সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের বিভিন্ন ব্লগ বা ওয়েব সাইট এবং বিভিন্ন বাণিজ্যিক কাজের জন্য লোগে একটি অত্যাবশ্যকীয় জিনিষ। কাজেই অনেক সময় অনেক মূল্য দিয়ে একটি লোগে নিজের জন্য কিনে নিতে হয়।
কিন্তু আপনি যদি চান তাহলে নিজের চেষ্টায় নিজেই তৈরী করতে পারেন একটি প্রফেশনাল লুকিং লোগো, এই জন্য আপনাদের জন্য আমি আজ নিয়ে আসলাম একটি প্রফেশনাল লোগে মেকার সফটওয়ার যার মূল্য $69.00 কিন্তু সেটি আজ আমি আপনাদের দিব একদম ফ্রি! আপনার প্রথম কাজ হবে এই লিংক হতে
www.mediafire.com/?pp5j1hqy20jcp2bসফটওয়ার টি ডাউনলোড করুন, এটি একটি রার ফাইল সেটি ওপেন করুন, এবার aalogo v1.2.exe ইন্সটল করে নিন দেখবেন যে ইন্সটল করার সাথে সাথে একটা রেজিস্ট্রেশন ফর্ম এসেছে, প্রথমে প্রথম বক্সে first name এর জায়গায় shihab এবং দ্বিতীয় ঘরে last name এর জায়গায় sumon বসাবেন এবার সিরিয়াল এর ঘরে 46bD-3agB-M2eE-hdmA বসিয়ে কোম্পানীর ঘরে লিখুন incomonline.com (এটি না লিখলেও চলবে) এবার continue ক্লিক করুনব্যস হয়ে গেল আপনার ফুল ভার্সন লোগো মেকার এখন শুধু আপনাকে লোগো তৈরী করে ইনজয় করতে হবে। তাই না? ও আর একটা কথা আপনার লোগো সেভ করবেন কিভাবে? লোগো তৈরী হয়ে গেলে File থেকে Export logo image এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় ফর্মেট নির্বাচন করে নির্দিষ্ট জায়গায় সেভ করুন ।
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই কে ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন