বাংলায় ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালসমগ্রঃ আজই বানিয়ে নিন আপনার ব্লগ সম্পূর্ণ ফ্রি তে


আপনি একজন ব্লগার, কিন্তু আপনার নিজস্ব একটি ব্লগ নেই??? এরকম একটি ব্লগ আপনি বানাতে চান? তাহলে আজই বানিয়ে নিন আপনার ব্লগ সম্পূর্ণ ফ্রি তে। আর যাদের ব্লগ আছে তারা সাজিয়ে নিন সুন্দর করে। এই পোস্টটি আমি নতুন ও পুরাতন সবার দিকে খেয়াল রেখে লেখার চেষ্টা করেছি। কোন সমস্যা হলে পোস্টে কমেন্ট আকারে জানান। আমি সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব। এই পোস্টে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এবং ব্লগার টিউটোরিয়াল নিয়ে আলোচনা করা হলো।
আমার জানা মতে সবচেয়ে ভাল প্লাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পট। এখন কথা হচ্ছে আপনি কোনটাতে ব্লগিং করবেন? যারা তেমন একটা পরিশ্রম করতে চান না, শুধু একটা ব্লগ রাখতে চান তাদের জন্য ওয়ার্ডপ্রেস ভাল। আর যারা সৌখিন, একটু কষ্ট করে হলেও সুন্দর করে সাজাতে চান নিজের ব্লগকে তাদের জন্য ব্লগস্পট ভাল। ব্লগস্পটে ব্লগকে ইচ্ছেমত সাজানো যায়, কিন্তু ওয়ার্ডপ্রেসের সবকিছু প্রায় বিল্ড-ইন। শুধু নেবেন আর খাবেন। ওয়ার্ডপ্রেসে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ কম।
ওয়ার্ডপ্রেস ব্লগের উদাহরণ হিসেবে আমার ওয়ার্ডপ্রেস ব্লগ , রিয়া আপুর ব্লগ , আমার আর.এস.এস. ব্লগ এই তিনটি ব্লগ দেখতে পারেন। আর ব্লগস্পটের জন্য অমিত ভাইয়ার ব্লগ , আমার ব্লগস্পট ব্লগ এবং http://www.iloveubangladesh.blogspot.com/ এই ব্লগটি দেখতে পারেন।
ওয়ার্ডপ্রেসঃ
প্রথমে সাইন-আপ পর্ব। এক্ষেত্রে এই পোস্টটি ফলো করে সাইন আপ করুন। এই ধাপগুলো সম্পন্ন হলে আপনি একটি ব্লগ পেয়ে গেলেন।
সাইন আপ পর্ব সম্পন্ন হবার পর এবার এডমিন প্যানেল পরিচিতি অর্থাৎ কোন অপশনের কাজ কি? এই পোস্ট থেকে আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে কি কি করতে পারি? অর্থাৎ ব্লগের মালিক হিসেবে আপনি কি কি ক্ষমতার অধিকারী তা জানতে এই পোস্ট পড়ুন।
ওয়ার্ডপ্রেসের ব্লগে নতুন পোস্ট লিখতে যেয়ে যে অপশনগুলো আপনি পাবেন সেগুলোর পরিচিতি এবং কাজ সম্পর্কে জানা যাবে এই পোস্ট থেকে।
ওয়ার্ডপ্রেসে নতুন পোস্ট লিখতে পারবেন এই পোস্টের সহায়তায় ( ছবি যোগ করা, লিঙ্ক যোগ করা ইত্যাদিসহ ) ।
এবার নতুন পেজ তৈরী করা পর্বঃ নতুন পেজ তৈরী করার জন্য এই পোস্টটি আপনাকে সহায়তা করবে।
ওয়ার্ডপ্রেসে লিংকলিস্ট তৈরি করুন
ওয়ার্ডপ্রেসের ম্যানেজ বাটনের ব্যবহার
ওয়ার্ডপ্রেস ব্লগের থিমস পরিবর্তন করুন
ওয়ার্ডপ্রেসের ব্লগ কাস্টমাইজেশন – Available Widgets
ওয়ার্ডপ্রেসের ব্লগ কাস্টমাইজেশন – Current Widgets
ওয়ার্ডপ্রেসের ব্লগ কাস্টমাইজেশন – Extras & Edit CSS
ওয়ার্ডপ্রেসের ব্লগ কাস্টমাইজেশন – Header Image
আমার এই পোস্টে অনেকগুলো হেডার সংগ্রহ করা আছে।
ওয়ার্ডপ্রেসের ব্লগ কাস্টমাইজেশন – Comments & Upgrades
ওয়ার্ডপ্রেসের সেটিংস বাটন
ওয়ার্ডপ্রেস ব্যবহারকারির সেটিংস পরিবর্তন

ওয়ার্ডপ্রেসে গ্রুপব্লগিং এর সুবিধা রয়েছে। ধরুন আপনার স্কুলের নামে একটা ব্লগ খুললেন। সেখানে আপনার বন্ধুরা মিলে লিখতে পারেন সামহোয়্যারইন ব্লগের মত। এ সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্ট পড়ুন
ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহারের সবকিছুই প্রায় বলা হয়েছে। উপরের লিঙ্কের পোস্টগুলো পড়ার পর আশা করা যায় আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে তেমন কোন সমস্যা অনুভব করবেন না। এরপরও কোন সমস্যায় পড়লে আমাকে জানাতে পারেন। আমি সাধ্যমত সমাধান করার চেষ্টা করব।
ব্লগার/ব্লগস্পটঃ
ব্লগারে ব্লগিং ১ম পর্ব
ব্লগারে ব্লগিং ২য় পর্ব
ব্লগারে ব্লগিং ৩য় পর্ব- অন্য ইমেইল প্রোভাইডার দিয়ে
ব্লগারে ব্লগিং শুরু
ব্লগারের ড্যাসবোর্ড পরিচিতি
ব্লগারে নতুন পোস্ট লেখার অপশনসমূহ
ব্লগারে Edit Posts ও Moderate Comments বাটনের ব্যবহার
ব্লগারের সেটিংস অপশনের ব্যবহার- ০১
ব্লগারের সেটিংস অপশনের ব্যবহার- ০২
ব্লগারের সেটিংস অপশনের ব্যবহার- ০৩
ব্লগারের সেটিংস অপশনের ব্যবহার -০৪
ব্লগারের লেআউট অপশনের আলোচনা- ০১
ব্লগারের লেআউট অপশনের আলোচনা- ০২
সুন্দর টেমপ্লেট/থিম ব্যবহার করে সাজিয়ে নিন আপনার ব্লগস্পটের ব্লগকে
আমার ভালো লাগা কিছু ব্লগার টেমপ্লেট-১ ,ব্লগার টেমপ্লেটের জগতে আপনাকে স্বাগতম,ভাললাগা কিছু ওয়ার্ডপ্রেস টু ব্লগার টেমপ্লেট ( সংগ্রহে রাখার জন্য ) এই তিনটি পোস্টে পর্যাপ্ত পরিমানে ব্লগার টেমপ্লেট পাবেন। তাতেও যদি চাহিদা না মেটে তাহলে blogger template লিখে গুগলে সার্চ দিতে পারেন। ম্যাগাজিন ব্লগার টেমপ্লেটগুলো আমার খুব পছন্দের। বেশ সুন্দর সেগুলো। Magazine blogger template লিখেও সার্চ দিতে পারেন।
ব্লগস্পটে অ্যানিমেটেড সাম্প্রতিক পোস্ট সাইডবার তৈরি করবেন যেভাবে
ব্লগার.কম এর ব্লগে ‘উপরে ফিরে যান’ বোতাম স্থাপন করার পদ্ধতি
ওয়ার্ডপ্রেসের মতো পেজ তৈরি করুন ব্লগার.কম এ খোলা ব্লগে
ব্লগারের ব্লগে Table of Contents স্থাপন করার পদ্ধতি
আপনার ব্লগস্পট ব্লগে যুক্ত করুন “ছবিযুক্ত রিলেটেড পোস্ট” widget
ব্লগের জন্য স্টাইলিশ Floting Feedback বটন ক্রিয়েট করা
ব্লগার ব্লগে স্টাইলীশ Comment Form এড করা
ব্লগারের কমেন্ট বক্সের উপরে Yahoo Simileys Emotions এর অপশন এড করা
ব্লগার ব্লগে ড্রপ-ডাউন সাইট ম্যাপ ক্রিয়েট করা
ব্লগার ব্লগে স্টাইলীশ পেজ নেভিগেসন widget
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger