জুমলা ১.৫ চেইন টিউন :: জ্যাম্প এবং ওয়্যাম্প ইনস্টলেশন পদ্ধতি [পর্ব-১]
আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে ওয়াম্প এবং জ্যাম্প সার্ভার ইনস্টল করবেন আপনার কম্পিউটারে।প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ এই বিষয়ে টিউন করে থেকে থাকেন তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বিঃ দ্রঃ একই কম্পিউটারে এবং একসাথে কখনো এই দুটো সফ্টওয়্যার ইনস্টল করবেননা ।এবারে আসি কাজের কথায় প্রথমে আমরা ওয়াম্প সার্ভার (WampServer2.0)ইনস্টল নিয়ে আলোচনা করব এরপরে আমরা জ্যাম্প সার্ভার (XAMPP Windows 1.7.4)নিয়ে আলোচনা করব।যদি এই ২টি সফ্টওয়্যার আপনার কাছে না থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ওয়াম্প ডাউনলোড লিংক ক্লিক মি
জ্যাম্প ডাউনলোড লিংক ক্লিক মি
ওয়্যাম্প সার্ভারঃ
এবার কিভাবে কি করতে হবে তা দেখুন সাধারন সফটওয়্যারের মত করেই ওয়্যাম্পের সেটাপ ফাইলটিকে ওপেন করুন তারপর দেখবেন যে দুইটা অপশন আসবে Yes এবং No অর্থাৎ আপনি যদি সফটওয়্যারটি ইনস্টল করতে চান তাহলে yes না করতে চাইলে no করে দিন ।এর জন্যে ছোট একটা স্ক্রীনশট দেখুন তাহলে বুজতে পারবেন।



এরপরের কাজগুলো সাধারন সফ্টওয়্যারের মতো।
ওয়্যাম্প সার্ভারঃ
এবারে জ্যাম্প নিয়ে আলোচনা । এবার আসি কাজের কথায় কিভাবে জ্যাম্প ইনস্টল করব ।প্রথমে সাধারন সফ্টওয়্যার ইনস্টলের মত ওপেন করুন (xampp-1.7.4-installer.exe) এবং ল্যাংগুয়েজ English সিলেক্ট করতে হবে এবং ok বাটনে ক্লিক করতে হবে।







জুমলা ১.৫ চেইন টিউন :: লোকালহোস্টে জুমলা ইনস্টলের জন্যে কোন সার্ভারটি বেছে নিবেন ওয়্যাম্প নাকি জ্যাম্প সার্ভার [পর্ব-২]
ব্লগে এ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার ২য় টিউন । আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে ওয়াম্প এবং জ্যাম্প সার্ভার ব্যবহার করে লোকালহোস্টে কিভাবে জুমলা (১.৫) ইনস্টল করবেন।প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ এই বিষয়ে টিউন করে থেকে থাকেন তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।এবার আসি কাজের কথায় জুমলা ইনস্টলের পূর্বে আপনাকে অবশ্যেই ওয়্যাম্প অথবা জ্যাম্প ইনস্টল সম্পর্কে ধারনা থাকা জরুরি, যদি না থকে তবে এই লিংক থেকে একবার ঘুরে আসেন।জুমলা ইনস্টলের জন্যে আপনাকে জুমলা (১.৫) Joomla_1.5.23-Stable-Full_Package.zip দরকার হবে সেজন্যে আপনার কাছে যদি জুমলা ১.৫ প্যাকেজটি থেকে থাকে তাহলে তো আর কথা নাই অন্যথায় যদি না থেকে থাকে নিম্নের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।ডাউনলোড করার জন্যে নিচের লিংকে "ক্লিক মি" তে ক্লিক করূন।
জুমলা ১.৫ ডাউনলোড লিংক ক্লিক মি
দুটি সার্ভার ব্যবহার করে আমরা জুমলা ইনস্টল করব।প্রথমে আমরা ওয়াম্প ব্যবহার করে কিভাবে জুমলা ইনস্টল করে তা দেখব এরপরে দেখব জ্যাম্প ব্যবহার করে কিভাবে জুমলা ইনস্টল করবেন।
ওয়াম্প সার্ভার ব্যভার করে জুমলা ১.৫ ইনস্টল পদ্ধতিঃ
প্রথমে জুমলা ১.৫ জিপ প্যাকেজটি কপি করে ওয়্যাম্প সার্ভারের www directory এর ভিতরে পেস্ট করবেন ।পেস্ট করার পরে জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করুন www directory এর ভেতরই।এরপরে জিপ ফাইলটিকে ডিলিট করে ফেলুন।এরপরে জুমলা প্যাকেজটিকে রিনেম করে নিতে পারেন আপনার সুবিদার জন্যে ।এরপরে আসুন কিভাবে ডাটাভেজ তৈরি করবেন, ডাটাবেজ তৈরি করার পূর্বে আপনাকে একটু কাজ করতে হবে ওয়্যাম্প সার্ভারের নিচের দিকে লেখা আছে put offline এটা ডিফল্টভাবে থাকে put online এটাকে আপনি put offline করে নিন ।অন্যথায় ঝামেলা হতে পারে ।
এবারে লক্ষ্যে করুন কিভাবে লোকালহোস্টে ডাটাবেজ তৈরি করবেন ।আপনার কম্পিউটারে ডানপাশে নিচের দিকে ওয়্যাম্প সার্ভারের আইকনটিতে মাউসের লেফট বাটনে ক্লিক করুন এবং উপরে লখ্যে করুন phpMyAdmin লেখাটি দেখা যাচ্ছে , phpMyAdmin লেখাটিতে ক্লিক করুন এবং নিম্নের ছবিটির মত একটি ছবি দেখতে পাবেন ।সেখানে উপরের দিকে localhost লেখাটির নিচের দিকে লেখা আছে creat new database এর নিচে একটি খালি বক্স আছে সেখানে আপনার ডাটাবেজটির নাম টাইপ করুন।যদি ভাষা English ও Theme style -Original এবং MySQL Collation-utt8_unicode_ci না থাকে তবে এই লেখা গুলি সিলেক্ট করে দিন।সর্বপরি creat বাটনে ক্লিক করুন । এরপরে একটি নতুন পেজে একটা মেসেজ দেখাবে Database amartune hase been created.ডাটাবেজ তৈরি হলো ।আপনি যদি আপনার ডাটাবেজটি তৈরি হয়েছে কিনা দেখতে চান তভে বাম পাশে লক্ষ্যে করুন আপনি যে নামে ডাটাবেজ তৈরি করেছেন তা দেখা যাচ্ছে।ডাটাবেজ নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে ।
জুমলা ইনস্টলের জন্যে টাস্কবারের ওয়্যাম্প সার্ভারের আইকনটিতে ক্লিক করলে উপরেরে দিকে দেখতে পাবেন যে লোকালহোস্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবং নিম্নের স্ক্রীন শটটির মত দেখতে পাবেন ।লক্ষ্যে করুন "your projects "নামে একটি অপশন আছে তার নিচে আছে আপনার রিনেম কৃত জুমলা ইনস্টলার প্যাকেজ সেখানে ক্লিক করুন জুমলা ইনস্টল শুরু করুন।
এখানে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ভাষা en-US-Enlish(US) নির্বাচন করে Next বাটনে ক্লিক করতে হবে ।
এ পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে Next বাটনে ক্লিক করতে হবে।
এ পর্যায়ে ও যে কাজটি করতে হবে তা হচ্ছে Next বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় কিছু করার প্রয়োজন নেই।
এ পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে নিম্নের Sreen এ Databse Configeration Sreen টি প্রদর্শিত হলো।Database Type =mysql, Hostname =localhost ,Username =root, passwd=No Need, Database=আপনি যে ডাটাবেজটি তৈরি করেছেন তার নাম ।বাম পাশের তথ্যগুলো পুর্ন করা হলে Next বাটনে ক্লিক করন ।
এখানে লাল বর্ডারের ভিতরে কিছু করার প্রয়োজন নেই ।শুধু Next বাটনে ক্লিক করলেই হবে।
এখানে Main Configeration স্ক্রীনটি প্রদর্শিত হবে ।নিম্নলিখিত তথ্যাদি পুরন করতে হবে ।
(Site name=amartune), (Your E-mail=amartune.com@gmail.com), (Admin Passwd=123456789),(Confirm Admin Passwd=123456789)।উপরের তথ্যগুলো পুরন করা হলে নিচের দিকে লক্ষ্য করুন যে (Install Default Sample Data) রয়েছে সেখানে ক্লিক করুন ।এবার উপরের ডান দিকে Next বাটনে ক্লিক করুন ।
(Site name=amartune), (Your E-mail=amartune.com@gmail.com), (Admin Passwd=123456789),(Confirm Admin Passwd=123456789)।উপরের তথ্যগুলো পুরন করা হলে নিচের দিকে লক্ষ্য করুন যে (Install Default Sample Data) রয়েছে সেখানে ক্লিক করুন ।এবার উপরের ডান দিকে Next বাটনে ক্লিক করুন ।
জুমলা ইনস্টলেশনের একেবারে শেষে যে কাজটি করতে হবে সেটী হলো www directory এর ভেতরে installation নামে একটি ফোল্ডার দেখতে পাবেন সেই ফোল্ডারটিকে ডিলিট করে দিন ব্যাস কাজ শেষ।এবার ব্রাউজার ওপেন করে টাইপু করুন http://localhost/amartune/administrator/ এন্টার প্রেস করুন আর দেখুন আপনার লগিন পেগ।
জ্যাম্প সার্ভার ব্যভার করে জুমলা ১.৫ ইনস্টল পদ্ধতিঃ
জ্যাম্প সার্ভারে জুমলা ইনস্টল প্রায় ওয়্যাম্প সার্ভারের মত কিন্তু যে যায়গায় ভিন্নতা সে বিষয় নিয়ে আলোচনা করব।প্রথমে Mycomputer এ যান তারপর C:(Drive) এ প্রবেশ করুন ।তারপর XAMPP নামের ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন । তারপরে ( htdocs ) নামের ফোল্ডারে প্রবেশ করে সেখানে যেকোণ নামে একটি ফোল্ডার তৈরি করুন ।এই ফোল্ডারেই আমরা জুমলা ইন্সটল করব ।(Joomla_1.5.12-Stable-Full_Package.zip) এখন এই রার ফাইল্টিকে বাংলাদেশ নামের ফোল্ডারে EXtract করতে হবে । এবারে এ উইন্ডোটি ক্লোজ করে দিন।যেভাবে আপনি ডাটাবেজ তৈরি করবেন :ব্রাউজার ওপেন করে address bar এ http://localhost/phpmyadmin টাইপ করে এন্টার key চাপুন।এখানে যে পেজটি আসবে সেখানে লক্ষ্য করুন MySQL Localhost এর নিচে Create new database আছে এবং এর নিচে একটি বক্স রয়েছে সেখানে আপনার পচন্দ মত একটি ডাটাবেজ create করতে পারেন।
এরপরের অর্থাৎ বাকী কাজগুলো ওয়াম্প সার্ভারের মতো করে করতে হবে যেমন : Extract হবার পরে যেকোন ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুন http://localhost/amartune/ এন্টার বাটনে প্রেস করন উপরের থেকে নিচের দিকের ৪ নং screen টি প্রদর্শিত হবে । সেখানে ল্যাংগুয়েজ English শিলেক্ট করতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।এভাবে একের পর এক কাজগুলি শেষ করতে হবে ।শেষ পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে :Mycomputer ওপেন করুন এবং টাইপ করুন C:\ Drive ওপেন করুন এবং টাইপ করুন C:\xampp\htdocs\amartune ইহার ভেতরে Installation নামের ফোল্ডারটিকে Delete করে ফেলুন ।
এবারে একটি ব্রাউজার ওপেন করে টাইপ করুন (http://localhost/amartune/administrator) আর দেখুন আপনার কাঙ্খিত জিনিসটি এবার লগিন করতে Username=admin, Passwd =১২৩৪৫৬৭৮৯,

"আল্লাহাফেজ" ভাল থাকবেন ধন্যবাদ সবাইকে ।
জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলা ১.৫ এর ব্যাকঅ্যান্ড পরিচিতি [পর্ব-৩]
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ এই বিষয়ে বিস্তারিত টিউন করে থেকে থাকেন তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবার আসি কাজের প্রসংগে :আমরা প্রথমে জুমলার লগিন পেজটি দেখে নেই একটি স্ক্রীন শটের মাধ্যেমে ।প্রশ্ন থাকতে পারে অনেকরই যে কিভাবে লগিন পেজে যাব ।তার জন্যে আপনাকে যে কাজটি করতে হবে জুমলা ইনস্টল সম্পর্কে অভিহিত থাকতে হবে ।যদি না থাকে সে ক্ষেত্রে আপনি আমার পুরোনো টিউনটিতে ঘুরে আসতে পারেন এই লিংক।এর পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করুন "localhost/আপনার সাইটের নাম/administrator" ।
লগিন করার পরে যে উইন্ডোটি দেখবেন সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল।সেখানে দেখুন কিছু ম্যানেজার আছে আর এইগুলি নিয়ে আলোচনা করব।এখানে আছে অ্যাড আর্টিকেল,আর্টিকেল ম্যানেজার,ফ্রন্ট পেজ ম্যানেজার,ক্যাটেগরি ম্যানেজার,মেনু ম্যানেজার,ল্যাংগুয়েজ ম্যানেজার,ইউজার ম্যানেজার,গ্লোবাল কনফিগারেশন।

সাইট ম্যানেজার :
এবারে দেখুন সাইন মেনুর আন্ডারে কি কি মেনু আছে : কন্ট্রোল প্যানেল ,ইউজার ম্যানেজার,মিডিয়া ম্যানেজার,গ্লোবাল কনফিগারেশন,লগআউট।
কন্ট্রোল প্যানেল =উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি।
ইউজার ম্যানেজার =এখান থেকে নতুন ইউজার তৈরি করা ,কোন ইউজারকে মুছে ফেলা এই ইউনিটের কাজ।
মিডিয়া ম্যানেজার =এখানে অর্থাৎ মিডিয়া ম্যানেজারের ভেতরে আপনি আপনার ছবি আপলোড করতে পারেন এবং মুছেও ফেলতে পারেন।
গ্লোবাল কনফিগারেশন = গ্লোবাল কনফিগারেশনে প্রবেশ করার পরে তিনটি অপশন থাকবে ১মটি হচ্ছে সাইট(site),২য় টি হচ্ছে সিস্টেম(system),৩য় টি হচ্ছে সার্ভার(server).।সাইটের মাধ্যেমে যে সেটিংস করা হয় সেটা হচ্ছে যে ,সাইটের নাম,সাইটটি কি অফলাইনে থাকবে না কি অনলাইনে থাকবে এই গুলো এখানে করা যায়।

মেনু ম্যানেজার : এই ম্যানেজারের মাধ্যোমে নতুন মেনু তৈরি করা ,মেনু কপি করা ,মেনু এডিট করা ,মেনু মুছে ফেলা ইত্যাদি করা যায়।
মেইন মেনু : মেইন মেনুতে যে সকল আইটেম থাকে সেগুলো এখানে দেখা যায়।এখান থেকে আপনি আইটেম গুলো মুছে ফেলা,যোগ করা ,পাবলিশ করা ,আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
ইউজার মেনু : ইউজার মেনুতে যে সকল আইটেম যুক্ত থাকে সেগুলো দেখতে পাবেন ।ইচ্ছে করলে আপনি এখান থেকে নতুন আইটেম যুক্ত করতে পারবেন,মুছে ফেলতে পারবেন,এডিট করতে পারবেন,পাবলিশ ও আনপাবলিশ করতে পারবেন।
টপ মেনু :টপ মেনুতে যে সকল আইটেম যুক্ত থাকে সেগুলো দেখতে পাবেন ।ইচ্ছে করলে আপনি এখান থেকে নতুন আইটেম যুক্ত করতে পারবেন,মুছে ফেলতে পারবেন,এডিট করতে পারবেন,পাবলিশ ও আনপাবলিশ করতে পারবেন।
রিসোর্স মেনু : রিসোর্স মেনুতে যে সকল আইটেম যুক্ত থাকে সেগুলো দেখতে পাবেন ।ইচ্ছে করলে আপনি এখান থেকে নতুন আইটেম যুক্ত করতে পারবেন,মুছে ফেলতে পারবেন,এডিট করতে পারবেন,পাবলিশ ও আনপাবলিশ করতে পারবেন।
এক্সাম্পেল পেজ :এক্সাম্পেল পেজ মেনুতে যে সকল আইটেম যুক্ত থাকে সেগুলো দেখতে পাবেন ।ইচ্ছে করলে আপনি এখান থেকে নতুন আইটেম যুক্ত করতে পারবেন,মুছে ফেলতে পারবেন,এডিট করতে পারবেন,পাবলিশ ও আনপাবলিশ করতে পারবেন।
কী কনসেপ্টস্ : কী কনসেপ্টস্ মেনুতে যে সকল আইটেম যুক্ত থাকে সেগুলো দেখতে পাবেন ।ইচ্ছে করলে আপনি এখান থেকে নতুন আইটেম যুক্ত করতে পারবেন,মুছে ফেলতে পারবেন,এডিট করতে পারবেন,পাবলিশ ও আনপাবলিশ করতে পারবেন।

কনটেন্ট মেনু :
আর্টিকেল ম্যানেজার : এই মেনুতে আপনার লেখা সকল আর্টিকেল থাকে এবং এখান থেকে আপনি নতুন আর্টিকেল তৈরি করা ,পুরাতন আর্টিকেল এডিট করা ,মুছে ফেলা,কপি করা ,পাবলিশ ও আনপাবলিশ করা,ইত্যাদি করা যায়।
আর্টিকেল ট্রাশ : আপনার তৈরিকৃত আর্টিকেল যদি মুছে ফেলেন সে ক্ষেত্রে আপনি আপনার মুছে ফেলা আর্টিকেলটি ফিরিয়ে আনতে চান সেটাও এই মেনুর মাধ্যেমে করা যায়।তাছাড়া আপনার তৈরিকৃত আর্টিকেলকে চিরতরে মুছে ফেলা যায়।
সেকশন ম্যানেজার : এখানে সকল সেকশন দেখা যাবে এবং এখান থেকে নতুন সেকশন তৈরি করা,পুরাতন সেকশন মুছে ফেলা,এডিট করা ,কপি করা,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি করা যায়।
ক্যাটেগরি ম্যানেজার : এখানে সকল ক্যাটেগরি দেখা যাবে এবং এখান থেকে নতুন ক্যাটেগরি তৈরি করা,পুরাতন ক্যাটেগরি মুছে ফেলা,এডিট করা ,কপি করা,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি করা যায়।
ফ্রন্ট পেজ ম্যানেজার : ফ্রন্টপেজের যুক্ত সকল আইটেম এই মেনুতে থাকে ।এখান থেকে আইটেম মুছে ফেলা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।

কম্পোনেন্টস মেনু :
ব্যানার : আপনার ব্যবহ্রত সকল ব্যানার এখানে দেখতে পাবেন এবং এখান থেকে নতুন ব্যানার যোগ করা ,পুরাতন ব্যানার মুছে ফেলা ,এডিট করা ,কপি করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
কন্ট্যাক্ট : এখানে সকল কন্ট্যাক্ট প্রদশিত হবে এবং নতুন কন্ট্যাক্ট যোগ করা ,পুরাতন কন্ট্যাক্ট মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
নিউজ ফিডস : এখানে সকল নিউজ ফিডস প্রদশিত হবে এবং নতুন নিউজ যোগ করা ,পুরাতন নিউজ মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
পুলস্ : এখানে সকল পুলস্ প্রদশিত হবে এবং নতুন পুলস্ যোগ করা ,পুরাতন পুলস্ মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
সার্স্ : এখানে সার্স্ অপশনকে রিসেট এবং প্যারামিটার এর মাধ্যেমে পরিবর্তন করতে পারেন ।
ওয়েব লিংকস : এখানে সকল ওয়েব লিংকস প্রদশিত হবে এবং নতুন ওয়েব লিংকস যোগ করা ,পুরাতন ওয়েব লিংকস মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।

ইনস্টল/আনইনস্টল : কোন প্লাগিংস ইনস্টল এবং আনইনস্টল করার জন্যে এটি ব্যবহার করা হয় ।
মডিউল ম্যানেজার : এখানে সকল মডিউল প্রদশিত হবে এবং নতুন মডিউল যোগ করা ,পুরাতন মডিউল মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
প্লাগিন ম্যানেজার :এখানে সকল প্লাগিন প্রদশিত হবে এবং নতুন প্লাগিন যোগ করা ,পুরাতন প্লাগিন মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা ইত্যাদি কাজ করা যায়।
টেমপ্লেট ম্যানেজার : এখানে সকল টেমপ্লেট প্রদশিত হবে এবং নতুন টেমপ্লেট যোগ করা ,পুরাতন টেমপ্লেট মুছে ফেলা ,এডিট করা ,পাবলিশ ও আনপাবলিশ করা এবং ইত্যাদি কাজ করা যায়।
ল্যাংগুয়েজ ম্যানেজার : ল্যাংগুয়েজ ম্যানেজার দিয়ে সাইটের ভাষা নির্বাচন করা হয় ।

টুলস্ : এই টুলস এর মাধ্যেমে মেইল লেখা এবং পাঠানো যায়।মেইল পড়া যায় ।

হেল্প মেনু : এটা হচ্ছে জুমলার হেল্প মেনু ।এখানে জুমলার হেল্প সংক্রান্ত ফাইল রয়েছে ।এছাড়াও আছে সিস্টেম ইনফো।

ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।ভাল থাকবেন সবাই ।আল্লাহাফেয
জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলা ১.৫ এর ফ্রন্টপেজ পরিচিতি [পর্ব-৪]
সবাইকে সালাম জানিয়ে শুরূ করলাম আমার ৪র্থ তম টিউন ।আমার কিছু কথা, যদি আপনি আমার পূর্বের টিউন গুলো পড়তে চান সেক্ষেত্রে আপনি নিম্নের লিংক থকে ঘুরে আসতে পারেন।
প্রথম টিউন : জ্যাম্প এবং ওয়্যাম্প ইনস্টলেশন পদ্ধতি ।
দ্ধিতীয় টিউন : লোকালহোস্টে জুমলা ইনস্টলের জন্যে কোন সার্ভারটি বেছে নিবেন ওয়্যাম্প নাকি জ্যাম্প সার্ভার ।
তৃতীয় টিউন : জুমলা ১.৫ এর ব্যাকঅ্যান্ড পরিচিতি ।
এবার আসি কাজের কথায় ,জুমলা ইনস্টল করার পরে আপনি যদি ফ্রন্টপেজটি দেখতে চান সেক্ষেত্রে আপনার ব্রাউজারে http://localhost/(amartuneআপনার সাইটের নাম )এই ভাবে টাইপ করে এন্টার বাটনে প্রেশ করুন তাহলে নিম্নের স্ক্রীনটি দেখতে পাবেন।
টপ মেনু : প্রথমে যে মেনুটির সাথে পরিচয় করিয়ে দেব সেটই হচ্ছে টপ মেনু ।এই মেনুকে আমরা মেইন মেনু ও বলে থাকি ।টপ মেনুতে যে আইটেম গুলো সাধারনত থেকে থাকে সেগুলো হচ্ছে :-১ । about joomla
২ । Features
৩ । News
৪। The community
মেইন মেনু : এটা হচ্ছে মেইন মেনু ।এই মেনুটি সাধারনত পেইজের বাম পাশে অবস্থান করে ।এই মেনুর মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে :-১ । Home
২ । joomla Overview
৩ । joomla license
৪ । More about joomla
৫ । FAQ
৬ । Thge news
৭ । Web links
৮ । News feeds
রিসোর্স মেনু : এটা হচ্ছে রিসোর্স মেনু ।এই মেনুটি সাধারনত পেইজের বাম পাশে মেইন মেনুর নিচে অবস্থান করে ।এই মেনুর মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে :-১ । joomla Joomla! Home
২ । Joomla! Forums
৩ । Joomla! Documentation
৪ । Joomla! Community
৫ । Joomla! Magazine
৬ । OSM Home
৭ । Administrator
কী কুনসেপ্ট মেনু : এটা হচ্ছে কী কুনসেপ্ট মেনু ।এই মেনুটি সাধারনত পেইজের বাম পাশে রিসোর্স মেনু্র নিচে অবস্থান করে ।এই মেনুর মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে :-১ । Extensions
২ । Content Layouts
৩ । Example Pages

লেটেস্ট এবং পপুলার নিউজ : লেটেস্ট এবং পপুলার নিউজ এ পাঁচটি নিউজ থাকে আপনি যদি চান সেক্ষেত্রে বাড়িয়েও নিতে পারেন ।আর এই নিউজগুলো লেটেস্ট এবং পপুলার হয় ব্যবহারকারিদের পড়ার উপরে ।যে নিউজটি বেশি পড়ে সেটিই হতে পারে পপুলার এবং যে নিউজটি নুতন সেটি হতে পারে লেটেস্ট ।
লগইন ফরম : এর মাধ্যেমে আপনার সাইটে ব্যবহারকারি রেজিস্ট্রশন করতে পারবে ।ব্যবহারকারী পাসোয়ার্ড এবং নাম ভুলে গেলে তা পুনরায় ফিরে পাওয়ার ব্যবস্থা রয়েছে ।
সার্চ : ওয়েবসাইটের তথ্য খোজার জন্যে এই অপশনটি ব্যবহার করা হয় ।
ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।ভাল থাকবেন সবাই "আল্লাহাফেয"
জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলার কন্ট্রোল প্যানেলকে বাংলা করার পদ্ধতি [পর্ব-৫ ]
জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলার অ্যাডমিন প্যানেলে বাংলা করা যায়।জুমলাতে সাধারনত ইংরেজী ডিফল্ট ভাবে থাকে ।
বি : দ্র : এই টিউনটি যদি পূর্বে কেউ করে থাকে তবে আমি দঃক্ষিত ।ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন সবার প্রতি অনুরোধ ।অ্যাডমিন প্যানেলে বাংলা ইনস্টল পদ্ধতি :আপনি যদি আপনার কন্ট্রোল প্যানেলকে বাংলায় রুপান্তর করতে চান তাহলে আপনাকে একটি বাংলা ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে ,যার নাম হচ্ছে (bn-BD_admin_1.5.8.zip) ।তবে এটা ইনস্টলের পর ফ্রন্টপেজের কোন পরিবর্তন হবেনা,শুধুমাত্র কন্ট্রোল প্যানেল এর ল্যাংগুয়েজকে পরিবর্ত্ন করতে পারবেন ।
ডাউনলোড লিংক বাংলা ল্যাংগুয়েজ প্যাক :এখানে
কার্যপ্রনালী :প্রথমে ডাউনলোড করা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে ।এক্সট্রাক্ট করার পরে আপনি ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে দুটি ফোল্ডার দেখতে পাবেন এর একটি বাংলা (bn-BD) অন্যেটি ইংরেজী (en-GB) এবং দুটি ফোল্ডারের ভেতঅরেই পাবেন একটি এইচটিএমএল (index.html) ফাইল ।আপনি যদি এই কাজটী লোকাল হোস্টে করতে চান সেখত্রে আপনি যে ড্রাইভে জুমলা ইনস্টল করেছেন সেই ড্রাইভের অর্থাৎ উদাহরন স্বরূপ (C:\wamp\www\amartune\language) ল্যাংগুয়েজ ফোল্ডারটিকে খুজে বের করুন এর পরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে (bn-BD) এর ফোল্ডারের ভেতরে প্রবেশ করুন এবং (index.html) ফাইলটিকে মাউসের বাম বাটন দ্ধারা ড্রাগ করে জুমলার ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে (index.html) এর উপর ছেড়ে দিন ।এর পরে (bn-BD) ফোল্ডারটি কপি করে জুমলার ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে পেষ্ট করে দিন কাজ সেষ ।

এবারে আসুন বাকি কাজটুকু সেরে ফেলি কন্ট্রোল প্যানেলে লগিন করি এবং Extension>language Manager এ প্রেবেশ করবেন এবং সেখানে ইংরেজী এবং বাংলা ল্যাংগুয়েজ অপশন দেখবেন ।আপনি বাংলা অপশনে সিলেক্ট করে উপরে ডান দিকে দেখুন ডিফল্ট নামে একটি অপ্সহন আছে সেখানে ক্লিক করুন আপনার কাজ শেষ ।

ভাল থাকবেন সবাই ।<<<<<<<< আল্লাহাফেজ >>>>>>>>>>
জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলায় ফ্রন্টপেজেকে বাংলা করার পদ্ধতি [পর্ব-৬]
জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলার মূল সাইটে বাংলা করা যায়।জুমলাতে সাধারনত ইংরেজী ডিফল্ট ভাবে থাকে ।
মূল সাইটে বাংলা ইনস্টল পদ্ধতি :আপনি যদি আপনার কন্ট্রোল প্যানেলকে বাংলায় রুপান্তর করতে চান তাহলে আপনাকে একটি বাংলা ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে ,যার নাম হচ্ছে (bn-bd_site_1.5.8.zip) ।তবে এটা ইনস্টলের পর মূল সাইটের পরিবর্তন হবে।
ডাউনলোড লিংক বাংলা ল্যাংগুয়েজ প্যাক : এখানে
কার্যপ্রনালী :প্রথমে ডাউনলোড করা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে ।এক্সট্রাক্ট করার পরে আপনি ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে তিনটি ফোল্ডার দেখতে পাবেন এর একটি বাংলা (bn-BD) অন্যেটি ইংরেজী (en-GB) এবং(pdf_fonts) । আপনি যদি এই কাজটী লোকাল হোস্টে করতে চান সেখত্রে আপনি যে ড্রাইভে জুমলা ইনস্টল করেছেন সেই ড্রাইভের অর্থাৎ উদাহরন স্বরূপ (C:\wamp\www\amartune\language) ল্যাংগুয়েজ ফোল্ডারটিকে খুজে বের করুন এর পরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ফোল্ডার তিনটিকে মার্ক করে মাউসের বাম বাটন দ্ধারা ড্রাগ করে জুমলার ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে ছেড়ে দিন ।সেখানে হয়ত বলতে পারে Yes ,Yes to All, No, Cancel আপনি Yes to All সিলেক্ট করবেন ।

এবারে আসুন বাকি কাজটুকু সেরে ফেলি কন্ট্রোল প্যানেলে লগিন করি এবং Extension>language Manager এ প্রেবেশ করবেন এবং সেখানে ইংরেজী এবং বাংলা ল্যাংগুয়েজ অপশন দেখবেন ।আপনি বাংলা অপশনে সিলেক্ট করে উপরে ডান দিকে দেখুন ডিফল্ট নামে একটি অপ্সহন আছে সেখানে ক্লিক করুন আপনার কাজ শেষ ।
এবার আপনার মুল পাতায় অর্থাৎ ফ্রন্টপেজে গিয়ে দেখুন ।ভাল থাকবেন সবাই ।আল্লাহাফেজ
জুমলা ১.৫ চেইন টিউন :: হোম পেজ তৈরির পদ্ধতি [পর্ব-৭]
জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলায় মেইন মেনু তৈরি করা যায়।আজকে আমরা দেখব কিভাবে ফ্রন্টপেজে Home Page অর্থাৎ Home মেনুটি তৈরি করা ।
কার্যপ্রনালী : প্রথমে আপনি জুমলার অয়াডমিন প্যানেলে লগিন করুন ।এরপরে আপনি চলে যান মে্নুস > মেনু ম্যানেজারে এরপরে নিম্নের স্ক্রীনশটে দেখুন মেইন মেনু ।সেখান থেকে মেনুস আইটেমে ক্লিক করুন আর দেখুন নতুন একটা পেজ আসবে Menu Item Manager।

সেখানে ডান দিকের উপরের দিকে দেখুন (Enable ,Disabl , Copy , Delete , Edit , New , Help) অপশনগুলো আছে ।সেখান থেকে আপনি New বাটনে ক্লিক করুন এবং এই পেজটি দেখুন এখান থেকে Article এ ক্লিক করুন ।
এরপরে নিচের দিকে দেখুন Front Page Blog Layout নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করুন দেখবেন নতুন একটা পেজ আসছে সেখানে আপনাকে খালি ঘরগুলো এইভাবে পুরন করুন …
Title: Home
Alias:Home
Link: কোন পরিবর্তন হবেনা
Display in: Main Menu
Parent Item: Top
Published: Yes
Access Level:public
On Click, Open in:parent window with Browser Navigation
এরপরে Apply অপশনে ক্লিক করুন ।এরপরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে Apply করার পরে Apply এর পাশে Close অপশনে ক্লিক করে পুর্বের পেজে ফিরে আসুন ,এবং Home পেজটিকে সিলেক্ট করে উপরের দিকে দেখুন ডিফল্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন ।
এরপরে আপনি যান Extension > Module Manager সেখান থেকে খুজে বের করুন Main Menu । Main Menu খুজে বের করার সেখানে ক্লিক করুন এবং এই পেজটিতে যে অপশঙ্গুলো সিলেক্ট করা আছে এইভাবে আপনিও আপনার কাজটি করে নিবেন ।
জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলায় আর্টিকেল তৈরি [পর্ব-৮]
জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলায় আর্টিকেল লিখতে হয় এবং আর্টিকেলটিকে কিভাবে ফ্রন্টপেজে প্রকাশ করতে হয় ।
আর্টিকেল কিভাবে তৈরি করা যায় তা আমরা দেখব ।প্রথমে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে লগিন করুন এবং সেখান থেকে কনটেন্ট এর উপর ক্লিক করলে বা মাউসের কার্সরটি রাখলে নিচের দিকে দেখুন ড্রপ ডাউন আকারে প্রথম শিরিয়ালে আসবে আর্টিকেল ম্যানেজার(Article Manager) ।এবার আপনি
আর্টিকে ম্যানেজারে ক্লিক করুন.......-----আপনাদের কাজের সুবিধার্থে স্ক্রীনশট ।
আর্টিকেল ম্যানেজারে ক্লিক করার পরে একটা নতুন পেজ আসবে সেখানে ডান পাশে উপরের দিকে ( Unarchive , Archive, Publish , Unpublish, Move , Copy , Trash , Edit, New , Parameters, Help) এই অপশনগুলো দেখতে পাবেন ।এখান থেকে New অপশনে ক্লিক করুন ।
Title : About Amartune
Alias : About Amartune
Section :Section তৈরি করা শিখিনি তাই আমরা Uncategorised
Category : Category তৈরি করা শিখিনি তাই আমরা Uncategorised
Published : Yes
Front Page : Yes
এরপর নিচের দিকে একটি বক্স আছে সেখানে আপনি কিছু লিখে সেভ করুন ।এবার ফ্রন্টপেজে গিয়ে দেখুন পাবলিশ হয়েছে কিনা ।এই টিউনটির উদ্দেশ্যে হচ্ছে আগামি পর্বে About Us Menu ,Contact form,Drop down Menu ইত্যাদি নিয়ে আলোচনা করতে গেলে আর্টিকেল দরকার হবে তাই আগেই আর্টিকেল্টি তোউরি করা শিখে নিলাম ।
ধন্যেবাদ টেকটিউনস এর সবাইকে আমার সাথে থাকার জন্যে এবং উৎসাহ প্রদান করার জন্যে ।ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ ।
জুমলা ১.৫ চেইন টিউন :: জুমলায় About Me পেজ তৈরির পদ্ধতি [পর্ব-৯]
শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক টিউনস ।আশা করি সবাই ভাল আছেন ।আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে (about me) পেজ তৈরির পদ্ধতি । about me পেজ তৈরির পূর্বে আপনার যে বিশয় সম্পর্কে ধারনা থাকা দরকার সেটা হচ্ছে আর্টিকেল তৈরির পদ্ধতি এবং ।যদি আর্টিকেল তৈরির পদ্ধতি সম্পর্কে ধারনা না থাকে তবে জুমলা ১.৫ পর্ব ৮ টি দেখে নিন ।কার্যপদ্ধতি : প্রথমে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে লগিন করুন এবং সেখান থেকে Menus এর উপর ক্লিক করলে বা মাউসের কার্সরটি রাখলে নিচের দিকে দেখুন ড্রপ ডাউন আকারে প্রথম শিরিয়ালে আসবে মেনু ম্যানেজার(Menu Manager )।এবার আপনি মেনু ম্যানেজারে ক্লিক করুন…….—–আপনাদের কাজের সুবিধার্থে স্ক্রীনশট

মেনু ম্যানেজারে ক্লিক করার পরে যে স্ক্রীনটি আসবে সেখানে আপনার কাজ হচ্ছে মেইন মেনু এর ডান দিকে মেনু আইটেম এর নিচে ক্লিক করুন ।

মেইন মেনুতে ক্লিক করার পরে Menu Item Manager এর ডান দিকে দেখুন (Menus, Default, Publish , Unpublish , Move, Copy , Trash, Edit , New , Help) এই অপশনগুলো আছে এখান থেকে আপনি New বাটনে ক্লিক করুন

New বাটনে ক্লিক করার পরে Menu Item স্ক্রীনটি আসবে সেখান থেকে আপনি আর্টিকেল এ ক্লিক করবেন এরপরে দেখবেন অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আপনি Article Layout এ ক্লিক করুন

এরপরে যে স্ক্রীনটি আসবে সেখান থেকে নিম্নের ফিল্ডগুলো পূরন করুন
Title : about me
Alias : about me
Link : কোন পরিবর্ত্ন হবেনা
Display in :Main menu
Parent Item : Top
Published : yes
Access Level : Public
On Click, Open in : এখান থেকে আপনি নতুন পেজেও ওপেন করতে পারেন তবে প্যারেন্ট উইন্ডোতে ওপেন করা ভাল
Select Article : এখান থেকে আপনি আপনার আর্টিকেল সিলেক্ট করে দিন ।যদি আর্টিকেল তৈরি করা না থাকে তবে আর্টিকেল তৈরি করে নিবেন প্রথমে

আগামি পর্বে থাকছে কোন প্লাগিন ছাড়াই কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করে সে বিষয়ে আলোচনা । ভাল থাকবেন সবাই ।আল্লাহাফেজ ।
A2Z জুমলা ১.৫ ভিডিও টিউটোরিয়াল
টেকটিউনস পরিবারের সবাইকে সালাম।আশা করি ভাল আছেন সবাই।অনেক দিন পরে লিখতে বসলাম।সময়ের অভাবে লিখতে বসতে পারিনা ।আজকে সময় পেলাম চিন্তা করলাম টেকটিউনস পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে তাই আমার উচিৎ টেকটিউনসকে কিছু দেয়া।আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিছু ভিডিও টিউটোরিয়াল যে ভিডিওগুলো আপনি অনলাইনে বসে খুব কম স্পীডে দেখতে পারবেন।প্রশ্ন থাকতে পারে কিসের ভিডিও টিউটোরিয়াল ?এখানে আপনি পাবেন জুমলা ১.৫ দিয়ে ওয়েবডিজাইন শেখার টিউ্টোরিয়াল।আর যদি টিউটোরিয়ালগুলো বুঝতে অসুবিধা হয় তবে আমার পুর্বের টিউনগুলো দেখে নিবেন।টিউনটি পুর্বে আমারটিউন ব্লগে প্রকাশিত হয়।
joomla-User_Managerjoomla-user_emails
joomla-upgrade_migrate
joomla-Trash_Manager
joomla-stop_registration
joomla-recover_password
joomla-plugins
joomla-PHP_htaccess
joomla-modules
joomla-Media_Manager
joomla-login_redirect
joomla-login
joomla-language
joomla-install_template
joomla-install_extension
joomla-install
joomla-hotlinking
joomla-homepage
joomla-hide_site
joomla-global_settings
joomla-favicon
joomla-download
joomla-default_admin
joomla-create_article
joomla-Contact_Form
joomla-change_installed_directory
joomla-block_admin
joomla-backup_phpMyAdmin
joomla-add_section
joomla-add_menu
joomla-RSS_feeds
joomla-PayPal
একটি মন্তব্য পোস্ট করুন