লগইনে কাস্টমার আইডি হিসাবে ঐব্যক্তির টিএন্টটি নাম্বার টি দিয়ে দিন অবশ্যই এরিয়া কোড সহ। যেমন ঢাকা হলে ০২,আর অন্য কোন জেলা বা থানা হলে আপনার মোবাইলে ভেসে ওঠা পুরো নাম্বারটি ব্যবহার করবেন।আর পাসওয়ার্ড হিসাবে ঐ টিএন্টটি নাম্বারটি দিন।ধরুন উক্ত ব্যক্তির নাম্বার হচ্ছে ০২১২৩৪৫৬৭৮।
সো আপনি লগইনে কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড এর ঘরে ০২১২৩৪৫৬৭৮ লিখে দিন।

এরপর প্রিন্ট ও কাস্টমার বিল এ ক্লিক করুন।নিচের স্ক্রিনসর্ট এর মত-

এখন প্রিন্ট/ভিউ ডুবলিকেট বিলে ক্লিক দিন। নিচের স্ক্রিনসর্ট এর মত

এরপর মনে হয় আমাকে আর কিছু বলতে হবেনা। আবার আপনি সব পারবেন। আর আমাকেও তাড়াতাড়ি ভূলে যাবেন এই ভেবে যে পেয়েছি তো পেয়েই গিয়াছি তাকে আর দরকার কি কমান্ড করবার।যাক কমান্ড না করলেন আপনি যে শিখলেন এতেই আমার বড় খু’শি। আপনি ইচ্ছা করলে নিজের বাসার টিএন্টটি নম্বরের বিলটিও দেখকে পারেন। একটা বিষয় গোপন রাখতে চেয়েছিলাম,আমার আবার পেটে কথা হজম হয়না,পুরোনো অভ্যাস আর তাই সবাইকে বলে দেই এর তা হর যে। আর তা হল যে আপনার নিজের টিএন্টটির লগইনে পাসওয়ার্ড চেঞ্জ করলে অন্য কেউ আর এ পদ্ধতিতে আপনাকে সনাক্ত করতে পারবেনা। কি ভাল লাগল না। না লাগে নাই ?

সবাই ভাল থাকবেন,ইনশাল্লাহ্ আবার আসব।
একটি মন্তব্য পোস্ট করুন