না পড়লে মিস ১৪ টি চমৎকার গুগল সার্চ টিপস..

 
১. শিরোনাম দিয়ে খোজা:
কোন টপিক্স এর শিরোনাম দিয়ে তথ্য খুজতে চাইলে উদ্ধৃতি চিহ্ন দিয়ে খুজলে কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইংরেজি অথবা বাংলার ক্ষেত্রে লিখতে হবে এভাবে…
উদাহরণ: “বই” or “Book”
২. অর্ন্তভুক্ত বিষয় দিয়ে খোজা:
ধরুন আপনি হুমায়ুন আহমেদের বই খুজতে চান তাহলে, ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে।
উদাহরণ: বই-হুমায়ুন আহমেদ or book-Humayun Ahamed
৩. কোন নির্দিষ্ট ওয়েব সাইট খোজা:
কোন নিদির্ষ্ট তথ্যে ওয়েব সাইট খুজে পেতে নিচের মতো করে সার্চ দিতে হবে। যেমন ধরুন কোন বইয়ের সাইট।
উদাহরণ: “বই” site:ebook.com or “Maths” site: math.com
৪. কোন শব্দের প্রতিশব্দ খুজতে চাইলে :
ভাল ফলাফল পেতে নিদির্ষ্ট বিষয়ের দুপাশে কোটেশন ও পরে বাকা ড্যাস বসিয়ে শব্দটি বসাতে হয় ।
উদাহরণ ”Marketing”~professional বাংলায় “বাংলা”~জলাধার
৫. কোন নিদির্ষ্ট Format এর ফাইল খুজলে:
যদি কোন কাঙ্খিত ফাইলের ধরন কোটেশনে এবং ফাইল নেইম কোলন এরপর এক্সটেনশন নেইম দিতে হয়।
উদাহরণ : “Song” Chammak Chalo:Mp3 or .pdf or mpeg….
৬. একই ধাচের একাধিক ফাইল খুজতে:
আপনি যদি একই ধাচের একাধিক ফাইল খুজে পেতে চান তবে Capital এ OR ব্যবহার করতে হয়।
উদাহরণ: internet marketing OR advertising
৭. ফোন নাম্বার দিয়ে তথ্য পেতে চাইলে:
যদি কারও ফোন নাম্বার ব্যবহার করে, তথ্য পেতে চান তবে নিচের মতো করে লিখুন। কোড সহ ব্যবহার করুন।
উদাহরণ: phonebook:+88017…………
৮. এরিয়া কোড ব্যবহার করে স্থান জানা:
আপনি এরিয়া কোড ব্যবহার করে আপনার ফোনে আসা কলটির লোকেশন জানতে পারবেন। গুগল এ লিখে সার্চ দিন।
উদাহরণ: 617
৯. চিত্র খোজা:
চিত্র খোজার ক্ষেত্রে google হতে Image সিলেক্ট করে সার্চ বক্সে কাঙ্খিত ইমেজের নাম লিখুন। এতে শুধু ইমেজের নাম দেখাবে, Video select এ ভিডিও দেখাবে। এতে অন্য তথ্যের ভীর কমে।
উদাহরণ: উপরের অংশ হতে Image এবং Seach বক্স এ টেক্স।
১০. গুগল হতে নিদির্ষ্ট সাইটে সার্চ:
বক্সে এক্সটেশন নেইম সহ তথ্য এরপর in বসিয়ে সাইটির নাম লিখুন। এতে করে ঐ নিদির্ষ্ট সাইটের কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বাড়ে।
উদাহরণ: Locker in www.techtunes.com.bd
১১. গুগল হতে যোগ বিয়োগ গুনন ভাগ করা :
আপনি সংখ্যাগত তথ্যের গানিতিক সমাধারণ পেতে নিচের মতে করে লিখুন। অথবা সুত্রের ব্যাখ্যা পেতে সূত্রটি লিখুন।
উদাহরণ: 48512*1.02
১২. কোন কিছুর সংজ্ঞা পেতে:
আপনি যদি কোন শব্দের সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন।
উদাহরণ: define:plethora
১৩. কোন সফট্ওয়্যার খুজে পেতে:
আপনার প্রয়োজনে কোন সফটওয়্যার খুজে পেতে চাইলে ফাইটির ধরন লিখে কোলন দিয়ে সফটওয়্যাটির নাম লিখে .exe দিন।
উদাহরণ: Multimedia : photo editing.exe
১৪. কোন প্রশ্নের উত্তর পেতে চাইলে:
আপনি যদি কোন প্রশ্নের উত্তর খুজে পেতে চান তবে গুগলে প্রশ্ন লিখে সার্চ দিন। ব্যস হয়ে গেল।
উদাহরণ: বাংলাদেশের বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি? ২০১১ ইংরেজিতে Ask.com or answers.yahoo.com এ লিখে সার্চ দিন।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger