আপনাদের জন্য অনেক দরকারী কয়েকটা তথ্য নিয়ে আসলাম । মোবাইল ফোনের সবচেয়ে অপরিহার্য যে অংশটি সেটা হচ্ছে সিম কার্ড । অনেক দিন ব্যবহার না করার ফলে অথবা অন্য যে কোন কারনে দেখা যায় প্রায় সময় আমরা সিমের নাম্বার ভূলে যাই ।সিমে টাকা নাই, এই নাম্বারটি করো জানাও নেই ঠিক তখনই মহা বিপদে পড়তে হয় । ফোন-ফ্যাক্স এর দোকানে গিয়ে দেখা যায় এই সিমের কার্ডও নাই । তখন কি করবেন ?
হ্যা, এই সমস্যার সমাধানই দিচ্ছি আপনাদের । আপনার সিমের নাম্বারটি জানার জন্য সিম অনুসারে নিচের কোড গুলো ব্যবহার করুন ।
জিপি = *২#
বাংলালিংক = *৫১১#
রবি = *১৪০*২*৪#
এয়ারটেল = *১২১*৬*৩#
টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
আর আপনি কোন সিমের কোন প্যকেজটি ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
জিপি = xp লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে ।
বাংলালিংক = *১২৫#
রবি = *১৪০*১৪#
এয়ারটেল = *১২১*১*১*১#
টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
একটি মন্তব্য পোস্ট করুন