ইউটিউব ভিডিও ডাউনলোড এর ঝামেলা আর না। :@ ইউটিউব এর ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন মোবাইল ও পিসির HD ভিডিও। [ টিপসটি মিস করবেন না ]..


 
ইউটিউব থেকে ভিডিও নামানো অনেক ঝামেলার কাজ। মোবাইল দিয়ে নানা ধরনের ওয়েবসাইট থেকে 3gp ফরম্যাট এ ভিডিও নামানো যায়। কিন্তু দুঃখের কথা ওই ভিডিও গুলোর কোয়ালিটি খুব খারাপ হয়।
আর পিসি ব্যবহারকারিদের পড়তে হয় আরও বেশি ঝামেলায়, ইউটিউব ভিডিও ডাউনলোডার দিয়ে ভিডিও নামে অনেক স্লো আর মাঝে মাঝে সব লিঙ্ক এ এটি কাজ করে না। আমরা অনেকেই IDM এর কল্যাণে ভিডিও ডাউনলোড করে থাকি।কিন্তু ফাইল সাইজ সব সময় আমাদের মনের মত হয় না। মাঝে মাঝে দেখা যায় ১০ মিনিট এর একটি ফাইল এর সাইজ ৭০-৮০ এমবি।
এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট,এতে করে আপনি 3gp,mp4,flv,webm এর যে কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোন ওয়েবসাইটে যেতে হবে না।
এর জন্যে আপনাকে যা করতে হবে -
১. youtube.com এ যান।আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন।
২ . এইবার এড্রেসবার এ যে লিঙ্কটি পাবেন,তার সামনে ss যুক্ত করুন।
ধরুন আপনার লিঙ্কটি  http://www.youtube.com/watch?v=316AzLYfAzw তাহলে আপনি ss যুক্ত করলে লিঙ্ক টি হবে এইরকম     http://www.ssyoutube.com/watch?v=316AzLYfAzw
৩. এর পর এন্টার দিন। এবার saveforum.net এর একটি পেজ আসবে, এই পেজ এর বাম দিকে আপনার ডাউনলোড লিঙ্ক গুলো পেয়ে যাবেন।
** মোবাইল ব্যবহারকারীদের আরেকটি কাজ করতে হবে, আপনি যদি অপেরা মিনি ব্যবহার করেন তাহলে সেটিংস্‌ থেকে “mobile view” অবশ্যই off করে নিবেন। না হলে ডাউনলোড পেজটি blank দেখাবে।**
পোষ্টটি পড়ার জন্যে ধন্যবাদ।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger