
আমি ROTATING ROTOR . বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস এর এডমিন।
আজ আমি এমন একটি TECHNIQUE আপনাদের সাথে শেয়ার করবো যা আমার বাংলাদেশী ভাইদের জন্য বিশেষ উপকার বয়ে আনবে। তাহলে চলুন আমি আপনাদের এমন একটি সোনার হরিণ আপনাদের তূলে দেই,যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
আমরা অধিকাঙশোই বর্তমানে WINDOWS 7 ব্যাবহার করি। এই চমৎকার SYSTEM এর সবচাইতে বড়ো উপকারিতা হল,আমরা যখন নতুন DRIVER INSTALL করি। তখন AUTOMATICALLY WINDOWS 7 নিজস্ব সার্ভার হতে আপডেট নামিয়ে নেয়। আর তাছাড়াও,এর বিভিন্ন উপকারিতা তো আপনারা জানেনই,নতুন করে কিছুই বলার নেই। কিন্তু আমরা কেউই এর LICENCED VERSION ব্যাবহার করতে পারি না। আসল সমস্যা তখনি শুরু হয়,যখন আমাদের PRE-ACTIVATED VERSION ধরা খেয়ে যায়।
আমরা বিভিন্ন ধরনের LOADER USE করে থাকি, আবার নতুন করে ACTIVATE করার জন্য। যার 99% ভূয়া। আর আসল কথা হল,এইসব LOADER এর আড়ালে বিভিন্ন রকম VIRUS or MALWARE থাকতে পারে।
আজ আমি আপনাদের এমন একটি TECHNIQUE শিখাবো, যার মাধ্যমে আপনারা WINDOWS 7 ব্যাবহার করতে পারবেন আজীবন। কখনই LICENSE KEY ধরা খাবে না। এবং সুখবর হল। আপনারা WINDOWS 7 এর AUTOMATIC UPDATE ব্যাবহার করতে পারবেন।
নিচে STEP BY STEP দেওয়া হলঃ
প্রথমে MY COMPUTER এর PROPERTIES -এ যান
।

WINDOWS UPDATE-এ ক্লিক করুন।

CHECK FOR UPDATES-এ ক্লিক করুন

IMPORTANT UPDATES ARE AVAILABLE-এ ক্লিক করুন।

Update for Windows 7 for x64-based Systems (KB971033)-এই UPDATE খুঁজে বের করুন।
কারণ এই UPDATE-ই হল যতো HEADACHE।

TICK MARK তূলে দিন।

Update for Windows 7 for x64-based Systems (KB971033)- এইখানে RIGHT BUTTON CLICK করে HIDE UPDATE-এ ক্লিক করুন।

এবার নিচে OK BUTTON ক্লিক করে বের হোয়ে আসুন।

আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) আমাদের দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও বর্হিবিশ্ব থেকে আক্রমন হতে রক্ষার জন্য কাজ করে যাচ্ছি।এবং
বাংলাদেশের সাইবার সেক্টরের নিরাপত্তা রক্ষায় আমরা দৃঢ় প্রত্যয়ী।
▬▬▬▬▬▬▬আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) সর্বদা দেশের জন্য নিবেদিত▬▬▬▬▬▬
+ comments + 1 comments
I've been using AVG Anti virus for a couple of years now, I recommend this solution to you all.
একটি মন্তব্য পোস্ট করুন