আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আসা করি সবাই ভাল আছেন… আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ফ্রি ভিডিও কনভার্টার ও তার অসাধারন কিছু ফিচার নিয়ে। যারা মুভি খোর.. মানে মুভি দেখতে ও সংগ্রহ করতে ভালবাসেন তাদের জন্য অসাধারন এই কনভার্টারটি আমার পক্ষ থেকে উপহার….
নাহ !!! … আমি এটা দিয়ে কি করে ভিডিও অডিও কনভার্ট করতে হয় তা শেখাব না.. সেটা আপনারা একবার দেখলেই পারবেন.. আমি শেখার কি করে রেজুলেশন ও কোয়ালিটি ঠিক রেখে একটি মুভিকে কম্প্রেস করা যায় (সাইজ ছোট করা আর কি).. মানে ১ গিগা এর একটি ভিডিও ফাইলকে ৩০০/৪০০ এমবি করে ফেলা !!! কি করে একটি ভিডিওতে আরেকটি গান ইনর্সাট, কি করে একসাথে অনেক গুলো ভিডিও কে একটি ভিডিও ফাইল কর যায় ইত্যাদি শেখাব।
এছাড়াও আরও আছে চমৎকার সব ফিচার ও তার টিউটরিয়াল …. SO Lets Start !
Freemake Video Converter এর নাম নিশ্চই সবাই শুনেছেন? হ্যা.. এটি ঐ Freemake Video Converter এর গল্প

যারা এর নাম শুনেননি কিংবা এখনো ডাউনলোড করেননি.. তারা ডাউনলোড করে নিন এখান থেকে।
এটা ব্যবহার করার জন্য .Net Framework এবং Windows Imaging Component (WIC) এর দরকার হয়। তাই আমি এগুলোর ও ডাউনলোড লিংক দিচ্ছি। সিরিয়াল বাই ডাউনলোড করুন ও ইন্সটল করে নিন। (টুলস গুলো আগে থেকে ইন্সটল করা থাকলে আর দরকার নেই)
Windows XP / 2000 ব্যবহারকারীদের জন্যঃ
১) .Net Framework২) Windows Imaging Component (WIC)
৩) Freemake Video Converter
Windows 7 / 8 ব্যবহারকারীদের জন্যঃ
১) .Net Framework
২) Freemake Video Converter
আশা করি ডাউনলোড ও ইন্সটল কমপ্লিট

একটি মন্তব্য পোস্ট করুন