সাধারণ একটা খবর শেয়ার করলাম…

আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা সবাই ? আমি ভাল আছি । অনেক দিন পর টেক্টিউনসে লিখছি। আজ আপনাদের সাথে খুব সাধারণ একটা কার্যকরী খবর শেয়ার করব । চাকুরীর সুবাদে মাঝে মাঝেই কিছু কিছু ট্রেনিং এ অংশগ্রহণ করতে হয় । গত ০২/০৪/২০১২ তারিখ থেকে ১৪ দিনের একটি ট্রেনিং করলাম বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (বেনবেইস) এ । ট্রেনিং এর বিষয় ছিল Training Course on Basic Skills in using Computers for Official work Based on Linux.
ট্রেনিং এর প্রথম দিন প্রশিক্ষক আমাদের বললেন কেন এই ট্রেনিং । আমরা সাধারণত অফিসিয়াল কাজে মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি । কিন্তু আমাদের দেশে অধিকাংশ সফটওয়ার গুলি পাইরেটেড। দেখা গেছে ৯৮% সরকারি প্রতিষ্ঠানে এই পাইরেটেড সফটওয়ার ব্যবহার করা হয় । যদি বাংলাদেশে কপিরাইট আইন কার্যকর হয় তবে সরকারি প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান সমস্যায় পড়ে যাবে । আর নিকট সময়ের মধ্যেই বাংলাদেশে কপিরাইট আইন কার্যকর হওয়ার সম্ভাবনা আছে । তাই পূর্ব প্রস্তুতি হিসেবে অফিসিয়াল কাজের জন্য ফ্রী সফটওয়ার লিনাক্স বেইজড ওপেন অফিস ব্যবহার করে অফিসিয়াল কাজ করার প্রশিক্ষণ দেয়া হচ্ছে । আর অচিরেই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে এবং পাঠের বিষয়বস্তুর মধ্যে মাইক্রোসফট অফিস এর পরিবর্তে ওপেন অফিস থাকার সম্ভাবনাই বেশি। তাই ওপেন অফিস ব্যবহার করে কাজ করার সামর্থ্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ । তাই আপনিও শিখে ফেলুন ।
ওপেন অফিস অনেকটা মাইক্রোসফট অফিসের মতই তবে ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের চেয়ে কিছু কিছু বিষয় বেশি এবং সহজভাবে করা যায় । কিছু নতুন বিষয় আছে যা খুবই চমৎকার । ওপেন অফিস আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও কাজ করতে পারবেন । এই কয়দিনের ট্রেনিংএ আমার কাছে ওপেন অফিসের কিছু ব্যাপার ভাল লেগেছে তার মধ্যে কয়েকটি হল :
  • ওপেন অফিসের মাধ্যমে একটি প্রোগাম ওপেন করে সেখান থেকে অন্য প্রোগ্রামে সহজেই যাওয়া যায়। অর্থাৎ এম এস ওয়ার্ড থেকে এক্সেলে যাওয়া যায়না কিন্তু ওপেন অফিস থেকে যাওয়া যায় ।
  • কোন কাজ ওপেন অফিস ব্যবহার করে শেষ করে তা এম এস অফিসে কনভার্ট করা যায় ।
  • সরাসরি পিডিএফ ফাইল হিসেবে ডকুমেন্ট তৈরি করা যায় ।
  • এম এস ওয়ার্ডে যেমন টেবিলের মধ্যে সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না কিন্তু ওপেন অফিসে তা করা যায় ।
  • ওপেন অফিস ব্যবহার করে অনেক জটিল সমীকরণ সহজেই তৈরি করা যায় এবং আপনি চাইলে একটি বীজগণিত অংক ও করতে পারবেন ।
এছাড়াও আর অনেক চমৎকার জিনিস রয়েছে ।
ওপেন অফিস সফটওয়ার ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
টিউটোরিয়াল পাবেন এখান থেকে।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger