গ্রামীন ফোনের নতুন ZTE-MF100 মডেম এর ussd command দেয়ার বিকল্প উপায় ।


আমরা যারা গ্রামীন ফোনের নতুন মডেম zte-mf100 ব্যাবহার করি তাদের জন্য একটি বড় সমস্যা হল এতে কোন USSD option নেই, ফলে *৫৬৬# দিয়ে balance জানা ,*১১১# দিয়ে power menu বের করা ইত্যাদির জন্য আমাদের মডেম হতে সিম খুলে মোবাইল এ ভরতে হয়,গ্রমীনের পুরানো HUAWEI eg-162g ও e-1550 এই দুটি মডেলের মডেম এ plugin install করার মাধ্যমে dashboard  এ USSD option আনা যেত কিন্তু নতুন ZTE-MF100 এর জন্য এখন পর্যন্ত এই ধরনের কোন plugin বের হয় নাই ,আমার জানা মতে।
কিন্তু হতাশ হবার কিছু নেই ,আপনারা এর জন্য একটি বিকল্প এবং খুবই ছোট আকারের প্রায় 50kb এর মত একটি বহন যজ্ঞ software ব্যাবহার করতে পারেন।
এটির নাম হল -Mobile Data Monitoring Application সংক্ষেপে MDMA.এটি কম্পিউটার  এ আলাদা ভাবে install করতে হয়না কারন এটি portable.
তবে একই সময় এ গ্রামীন এর software টি এবং MDMA চালানো যাবে না,গ্রামীন এর software টি বন্ধ করে MDMA চালাতে হবে।আবার MDMA বন্ধ করে গ্রামীন এর software টি চালাতে পারবেন।
নিচে MDMA download করার দুটি লিংক দেয়া হল।
প্রথম টি আমি ব্যাবহার করছি আর দ্বিতীয় টি latest version.
mdma10031-8-http://www.mediafire.com/?7ci07v4uf82iqqw
mdma10031-10-http://www.mediafire.com/?bfszvx6x6ck1v49
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger