
যাইহোক সেই প্রেক্ষিতে আপনারা হয়ত শুনেছেন যে- সম্প্রতি ফায়ারফক্স ব্রাউজারের ১৩তম সংস্করণ উন্মুক্ত করেছে মোজিলা ফাউন্ডেশন। মোজিলার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন সংস্করণে সিনক্রোনাইজ সুবিধা উন্নত করা হয়েছে। এর ফলে এক কম্পিউটারের ট্যাব, পেজ, হিস্ট্রি, প্রেফারেন্স, বুকমার্ক, পাসওয়ার্ড অন্য কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে। তবে, এ জন্য আলাদাভাবে অ্যাড-অন চালু করতে হবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস জানিয়েছে, কম্পিউটারের মধ্যে সহজে যোগাযোগ বাড়াতেই নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত করেছে মোজিলা।
নতুন সিনক্রোনাইজ ব্যবস্থা ছাড়াও মোজিলার ১৪তম সংস্করণে পেজ ইনসপেক্টর থ্রিডি ভিউয়ের মতো নতুন কিছু ডেভেলপমেন্ট টুল যুক্ত হয়েছে। এই টুল ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো দেখা যাবে। এ ছাড়া স্টাইল এডিটর টুল থেকে ক্যাসকেডিং স্টাইল শিট (সিএসএস) ভাষাও সম্পাদনা করা যাবে।
ফায়ারফক্স ব্রাউজারের ১৩তম সংস্করণে সাইলেন্ট আপডেট ও স্বয়ংক্রিয় ফিচার আপডেটের কথাও জানিয়েছে মোজিলা ফাউন্ডেশন।
অবশ্য, উক্ত পদ্ধতি বর্তমানে গুগলের ক্রোম ব্রাউজারে রয়েছে।
অপরদিকে ফায়ারফক্সের ১৩তম সংস্করণ ছাড়াও মোজিলা তাদের বিনামূল্যের ই-মেইল সফটওয়্যার থান্ডারবার্ডের ১৩তম সংস্করণও উন্মুক্ত করেছে। সফটওয়্যারটির অনেক ত্রুটি সারিয়ে উন্নত করা হয়েছে বলেই মোজিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। থান্ডারবার্ড সফটওয়্যারটি মাইক্রোসফট আউটলুকের মতো একটি সফটওয়্যার।
আসুন এক নজরে জেনে নিই ফায়ারফক্স ও থান্ডারবার্ডের কি সুবিধা রয়েছে-
ফায়ারফক্স ও থান্ডারবার্ডের -
১। নতুন সংস্করণে সিনক্রোনাইজ সুবিধা উন্নত করা হয়েছে
২। নিত্যনতুন প্লাগইনস/ Addons ব্যবহার করা যাবে
৩। অটোমেটিক আপডেট/আপগ্রেড করা যাবে।
৪। সিকিউরিটি প্রটেক্ট আরো উন্নত করা হয়েছে
৫। নিত্য নতুন ইন্টারফেস, ট্যাব ব্যবহার করা যাবে।
৬। পূর্বের ভার্সনের থেকে অনেক গতিময় ও ক্রটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
৭। পূর্বে তো পিসি ভারী করতো না, বর্তমানেও করবে না।
৮। নেটে কম কিলোবাইট স্পেস ব্যবহার করবে। সুতরাং নেট বিলের অযথা অপচয় হবে না …….ইত্যাদি।
যারা আগ্রহীগন তারা ফায়ারফক্স ও থান্ডারবার্ড এর নতুণ ভার্সন ইনষ্টল ও আপগ্রেড করতে এই লিংকে ক্লিক করুন-
Mozila Firefox- 14.00 (http://www.mozilla.org/en-US/firefox/new/)
Mozila ThunderBird-14.00 (http://www.mozilla.org/en-US/thunderbird/)
একটি মন্তব্য পোস্ট করুন