হাদিস পড়ুনঃ এক ব্যাক্তির মসজিদে পেশাব করার ঘটনা…


একদা রাসুল সা. সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে ছিলেন, এমন সময়ে এক বেদুঈন মসজিদে আগমণ করল এবং সকলের সম্মুখেই মসজিদে পেশাব করে দিল। উপস্থিত সাহাবীরা তাকে ধরে উত্তম মাধ্যম দিতে চাইলে রাসুল সা. বললেন,না, তাকে ছেড়ে দাও।
অত:পর বৈঠক শেষে রাসুল সা. তাকে ডেকে বললেন, শোনো, নিশ্চয় মসজিদ পেশাব-পায়খানা কিংবা কোন নোংরা কাজের জায়গা নয়, এই ঘর হল ইবাদতের জন্য, এখানে নামাজ এবং আল্লাহর জিকির হবে। রাসুল সা. রাগ প্রকাশ না করে ঠান্ডা মাথায় তাকে কথাগুলো এভাবে বললেন…… তারপর লোকটি তার গোত্রে চলে গেল….. এবং সেখানে গিয়ে চিৎকার করে বলতে লাগল … মা যাজারানি ওয়া মা কাহারানি…. আমি মসজিদে পেশাব করে দিলাম অথচ তিনি আমাকে ধমক ও দিলেন না, তিরষ্কার ও করলেন না.. গাল মন্দ ও করলেন না…… এমন সুন্দর ব্যবহার আমি কখনো পাইনি….. তারপর লোকটি তার কওমের লোকদের নিয়ে রাসুল সা. এর নিকট এল এবং সকলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। (বুখারী ও মুসলিম)।
এখানে শিক্ষণীয়: নাস্তিকরা মানবতার নামে পশুবৃত্তির চর্চা করে থাকে। আমাদের উচিত তাদের গালি গালাজ না করে ভদ্র ব্যবহার করা এবং ধৈর্য্যের সাথে উত্তর দেয়া আর যদি সহ্য সীমার বাইরে হয় তবে সযত্নে এড়িয়ে চলাই উত্তম।
কমপেক্ষ আমরা যেন সবসময় ভাল এবং ভদ্র থাকতে পারি আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দান করুন। আমিন।।
আসুন, আজ থেকে নবীজি সা. এর আদর্শ অনুসরন করে নিজের মনোভাব/ব্যাবহার ও চরিত্র গড়ে তুলি। অন্তত আমার সকল ব্লগার বন্ধুদের প্রতি এটাই আমার আহ্বান!
সবাই ভালো থাকবেন।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger