(Youtube Channe)থেকে “Google Adsense” ব্যাবহার করে উপার্জন করুন….

 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQSZV8GtBYSMfy-VNOz0cyPxK1UkdPWSEo2RUQKKMMMWpSpKoTo
Youtube এ ভিডিও আপলোড করে সহজেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এজন্য আপনাকে কিছু নীতিমালা মেনে চলতে হবে। Youtube এ Adsense ব্যাবহার করে কীভাবে উপার্জন করা যাই, সেই বিষয়টি নিয়ে  আলোচনা হবে।
 আপনার Adsense এর অ্যাকাউন্ট থেকে Youtube এ একটা Channel তৈরি করবেন।
ইউটিউব এ Partnership ব্যবস্থা আছে যা পরিদর্শীত (View)এর উপর ভিত্তি করে আপলোড করা ভিডিও থেকে আপনাকে একটা অর্থ দেয়, যেটা আপনি আপনার Adsense account এ প্রতি মাসে পাবেন।আপনি আপনার Adsense account এ কোন নির্দিষ্ট মাসের প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন যার ফলে আপনি সহজেই এনালিটিক্স করতে পারবেন। Adsense আপনাকে আপনার ভিডিও এর ads Slot এর উপর পূর্ণ ক্ষমতা দেই যার ফলে আপনি Channel এর ভিডিওগুলোতে ads নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন।
এবার আপনার প্রশ্ন থাকতে পারে যেঃ কিন্তু কিভাবে, আমি কি আমার account এ YouTube থেকে earnings করতে পেরেছি? আমি কি YouTube এ Partner হতে পারব?
আপনার জন্য আমার উত্তরঃ হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন কিন্তু কতকগুলো বাদ পড়া সিস্টেম কে নিয়েই এগোতে হবে।তবে YouTube এ Partner হওয়া কোন গুপ্তরহস্য না, কিন্তু হাতের মোয়াও না।
অনেকে বলতে পারেন যে, কাজের কথা না বলে শুধু সংজ্ঞা নিয়েই তুলা-ধোনা করচি কেন? কারন বর্তমান বিশ্বে মোট ৬৫০০ এর মত YouTube Partner আছে, যেটার মধ্য প্রায় অর্ধেকই আমেরিকান আর বাকি গুলো অন্যান্য দেশ এ। সুতরাং আপনি কি পারবেন সেই দলের একজন হতে? কিছু লোক বলতে পারে যে, আপনার Channel এ subscribers এর সংখ্যা হাজারের উপরে হওয়া লাগবে কিন্তু একথা সত্য যে, বিশ্বে কয়েক লক্ষ Channel আছে যাদের Channel এ হাজারের subscriber তো সবার কেন YouTube এর Partnership নেই?
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger