প্রফেশনালদের মত ডিজাইন করুন আপনার ব্লগার/ব্লগস্পট ব্লগ দিন২: কিভাবে ব্লগ সেটাপ করবেন


আপনাদের ভালো সাড়া পেয়ে সিদ্দান্ত নিলাম যে, আমি এই সিরিজটি চালিয়ে যাব এবং চিন্তা করেছি যে একেবারে শুরু থেকে লিখব। যেন নতুনরা ও এখান থেকে শিখা শুরু করতে পারে। আশা করি সকলেই জানেন ব্লগার.কম কি? তবুও নতুনদের জন্য বলছি ব্লগার.কম হচ্ছে গুগলের একটি ফ্রী সার্ভিস। যেটা ব্যবহার করে আপনি কোনো প্রোগ্রামমিং জানা ছাড়াই একটি সুন্দর  ওয়েব পেইজ (ব্লগ) বানাতে পারবেন। আর যদি আগে থেকে কিছু ডিজাইনিং এর নলেজ থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ে ডিজাইন বানাতে পারবেন।

ব্লগার এর কিছু গুরুত্বপর্ণ ফিচার

১) আপনি এখানে আনলিমিটেড হোস্টিং করতে পারবেন।
২) Bandwidth নিয়ে ও কোনো জামেলা নাই, তাও আনলিমিটেড।
৩) এখানে আপনি আপনার নিজের (MediafireBD .com এর মত) ডোমেইন সেটাপ দিতে পারবেন।
৪) ফটো আপলোড করার জন্য Picasa তে ১ জিবি জায়গা পাবেন।
৫) এবং আপনার ব্লগ থেকে কিছু টাকা উপার্জন করার জন্য সহজেই Adsense যোগ করতে পারবেন।
৬) যদি আপনি ভিডিও আপলোড করতে চান, Youtube এ আনলিমিটেড storage পাবেন।
আসুন শুরু করি, প্রথমে www .blogger.com এ যান এবং "CREATE A BLOG" এ ক্লিক করুন।

মিডিয়াফায়ারবিডি.কম
আর আপনার যদি কোনো জিমেইল একাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ঐ জিমেইল একাউন্ট দিয়েই লগিন করতে পারবেন নতুন করে সাইন আপ করার দরকার নেই। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো  জিমেইল একাউন্ট ব্যবহার করা। কারণ আপনি একবার লগিন করেই Gmail, Blogger, Google Analytics, WeB Master Toots, Adword সবই একসাথে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার জিমেইল একাউন্ট না থাকে তাহলে "CREATE A BLOG" বাটনয়ে ক্লিক করুন। তারপর আপনি একটি ফর্ম পাবেন এখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করুন।

মিডিয়াফায়ারবিডি.কম
Email address : ফিল্ডে আপনার Yahoo, hotmail  অথবা  other email ব্যবহার করতে পারেন।
Retype email address: এই ফিল্ডে পূর্বে টাইপ করা ইমেল আইডিটি লিখুন।

Enter a password & Retype password: দুটি ফিল্ডে এক একই পাসওয়ার্ড টাইপ করুন।

Display name: এই আপনি যে নাম টেপ করবেন তা আপনার ব্লগ পোস্টযে, ব্লগার এর নাম হিসেবে দেখাবে।

Birthday: আপনার জন্ম তারিখ টেপ করুন প্রথমে মাস/দিন/বছর ।

Word Verification: নিচের ওয়ার্ড গুলো নির্ভুল ভাবে টাইপ করুন এবং সব শেষে I accept the Terms of Service টিক চিহ্ন দিয়ে CONTINUE তে ক্লিক করুন।

মিডিয়াফায়ারবিডি.কম
এই স্টেপ এসে Blog Title: এ আপনার ব্লগের নাম যা দিতে চান টাইপ করুন এবং Blog Address (URL) : এ আপনার পছন্দ মত নাম দিয়ে চেক করে নিন , যদি আপনার নাম না খালি পান তাহলে অন্য নাম দিয়ে চেক করেন।সবশেষে CONTINUE ক্লিক করুন। এটির ওপর ভিত্তি করে আপনার ব্লগের নামটি হবে। যেমন এই টিউটোরিয়াল  যে ব্লগ টি ওপেন করলাম তার আড্রেস হলো: www.bloggerseriesbd.blogspot.com

মিডিয়াফায়ারবিডি.কম
এই স্টেপ এসে যে কোনো একটি Template সিলেক্ট করে continue তে ক্লিক করুন। তারপর একটি স্টেপ আসবে।

মিডিয়াফায়ারবিডি.কম
এখন Start Blogging য়ে ক্লিক করুন, তাহলে আপনাকে ব্লগ পোস্টিং এর অপশনে নিয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, টিউন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সামনের পর্বে ব্লগার এর Dashboard নিয়ে আলোচনা করব।

ওয়েব ডিজাইনারদের জন্য ৫৮৫ টি ঝাকানাকা আইকন

Advertisement -
So Cheap Host
ওয়েব ডিজাইনারদের চাই ক্রিয়েটিভ আর দারুন আইডিয়া। আর চাই ডিজাইনিং এর জন্য নজরকারা ডিজাইনিং এলিমেন্টস। আর ওয়েব ডিজাইনে আইকন একটি অন্যতম ডিজাইনিং এলিমেন্ট। খুব সিমপল ডিজাইনে চমৎকার আইকনের ব্যবহার, আপনার ওয়েব পেইজটিকে আরও আকর্ষনীয় করে তুলতে পারে। আর ওয়েব এ্যাপলিকেশন এর উইজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্র রিলেভেন্ট আইকন ইউজার accessibility আরও বাড়িয়ে দেয়। তাই ওয়েব ডিজাইনারদের সুবিধার জন্য নিচে পুরো ৫৮৫ টি চমৎকার আইকনের একটা তালিকা তৈরি করলাম। আপনারা এগুলো আপনাদের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তবে যেখানেই ব্যবহার করেন না কেন আইকন ক্রিয়েটরকে ক্রেডিট দিতে ভুলবেন না।
  •  WebApper ( ২০ টি )

  • Developpers Icons ( ১০৫ টি )

  • Coquette Icons ( ৫০ টি )

  • Function Icon ( ১২৮ টি )

  • Glossy Blogging Icons ( ১২ টি )

  • Monofector Vector Icons ( ২৫ টি )

  • Zeusbox Studio’s Feedicons ( ২০ টি )

  • Knob Buttons Toolbar icons ( ৪০ টি )

  • Simplistica Icons ( ২৫ টি )

  • Aesthetica Icons ( ১৬০ টি )

     


ওয়েব সাইট তৈরী করার অতি প্রয়োজনীয় ৩০ টি টুলস




Web Development Tools
নিচে আলোচিত ৩০টি প্রয়োজনীয় টুলস দ্বারা আপনি জানতে পারবেন কিভাবে ওয়েব পেজ তৈরী করতে হয়, এর জন্য কি কি টুলস লাগবে, কোথায় সেগুলো পাবেন,কিভাবে আপলোড করতে হয়,ম্যানেজ করার টুলস,জনপ্রিয়তার মাপকাঠি এবং সার্চ ইন্জিনে কিভাবে নিবন্ধন করতে হয় ইত্যাদি।যারা ওয়েব পেজ নিয়ে কাজ করতে চান তাদের এটি কাজে আসবে আশা করি।

ওয়েব পেজ তৈরী করার টুলস

ড্রিমওয়িভার-ওয়েব সাইট প্যাকেজ তৈরী করার জন্য খুবই জনপ্রিয় ।
হটস্ক্রিপ্ট আপনার সাইটকে আকর্ষনীয় করার জন্য উম্মক্ত স্ক্রিপ্ট। (মুক্ত)
এইচটিএমএল কীট -ওয়েব পেজ কোডিং করার টুলস।
অটোরিপ্লেস-একাধিক ওয়েব পেজের টেক্সসমুহ সহজেই বদল করার জন্য। (মুক্ত)
ন্যামো ওয়েব এডিটর- ওয়েব সাইট তৈরী করার টুলস।
নোটপ্যাড++- নোটপ্যাড থেকে অধিকতর উন্নত সংস্করন। (মুক্ত)
সেরিফ ওয়েবপ্লাস-ওয়েব পেজ তৈরী করার সফটওয়্যার।

চিত্রলেখ (গ্রাফিকস) ডিজাইন টুলস

অ্যাডোবে ফটোশপ-জনপ্রিয় ইমেজ এডিটিং সফটওয়্যার।
কুলটেক্স-অনলাইন লোগো গ্রাফিকস তৈরী করার জন্য। (মুক্ত)
ইরফানভিউ- ইমেজ এডিটিং সফটওয়্যার। (মুক্ত)
পিক্সি-যেকোন রংয়ের এইচটিএমএল মান জানার জন্য।(মুক্ত)
সেরিফ ড্রপ্লাস-গ্রাফিকস এডিটিং সফটওয়্যার।

ওয়েব সাইট ব্যবস্হাপনা টুলস

কনট্রিবিউট-সহজেই সাইট এবং ব্লগ হালনাগাদ করার জন্য।
কফিকাপফ্রিএফটিপি-ওয়েব সাইট আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
ইমেল চেক-স্প্যামাররা আপনার ওয়েব সাইট ইমেল এড্রেস দেখতে পায কি না তা যাচাই করা (মুক্ত)
ফায়ারফক্স ওয়েব ডেভেলপার এক্টেনশন-ওয়েব সাইট প্রকাশনা বা তৈরী (মুক্ত)
ফাইলজিলা-ওয়েব সাইট ফাইলস আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
লিংক পপুলারিটি-আপনার ওয়েব সাইট সার্চ ইন্জিনের নিকট কতটা জনপ্রিয় তা যাচাই করার জন্য।(মুক্ত)
অ্যালেক্সা টুলবার-অ্যালেক্সা সাইট তথ্যের জন্য(মুক্ত)
লিংক্স ব্রাউজার-টেক্স ব্রাউজারে আপনার কেমন দেখাবে তা যাচাই করে দেখা(মুক্ত)
ডব্লিউথ্রিসি ভ্যালিদেটর-আপনার পেজের কোডিংয়ের মান যাচাই করা(মুক্ত)

ফ্লাশ এনিমেশন

ফ্লাশ প্রো(প্রিমিয়ার ফ্লাশ তৈরী করার সফটওয়্যার
সুইস ম্যাক্স-ফ্লাশ ফাইল তৈরী করার টুলস।
এফোরডেক্স-কাঠামো(টেম্পলেট) ব্যবহার করে সহজেই ফ্লাশ সাইট তৈরী করা।
ডিভআইও-ডিজিটাল ক্যামেরা থেকে ভিডিও এভিআই তে নেওয়া।(মুক্ত)
কুলমুভস-সহজেই ফ্লাশ এনিমেশন তৈরী করা।
টারবাইন এনকোডার- সচল চিত্র(ভিডিও) কে স্টিমিং ফ্লাশে পরিবর্তন করা (মুক্ত)

অন্যান্য বিষয়

এমএসএন সাইটসার্চ-আপনার সাইটে সার্চ সবিধা যোগ করতে।(মুক্ত)
পিএইচপিবিবি-পিএইচপি-ভিত্তিক ফোরাম তৈরী করার জন্য।(মুক্ত)
এক্সপিএফ মিউজিক প্লেয়ার-সাইটে এমপিফ্রি ফাইল চালানো।(মুক্ত)
বন্ধুরা, গত পর্বে আমরা একুয়াটিক বাটন তৈরি করছিলাম। আজ আমরা এর পূর্ণাংগ রূপ দেব।
Button নামের লেয়ারটি সিলেক্ট করুন।
ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে বাটনটি সিলেক্ট করুন।

এবার marquee tool সিলেক্ট করুন এবং অপশন বার থেক subtract from selection নির্বাচন করুন। ম্যাজিক ওয়ান্ড টুল দ্বারা তৈরিকৃত সিলেকশানের নিচের অংশে একটি বর্গাকার সিলেকশান তৈরি করুন। ফলে উপরের অংশের সিলেকশানটি পৃথক হবে এবং নিচের মত হবে।

Select->modify->contract নির্বাচন করুন। একটি উইন্ডো পাবেন। তাতে নিচের মত মান দিয়ে OK করুন।

ফলে নিচের মত পাবেন।

এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। ফরগ্রাউন্ড হিসেবে সাদা রঙ সিলেক্ট করুন।
গ্রাডিয়্যান্ট টুল সিলেক্ট করে অপশন বার থেকে foreground to background টাইপ linear gradient সিলেক্ট করুন। এরপর সিলেকশানটির উপর থেকে নিচের দিকে মাউস দিয়ে ড্র্যাগ করুন। ফলে নিচের মত হবে।

আরেকটি নতুন লেয়ার তৈরি করে ঠিক একইভাবে নিচের মত সিলেকশান তৈরি করুন এবং একইভাবে গ্র্যাডিয়্যান্ট তৈরি করুন

এই লেয়ারের মোড পরিবর্তন করে Overlay করুন। ফলে নিচের মত পাবেন।

Text tool দিয়ে যেকোনো কালারে লিখুন HOME
এইতো হয়ে গেলো একুয়াটিক বাটন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

    Share this article :
     

    একটি মন্তব্য পোস্ট করুন

     
    Support : Creating Website | Johny Template | Mas Template
    Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
    Template Created by Creating Website Published by Mas Template
    Proudly powered by Blogger