এক ওয়াক্ত নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে, আপনি নামাজ পড়েছেন তো?

 
সবাই কে সালাম দিয়ে শুরু করলাম।পরম করুনাময় আল্লাহ্‌ তালা যেন সবাইকে সুখে শান্তি তে রাখেন।সবাই কে নামাজ পড়ার তাগাত দেন এই কামনায় শুরু করলাম আজকের বাংলা নামাজ শিক্ষা .
একজন মুসলিমের জন্য  নামাজ হচ্ছে ফরয । ইসলামের যে ৫টী ফরয আছে ,তার মধ্যে নামজ হল অন্যতম,আর নামাজ হল ৫ ওয়াক্ত ।কিন্ত আমারা অনেক-এ এই ৫ওয়াক্ত নামাজের নিয়ম গুলু জানিনা।
আর নামাজ হল জাহান্নাতের চাবি। সুতরাং যে লোক নামাজ পরবে না তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে নাL ।আপনি দুনিয়াতে যত বড় বিজি হন না কেন যখন আজানের ধবনি আপনার কানে আসবে ,তখন সকল প্রকার কাজ ফেলে দিয়ে আপনাকে মহান আল্লাহ্‌তালার ডাকে সারা দিতে হবে।আমাদের কে আল্লাহতালার ইবাদদ করার জন্য দুনিয়াতে পাঠাইয়েছেন । সুতরাং আপনাকে ইসলামের নিয়ম-কানুন মেনে চলতে হবে ।
সৃষ্টির শুরু থেকে শেষ পযন্ত আপনাকে আল্লাহ্‌র দেওয়া আইন-এ চলতে হবে ,কিন্ত আমরা দুনিয়ার এই মজ মাস্তিতে সবাই মজে আছি । আমি আমার দিক থেকে বলি ।আমি এখন একটা আরব দেশে বসবাস করছি ।দেশ থেকে আসার সময় চিন্থা করালাম ।হে আল্লাহ্‌ তোমার পবিত্র ঘর কাবা শরীফের পাশে যাচ্ছি ।যদি কোন দিন পার আমাকে একবার নিয়ে যাও,কিন্ত আমার কি ভাগ্য …এখান –এ এসে দেখি সব ভুল ।আরাবরা যে এত খারাপL
যাক আমি কার –ও সম্পর্কে কোন অভিযোগ করব না ,কারন যার যার পাপের শাস্তি সে নিজে পাবে ।তবে এটা জাস্ট বলি , আল্লাহতালা যেন আমাদের সবাইকে এমন পাপ থিকে দূরে রাখেন ।(আমীন)।
আজ আমি একটা ভিন্ন টিপস দিব। আমরা আবার অনেক-এ নামজ পড়ি কিন্তু নামাজের সঠিক
নিয়ম গুলু জানি না ।আবার কোন নামাজ-এ কয় রাখাত,কি ছুরা দিয়ে পরতে হয়। আমরা অনেক-এ ভাল করি জানি না । কিন্ত আমার কাছে একটা বাংলা নামাজ শিক্ষা বই আছে ,এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন,এটা তে খুব সুন্দর করে বাংলা অনুবাদ সহ লিখা আছে ।
আশা করি বইটা আপনার অনেক উপকার হবে।বইটার ২টা পার্ট আছে ,আমি নিচে লিঙ্ক গুলু শেয়ার করলাম …………
ডাউনলোড লিঙ্কঃ ১
ডাউনলোড লিঙ্কঃ ২
আশা করি বইটি ডাউনলোড করে নিয়ে কম্পিউটার- এ শুধু সেভ করে রাখবেন না।
নামজ পড়ার কয়টা চিত্র দেখেনঃ
এটা পড়ার পর আপনি নামায না পড়ার জন্য কী অজুহাত দেখাবেন ? যারা এত কষ্ট করে নামায পড়ে আপনি কিভাবে তাদের সাথে একি জান্নাত যাবেনঃ


মানুষ পাথরের উপর নামায পড়ে আর নরম জায়নামাযেও আমরা নামায পড়ি না
undefined
প্রচন্ড গরমে এই মানুষ ২ টা নামায পড়ে আর আমরা AC room এ থেকেও নামায পড়ি না

ইচ্ছা থাকলে রাস্তাতেও নামায পড়া যায় >>>

আমরা নামায না পড়ে কিভাবে এই লোকের মত জান্নাত যাওয়ার আশা রাখি

আপনার নামায পড়ার জায়গা নিশ্চইয় এর থেকে অনেক সুন্দর>>>

কে কী বলে সেটা নামায পড়ার ক্ষেত্রে বাধা এদের জণ্য না

পানির নীচে কাজের সময় ওয়াক্ত হয়েছে বলে ডুবুরী নামায পড়ছে আর আমরা আড্ডা দেয়ার কারণে নামায পড়তে পারি না ,আফসোস >>>

শত ব্যস্ততার মাঝেও আইস্ক্রীম বিক্রেতা নামায পড়ছেন রাস্তায় আর আমরা বলি সময় নাই,হাউ ফানি >>>

পুলিশের লাঠির ভয় উপেক্ষা করে নামায রত ২ যুবক আর আমরা ফেসবুকে আড্ডায় মত্ত >>

ইচ্ছা থাকলেই উপায় হয় >>> পানি ধরার ভয়ে অনেক নামায পড়ে না আরে ভাই এই মানুষগুলা তো ঠান্ডা বরফের উপর নামায পড়ছে >>

নামায পড়ার জন্য ইচ্ছাটাই আসল >>>কিভাবে আপনি নামায না পড়ে জান্নাতে যেতে চান , জান্নাতে যাওয়া কী এতই সহজ??

আর এত কিছুর পরও যারা নামায পড়ে না তাদের জন্য রয়েছে জাহান্নাম >>

হে আল্লাহ! আমি গুনাহগার ,আমায় ক্ষমা কর >>তোমার আদেশ পালন করতে পারি নাই,ঠিকমত নামায পড়ি নাই,আমায় রক্ষা কর >>>

আল্লাহ বলেছেন;
“যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী। “
undefined
আমি এই নোট টা ডাউনলোড করছি এখান থেকেঃ এখানে……
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger