প্রতিযোগিতা মূলক পরীক্ষার মুখমুখি হতে বর্তমান বিশ্ব সাধারণ জ্ঞান …………


 
প্রতিযোগিতা মূলক পরীক্ষার মুখমুখি হতে হয় প্রায় সব জায়গায় আমাদের MCQ টাইপের প্রশ্ন হয় তাই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি হয়তবা আপনাদের কাজে লাগতে যদি কোন কাজে লাগে তাহলে মনে করব আমার লেখাই সফলতা পেয়েছি আপনারা সাথে থাকেন তাহলে আমি এই গুলো পর্ব আকারে লিখব…আরেকটি কথা আপনাদের কাছে সেটি হল আপনারা যদি জানার জন্য শিখে রাখেন তাহলে জীবনে কাজে লাগবে আর যদি পরীক্ষার জন্য শিখেন তাহলে অপেক্ষাকৃত কম কাজে লাগবে….…………………..
***BCS ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)

  • পারমনবিক বোমার আবিস্কারক – ওপেন হেইমার ।
  • পারমনবিক বোমা তৈরীতে রাসায়নিক পদার্থের নাম – ইউরেনিয়াম (U235-U238)
  • বাংলাদেশের যে পাহড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে – কুলাউড়া, মৌলভীবাজার
  • ইউরেনিয়াম মাধ্যমে কি ধরনের শক্তি উৎপন্ন করা যায় – ১ কেজি ইউরেনিয়াম যে পরিমান বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় ঐ পরিমান বিদ্যুৎ উৎপন্ন করতে ১৭০০ টন তেল বা ৪৫০০ টন কয়লা লাগবে….
  • পারমানবিক বোমা কোন সূত্রের ব্যবহারিক জ্ঞান- E=mc­­2 ­
  • সমুদ্রের পানিতে লবনের পরিমাণ – ২.৫৬%
  • লবনের সংকেত- Nacl
  • চিনির সংকেত- C­­­­­12H22O11
  • সাবানের সংকেত- C17H35COONA
  • ব্লিচিং পাউডার এর সংকেত- CA(OCL)CL
  • প্যারিস প্লাস্টার- (CASO4)2 ­H2O (হাত পায়ের অস্থি ভেঙ্গে গেলে জোড়া লাগানোর কাজের ব্যবহার করা হয় অর্থাৎ পা ভেঙ্গে যাওয়ার পর সাদা পাউডারের যে প্লাস্টার করা হয়)
  • ফিটিকিরির সংকেত – K2SO­­4 AL2(SO4)3 24H2O (ময়লা পানি পরিস্কারের কাজে ব্যবহার করা হয়)।
  • ক্যান্সার রোগের কারণ – কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গ্যাসের নাম – রেডন
  • মানুষের রক্তের PH- 7.4
  • মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য – ১৮ ইঞ্চি
  • একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে – ৫-৬ লিটার
  • মানুষের ক্রোমোজমের সংখ্যা – ২৩ জোড়া
  • একজন মানুষের দেহের হাড় সংখ্যা – ২০৬ টি
  • মানুষের মাথার সেল সংখ্যা – ২২০০০০০ 
  • মানুষের রক্তে রক্ত কণিক আছে – তিন প্রকার
  • রেফ্রিজারেটরে যে গ্যাস থাকে তার নাম – ফ্রেয়ন
চলবে……………
***আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান:
  • কোন সমু্দ্রে মানুষ সাতার না জানলেও অনায়াসা ভেসে থাকা যায় – ডেড সি বা মৃত সাগর (যার দৈর্ঘ্য ৮৮ কি:মি:, প্রস্হ ১৬ কি:মি:, গভীরতা ৪০৬ মি: ১৩৩২ ফুট গড় গভীরতা ৬ মিটার ,ইহা জরডানের আকাবা বন্দর ১০৭ কি:মি: দুরে অবস্থিত…এতে লবন ও ফসফেটের পরিমাণ বেশি থাকায় মানুষ সাতার কাটতে গিয় ডুবে যায় না)
  • টাইটানিক জাহাজ ডুবে যায়- ১৯১২ সালে
  • জাতিসংঘের প্রথম মহাসচিব– ট্রিগভেলি (নরওয়ে)
  • জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩ টি দেশ
  • প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান- আনোয়ার সাদাত
  • বিশ্ব জনসংখ্যা দিবস– ১১ জুলাই
  • বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়– ৭ এপ্রিল
  • SAPTA ভুক্ত দেশ– আটটি
  • UNICEF ও UNFPA  এর সদর দপ্তর- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র
  • ভিয়েত নামার মুদ্রার নাম- ডং
  • বিশ্বের গভীরতম খাত – ম্যারিয়ানা খাত
  • বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো
  • আকাবা যে দেশের সমুদ্র বন্দর- জর্ডান
চলবে……………
***বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান :
  • বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত (যেখানে টাকা তেরী করা হয়)- গাজীপুর,শিমলতুলী
  • বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত- গাজীপুর,শিমলতুলী
  • বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন
  • বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন- মেজর জেমস রেনেল
  • বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য- ৭১১ কি:মি:
  • নিঝুম দ্বীপের পুরাতন নাম- বাউলার চর
  • যে দ্বীপে বাতি ঘর আছে- কুতুবদিয়া
  • বাংলাদেশে VAT চালু করা হয়- ১ জুলাই ১৯৯১ সালে
  • তুলা চাষের জন্য বেশী উপযোগী- যশোর
  • বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত- ১০:৬ বা ৫:৩
  • বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর- চট্টগ্রাম
  • কর্ণফুলী নদীর উৎপত্তি- লুসাই পাহাড়
  • বাংলাদেশের জাতিয় পতাকার ডিজাইনার- কামরুল হাসান
চলবে……………

***কিছু পূর্ণনাম (সাধারণ জ্ঞান):
CNG=Compressed Natural Gas.
HTTP=Hyper Text Transfer Protocol
WWW=World Wide Wed
RAM=Random Access Memory
ROM=Read Only Memory
RADAR= Radio Detection And Ranging(একে ইলেক্ট্রনিকস চক্ষু বলা হয়)
LAN= Local Area Network
WAN= Wide Area Network
LED= Light Emitting Diode
OMR= Optical Mark Reader
চলবে……………..
সবার মতামতের উপর এটি চালিয়ে যাব…….সবাই সাথে থাকবেন আসা করি………সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ……….ধন্যবাদ………………
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger