***BCS ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)
- পারমনবিক বোমার আবিস্কারক – ওপেন হেইমার ।
- পারমনবিক বোমা তৈরীতে রাসায়নিক পদার্থের নাম – ইউরেনিয়াম (U235-U238) ।
- বাংলাদেশের যে পাহড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে – কুলাউড়া, মৌলভীবাজার ।
- ইউরেনিয়াম মাধ্যমে কি ধরনের শক্তি উৎপন্ন করা যায় – ১ কেজি ইউরেনিয়াম যে পরিমান বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় ঐ পরিমান বিদ্যুৎ উৎপন্ন করতে ১৭০০ টন তেল বা ৪৫০০ টন কয়লা লাগবে….
- পারমানবিক বোমা কোন সূত্রের ব্যবহারিক জ্ঞান- E=mc2
- সমুদ্রের পানিতে লবনের পরিমাণ – ২.৫৬% ।
- লবনের সংকেত- Nacl
- চিনির সংকেত- C12H22O11
- সাবানের সংকেত- C17H35COONA
- ব্লিচিং পাউডার এর সংকেত- CA(OCL)CL
- প্যারিস প্লাস্টার- (CASO4)2 H2O (হাত পায়ের অস্থি ভেঙ্গে গেলে জোড়া লাগানোর কাজের ব্যবহার করা হয় অর্থাৎ পা ভেঙ্গে যাওয়ার পর সাদা পাউডারের যে প্লাস্টার করা হয়)
- ফিটিকিরির সংকেত – K2SO4 AL2(SO4)3 24H2O (ময়লা পানি পরিস্কারের কাজে ব্যবহার করা হয়)।
- ক্যান্সার রোগের কারণ – কোষের অস্বাভাবিক বৃদ্ধি ।
- ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গ্যাসের নাম – রেডন ।
- মানুষের রক্তের PH- 7.4 ।
- মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য – ১৮ ইঞ্চি ।
- একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে – ৫-৬ লিটার ।
- মানুষের ক্রোমোজমের সংখ্যা – ২৩ জোড়া ।
- একজন মানুষের দেহের হাড় সংখ্যা – ২০৬ টি ।
- মানুষের মাথার সেল সংখ্যা – ২২০০০০০ ।
- মানুষের রক্তে রক্ত কণিক আছে – তিন প্রকার ।
- রেফ্রিজারেটরে যে গ্যাস থাকে তার নাম – ফ্রেয়ন ।
***আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান:
- কোন সমু্দ্রে মানুষ সাতার না জানলেও অনায়াসা ভেসে থাকা যায় – ডেড সি বা মৃত সাগর (যার দৈর্ঘ্য ৮৮ কি:মি:, প্রস্হ ১৬ কি:মি:, গভীরতা ৪০৬ মি: ১৩৩২ ফুট গড় গভীরতা ৬ মিটার ,ইহা জরডানের আকাবা বন্দর ১০৭ কি:মি: দুরে অবস্থিত…এতে লবন ও ফসফেটের পরিমাণ বেশি থাকায় মানুষ সাতার কাটতে গিয় ডুবে যায় না) ।
- টাইটানিক জাহাজ ডুবে যায়- ১৯১২ সালে ।
- জাতিসংঘের প্রথম মহাসচিব– ট্রিগভেলি (নরওয়ে) ।
- জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩ টি দেশ ।
- প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান- আনোয়ার সাদাত ।
- বিশ্ব জনসংখ্যা দিবস– ১১ জুলাই ।
- বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়– ৭ এপ্রিল ।
- SAPTA ভুক্ত দেশ– আটটি ।
- UNICEF ও UNFPA এর সদর দপ্তর- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
- ভিয়েত নামার মুদ্রার নাম- ডং ।
- বিশ্বের গভীরতম খাত – ম্যারিয়ানা খাত ।
- বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো ।
- আকাবা যে দেশের সমুদ্র বন্দর- জর্ডান ।
***বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান :
- বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত (যেখানে টাকা তেরী করা হয়)- গাজীপুর,শিমলতুলী ।
- বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত- গাজীপুর,শিমলতুলী ।
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন ।
- বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন- মেজর জেমস রেনেল ।
- বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য- ৭১১ কি:মি: ।
- নিঝুম দ্বীপের পুরাতন নাম- বাউলার চর ।
- যে দ্বীপে বাতি ঘর আছে- কুতুবদিয়া ।
- বাংলাদেশে VAT চালু করা হয়- ১ জুলাই ১৯৯১ সালে ।
- তুলা চাষের জন্য বেশী উপযোগী- যশোর ।
- বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত- ১০:৬ বা ৫:৩ ।
- বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর- চট্টগ্রাম ।
- কর্ণফুলী নদীর উৎপত্তি- লুসাই পাহাড় ।
- বাংলাদেশের জাতিয় পতাকার ডিজাইনার- কামরুল হাসান ।
***কিছু পূর্ণনাম (সাধারণ জ্ঞান):
CNG=Compressed Natural Gas.
HTTP=Hyper Text Transfer Protocol
WWW=World Wide Wed
RAM=Random Access Memory
ROM=Read Only Memory
RADAR= Radio Detection And Ranging(একে ইলেক্ট্রনিকস চক্ষু বলা হয়)
LAN= Local Area Network
WAN= Wide Area Network
LED= Light Emitting Diode
OMR= Optical Mark Reader
চলবে……………..
সবার মতামতের উপর এটি চালিয়ে যাব…….সবাই সাথে থাকবেন আসা করি………সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ……….ধন্যবাদ………………
একটি মন্তব্য পোস্ট করুন