আপনার নোকিয়া S60V3 দিয়ে Bluetooth থেকে রিসিভ করা যে কোন ফাইল ফোন মেমোরী বা মেমোরী কার্ডে সেভ করুন !

সবাই কেমন আছেন ? আমরা যারা S60V3 ফোন ব্যবহার করি তাদের একটি সমস্যা আছে যে , যদি Bluetooth থেকে কোন ফাইল রিসিভ করা হয় তাহলে সেটি মেমোরী কার্ডে সরাসরি সেভ না হয়ে মেসেজ অপশনের ইনবক্সে সেভ হয় ! ফাইলটি যদি গানের বা ছবির হয় , তাহলে সেটি মেমোরী কার্ডে সেভ করা যায় ! ফাইলটি যদি সফটওয়্যারের হয় তাহলে শুধু ইন্সস্টল হয় কিন্তু মেমোরী কার্ডে সেভ হয় না ! আর অন্য ফাইল হলে তো মেমোরী কার্ডে সেভ করার প্রশ্নই আসে না ! এখন সব কিছুই মেমোরী কার্ডে সেভ করতে পারবেন ! এর জন্য এখান থেকে Bluetooth Reciver নামের জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করুন ! তাহলে ওখানে দুটা সফটওয়্যার পাবেন ! প্রথমে যেকোন একটা সফটওয়্যার ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! ওপেন না হলে ওটা রিমুভ করে আরেকটা সফটওয়্যার ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! ওপেন হলেই কাজ শেষ ! এবার যখন আপনি অন্য ফোন থেকে Bluetooth এর মধ্যমে কোন ফাইল রিসিভ করবেন ঠিক তার আগে সফটওয়্যারটি ওপেন করুন এবং তারপর রিসিভ করুন !
TTC Tunes
TTC Tunes তাহলে দেখবেন চিত্রের মত চলে এসেছে !
TTC Tunes এবার পছন্দ মত জায়গায় ওই ফাইল রাখুন ! এই সফটওয়্যারটি jar ফরমাটের ! তাই অন্য কোন ভার্সনের ফোনে যদি এই রকম সমস্যা থেকে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger