রবি সিমে - আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৩৭ টাকায়(২৪ ঘন্টা)।

undefined
প্রথম আলো ব্লগের সকল ব্লগার ভাই ও বোনেরা কেমন আছেন ?আমি অনেক ভালো আছি ।আমি আজ অন্যতম একটি পোস্ট করব যা আপনাদের চিন্তায় ফেলে দিবে ।আমরা অনেকই প্রতিমাসে ৮৬২-১৭২৫ টাকা পর্যন্ত ইন্টারনেট বিল দেই ।এতো টাকার জন্য ইন্টারনেট ব্যবহার করা অনেকেরই সম্ভব হয়না ।৩৫০ টাকা দিয়ে ১ গিগাবাইট নিয়েও পোষায় না ।৭ দিনও যেতে চায়না ।তার আগেই মেগাবাইট ফুরিয়ে
যায় ।এতো কিছু ভেবে আমি গবেষণা করে আপনারদের জন্য একটি বুদ্ধি বের
করলাম ।হয়তবা আপনাদের অনেক কাজে লাগবে ।

তার আগে বাংলাদেশের সিম গুলোর ইন্টারনেট স্প্রিড এবং আনলিমিটেড ইন্টারনেট
এর মূল্য দেখে নেই ।

আনলিমিটেড পেকেজ ও ইন্টারনেট স্প্রিড
গ্রামীণফোন ইন্টারনেট স্প্রিড=১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট(৫ গিগাবাইট)=৯৭৮ টাকা

রবি ইন্টারনেট স্প্রিড =১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=৮৬২ টাকা

বাংলালিংক ইন্টারনেট স্প্রিড =১৫-২৫ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=৭৪৮ টাকা

সিটিসেলে ইন্টারনেট স্প্রিড=১৫-২০ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=১৭২৫ টাকা

টেলিটক ইন্টারনেট স্প্রিড=০৫ -০৬ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=৯২০ টাকা

আমি শুধু আনলিমিটেড ইন্টারনেট এর মূল্য গুলো উল্লেখ করলাম ।উপরের ইন্টারনেট
এর মূল্য ভাট সহ দিয়ে দিলাম ।ভাই আমি সবই ব্যবহার করেছি তাই আমার অভিজ্ঞতা
থেকে বা আমি যা ইন্টারনেট স্প্রিড পেয়েছি তাই উল্লেখ করলাম ।

আমি বললাম রবি সিমে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৩৭ টাকায় ।
কিন্তু এখানে দেখছেন ৮৬২ টাকা ।এটাই তো সিস্টেম ।আমি আজ আপনাকে ৮৬২
টাকার ইন্টারনেট ৪৩৭ টাকায় ব্যবহার করতে দিবো ।আমি এখন যা আলোচনা করব
তা মনোযোগ দিয়ে পড়ুন ।

রবিতে বর্তমানে অফার আছে যে নতুন উদয় পোস্টপেইড সিম কিনলে প্রতি
মাসে ৪২০ টাকার বিনিময়ে আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।
নতুন সিম কিনে এক্টিভেট করার দিন থেকে আপনি তিন মাস পর্যন্ত এই সুবিধা ভোগ
করতে পারবেন ।তিন মাস পর আবার আপনাকে ৮৬২ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে হবে ।তাহলে আমি আপনাকে তিন মাস পর্যন্ত ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিলাম ।

কি ভেবেছেন আমাকে ?
কি গবেষণা করলাম আপনাদের জন্য?
এটি তো সবাই জানে ?


আমার গবেষণার ফল
যাদের বন্ধু বা পরিচিত কেও সিম বিক্রি করে বা সিম এর দোকান আছে
শুধু তারাই এই সুযোগ ভোগ করতে পারবেন ।
আপনি প্রথমে নতুন উদয় পোস্টপেইড সিম কিনবেন এবং তিন মাস ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন ।যেদিন তিন মাস শেষ হবে তার আগের
দিন ইন্টারনেট লাইন বন্ধ করে দিন ।এবং সিমটি আপনার বাজারের কোনো
পরিচিত /বন্ধুর দোকানে ৫০ টাকা কমে বিক্রি করে দিন ।এবং পুনরায় আবার নতুন
ছিম কিনে আবার ৩ মাস ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন ।
যতদিন রবির এই অফার আছে ততদিন আপনি এই সুযোগ ভোগ করতে থাকুন ।

এখন লাভ ও লসের হিসাব

আপনার লাভ
সিম কিনলেন =৩০০ টাকা
৩ মাস ইন্টারনেট ব্যবহার করলেন=৩*৪২০=১২৬০ টাকা
সিম বিক্রি করলেন =২৫০ টাকা
আমি এভাবে খরচ =৩০০+১২৬০-২৫০=১৩১০
সেয়েতু প্রতি মাসে ইন্টারনেট খরচ = ৪৩৭ টাকা ।আপনার প্রতি মাসে
৮৬২-৪৩৭=৪২৫ টাকা বেচেঁ গেলো ।

রবি কোম্পানির লাভ
সিম বিক্রি বেশি হবে কিন্তু ইন্টারনেটে লাভ একটু কম হবে ।
রবির গ্রাহক একজন বাড়বে (কেননা -আপনার সিম টি চালু থাকবে কারন অন্য
একজন যে ইন্টারনেট বুঝেইনা আপনার বন্ধু তার কাছে এই সিমটি বিক্রি করে দিবে ।
তার তো ইন্টারনেট এর কোনো প্রয়োজনই নেই ,থাকলেও যা না থাকলেও তাই )।

আপনার পুরাতন ছিম টি যে কিনবে তার লাভ
সেই লোকটা ৫০ টাকা কমে একটা পোস্টপেইড সিম কিনতে পেলো ।
কত বড় সৌভাগ্য তার !

আপনার বন্ধুর লাভ
আপনার বন্ধু লাভ করে কি করবে ?একসাথেই তো সবসময় আড্ডা মারেন ।
আপনার কাছ থেকে লাভ করার প্রশ্নই উঠে না বরং ২৫০ টাকার সিম ২৫০
টাকায় বিক্রি করে দিবে ।

আমার কথা
ভাই আমি জানি এটি অন্যায় ।তারপরও আপনারা যদি ৩ মাস ইন্টারনেট ব্যবহার
করার পর আমার নির্দেশনা অনুসরণ করেন তাহলে হয়তবা এটি অন্যায় হবে না ।
কারন এখানে রবির সিমটি চালু থাকছে ।এখন আপনি যদি বেশি চালাকি করে ৩
মাস ইন্টারনেট ব্যবহার করে উক্ত সিম ভেঙ্গে ফেলেন তাহলে এটি খুবই বড় অন্যায় ।
তাহলে আমার এই পোস্ট টি রবি কোম্পানির ক্ষতির কারন হয়ে দাড়াবে যা আমি
চাইনা ।আমি সবসময় চাই সবারই ভালো হোক।

বন্ধুগণ এখন আর চিন্তা নেই ।এখন থেকে সবাই সারা মাস খুবই কম মূল্যে রাত দিন অনলাইনে থাকতে পারবে ।শুধু তাই নয় সাথে থাকছে আনলিমিটেড ডাউনলোড করার
সুবিধা ।

বিষয় টা আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ।আমি আশা করি আমার পোস্টের
মাধ্যমে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে ।এখন আপনি বলুন ৩৫০-৩৭৫
টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা ভালো না ৪৩৭ টাকায় আনলিমিটেড
ইন্টারনেট ব্যবহার করা ভালো ।স্প্রিড ও খারাপ না ।

সবাই ভালো থাকবেন ।মন্তব্য করতে একদমই ভুলবেন না ।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger