ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে “আবূ দাউদ শরীফ” হাজির হলাম

আশাকরি মহান আল্লাহর অশেষ কৃপায় সুস্থ থেকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। অবশ্যই কামনাও তাই। টেকটিউনে মহাগ্রন্থ আল-কুরআন শরীফ নিয়ে অনেক সুন্দর সুন্দর টিউন হয়েছে। কিন্তু হাদিস শরীফ নিয়ে টিউন করতে খুব কমই দেখা গেছে। তাই আমি ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে একটি চেইন টিউন করতে চাই। আমার ৩য় পর্ব “আবূ দাউদ শরীফ’’ নিয়ে।


মুসলিম উম্মাহর সঠিক দিক নির্দেশনা লাভের প্রধান উৎস আল্লাহর কিতাব আল-কুরআন এবং রাসূলের (সা) সুন্নাহ। সহীহ হাদীস সংকলনসমূহ রাসূলের (সা) সুন্নাহর আকরগ্রন্থ। এই ক্ষেত্রে সু-প্রদিদ্ধ হাদীসগ্রন্থ “আবূ দাউদ শরীফ’’এর গুরুত্ব অপরিসীম।আল্লাহররাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে এই গ্রন্থখানা বাংলায় অনুবাদ করা হলো। এর অনুবাদ সহজ ও প্রাঞ্জল। সহীহ “আবূ দাউদ শরীফ’’-এর অনুবাদ, সম্পাদনা, মুদ্রন ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের শ্রমকে আল্লাহ তাঁর দীনের খিদমাত হিসাবে কবুল করুন এবং বাংলাভাষী পাঠক মহলকে এই গ্রন্থ অধ্যয়ন করে সেৌভাগ্যের অধিকারী হবার তাওফীক দান করুন।

ব্যাপক চাহিদার প্রেক্ষিতে দেশের বিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত সম্পাদনা কমিটির মাধ্যমে বাংলা অনুবাদ সংস্করণ প্রকাশ করা হলো। আশা করি গ্রন্থটি সর্বমহলে সমাদৃত হবে।

মহান আল্লাহ্ আমাদেরকে রাসুলুল্লাহ (সা:)-এর সুন্নাহ্ অনুসরণ করে চলার তাওফিক দিন।

*********আমীন*******

পিডিএফ ফরমেটে ১৯৪২ পৃষ্টার গ্রন্থখানি শুধু মাত্র ৬১ এম.বি।

যেহেতু গ্রন্থখানি ৪টি খন্ডে বিভক্ত সেহেতু ডাউনলোড় করতেও অনেক সহজ হবে। তাহলে দেরি কেন এখনই শুরু করেদিন...............

Abu Daud (1st Part) with interactive link

Download:(16.16 MB)

Abu Daud (2nd Part) with interactive link

Download: (14.65 MB)

Abu Daud (3rd Part) with interactive link

Download: (14.46 MB)

Abu Daud (4th Part) with interactive link

Download: (16.3 MB)
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger