বাড়িয়ে নিন মডেম স্পিড...


প্রথমেই বলে রাখি এজ নেটওয়ার্ক থেকে আমরা মুটামুটি ২৮/২৯ কিলোবাইট/সেকেন্ড স্পিড পাই। কিন্তু যারা টাওয়ার থেকে দূরে আছেন তারা ৬-১০ কিলোবাইট/সেকেন্ড পান। এই পদ্ধতি অনুসরণ করলে আশাকরি বেশি স্পিড পাবেন। শুধু বাড়তি একটা এন্টেনার ব্যবস্থা করতে হবে। তাও বিনা খরচে এবং মডেম না খুলে।

প্রথমে সাধারণভাবেই কোন কিছু ডাউনলোড করে স্পিড দেখে নিন।

উপকরণঃ
৫/৬ ফুট চিকন বৈদ্যুতিক তার (আমি নষ্ট মোবাইল চার্জারের তার ব্যবহার করেছি)

পদ্ধতিঃ
=> প্রথমে তার দুটো জোড়া থেকে আলাদা করে ফেলেন। (অর্থাৎ, একটাকে দুইটা বানান)
=> মডেমের USB পোর্টের অংশের দিকে একটা তারের একপ্রান্ত শক্ত করে বাঁধুন।
=> তারপর মডেমের উপর তারটি প্যাঁচাতে থাকেন যত কাছাকাছি পারেন।
=> দুই তারের একটার পুরোটা প্যাঁচান।
=> শেষ দিকে দুই ইঞ্চি বাদ রেখে শক্ত করে বেঁধে দিন।
=> শেষ প্রান্তের সাথে অপর তার যুক্ত করুন। এটা এন্টেনা হিসেবে কাজ করবে।
=> এবার মডেম লাগিয়ে এন্টেনাকে এন্টেনার মতই সেট করুন।
=> এবার নেট কানেক্ট করে কোন কিছু ডাউনলোড করে স্পিড খেয়াল করুন।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger