
ফিরে আসছি টিউনের কথায়।তেমন কিছু দেবার নেই কিন্তু নেবার আছে অনেক কিছু।সেটা কি বলেন তো?কেউ বলতে পারবে না।
EVIOSOFT VIDEO AVATAR CREATOR
ছোট্ট কিন্তু দারুন মজার একটা সফটওয়্যার।যারা বলেন আমি শুধু বড় বড় সফট শেয়ার করি তাদের মুখে হাসি ফুঁটবে হয়তো।আসুন জানি VIDEO AVATOR CREATOR জিনিস্টা কি।আপনারা যারা অনলাইনে ঘোরাঘুরি করেন তাদের কাছে অনেক পরিচিত এটি।নীচে ছিবিতে দেখুন আসলে কি জিনিস



আশা করছি এবার আপনারা চিনতে পেরেছেন এবং মনে মনে বলছেন ও এই জিনিস?এটা তো প্রবাসীর আগেই আমরা জানি।হ্যাঁ আমি জানি আপনারা জানেন আর তাই আজ এটিকে কিভাবে তৈরী করতে হয় তা দেখাবো।প্রথমেই নীচের বক্স থেকে ডাউনলোড করে নিন মাত্র ৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
এবার ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে সফটওয়্যারটি রান না করে /cdrive/all programs/eviosoft/video avatar এর ভিতরে প্যাচ ফাইলটি প্রবেশ করিয়ে ২ বার ক্লিক করে বেরিয়ে আসুন।এবার ডেস্কটপের আইকোন থেকে সফটওয়্যারটি খুলতে পারেন।
ধরুন আমার সংগ্রহে আরফিন রুমির একটা ভিডিও আছে যেটা আমি ডাউনলোড করেছি ইউটিউব থেকে।এবার এটাকে আমি আভাটার বানাবো।

১ নং থেকে ভিডিওটি নিয়ে নিন
২ নং থেকে আপনি কতটুকূ জায়গা আভাটার বানাতে চান তার এরিয়া তৈরী করুন
৩ নং থেকে আপনি ভিডিওর কতটুকু অংশ আভাটার বানাতে চান তা সিলেক্ট করুন( সবুজ অংশটুকু লক্ষ্য করুন)
৪ নং এ ক্লিক করে আপনার আভাতার তৈরী শুরু করুন।(কয়েক সেকেন্ডের ব্যাপার)
৫ নং এ ক্লিক করে কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন

আমি মূল অংশটুকু দেখিয়ে দিলাম।বাকি ছোট-খাটো কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন।এবার আপনার পরিবারের ভিডিও অংশবিশেষ আভাটার বানিয়ে কিংবা শিশুটির ভিডিওর বিশেষ মুহূর্তের অংশ বিশেষকে আভাটার বানিয়ে নিজে মজা করুন এবং অন্যদেরও তাতে শরীক করুন।
আজ আর কিছু দেবো না।এটাই থাক।আগামী টিউনে আপনাদের আরো কিছু ছোট ছোট সফটওয়্যারের সন্ধান দেবো যা আপনাদের কাজে লাগবে।ভালো থাকবেন।আনন্দে থাকবেন।হ্যাকার সাহেব তো বলেই দিয়েছেন আমরা নাকি জোকার,গোপালভার।তো আসুন সবাই জোকারি করি।আনন্দ করি||| আল্লাহ হাফেজ |||
একটি মন্তব্য পোস্ট করুন