পোষ্টের মাঝে এড দিন- এডস্‌ অপটিমাইজ করুন আর আর্নিং বাড়ান দ্বিগুন

সবাইকে “ঈদ মোবারক”, কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। অনেকেই আমাকে মেইল ও ফোন করে একটা অভিযোগ জানায়- “কেন আমি নিয়মিত লেখি না”? :) ইচ্ছা থাকা সত্বেও পারছি না, কারন নতুন কিছু কাজ নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছি। তবে আমি নিয়মিত আমাদের ব্লগটা পর্যাবেক্ষন করি। যাই হোক কথা না বাড়িয়ে আজকের লেখা শুরু করা যাক-

ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেস এ পোস্টের ভিতর এডস বসান জন্য আপনাকে আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে চলুন বসিয়ে ফেলি পোস্টের ভিতর এডস্‌ ও এডসেন্স থেকে আর্নিং বাড়াই দ্বিগুন।

ব্লগস্পটের পোস্টের ভিতর এডস বসানর নিয়মঃ

undefined

undefinedব্লগস্পটে গুগলের এডস বসানর জন্য আপনাকে প্রথমেই আপনার এডসেন্স এর এডস কোড-টি কনভার্ট করে নিতে হবে। এডস কোড কনভার্টের জন্য আপনাকে এই সাইটে যেতে হবে (http://goo.gl/3z8f4) তারপর সেখানের “Paste Ad Code to Convert Here” বক্সে আপনার কাংঙ্খিত সাইজের এডস কোডটি বসিয়ে কনভার্ট লেখায় ক্লিক করুন। তারপর দেখুন এডস টি কনভার্ট হয়ে গেছে। সেই কনভার্ট কৃত এড কোডটি নিয়ে আপনার ব্লগস্পটের ড্যাসবোর্ড থেকে যে সাইটের পোস্টের ভিতর এডস বসাবেন সেই সাইটের এডিট এইচ.টি.এম.এল “Edit HTML” এ ক্লিক করুন। তারপর নিচের পদ্ধতি অনুসরন করুনঃ

undefinedপোস্টের শুরুতে এডস্‌ বসানঃ
১. এক্সপান্ড উইগেটে “Expand Widget Templates” ক্লিক করুন।
undefined
২. ctrl+f ক্লিক করে ফাইন্ড করুন “div class=’post-header-line-1undefined
৩. ছবির মত div class=’post-header-line-1 লাইনের পর আপনি আপনার কনভার্ট কৃত এডস্‌ টি বসিয়ে দিন।
এডস্‌ টি যদি আপনি পোস্টের বাম পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:left;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্‌ টি যদি আপনি পোস্টের ডান পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:right;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্‌ টি যদি আপনি পোস্টের মাঝে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=”text-align: center;”> এবং শেষে </div> বসিয়ে দিন
যদি আপনি চান এডস্‌টি শুধু আপনার পোস্টের ভিতর দেখাবে কিন্তু হোম পেজে দেখাবে না সে ক্ষেত্রে উপরের কোড গুলোর শুরুতে <b:if cond=’data:blog.pageType == &quot;item&quot;’> এবং শেষে </b:if> এই অতিরিক্ত কোডটি বসিয়ে দিন।

পোস্টের শেষে এডস্‌ বসানঃ

১. এক্সপান্ড উইগেটে “Expand Widget Templates” ক্লিক করুন।
২. ctrl+f ক্লিক করে ফাইন্ড করুন “<!– clear for photos floats –>
৩. ছবির মত “<!– clear for photos floats –>” লাইনের পর আপনি আপনার কনভার্ট কৃত এডস্‌ টি বসিয়ে দিন।
এডস্‌ টি যদি আপনি পোস্টের বাম পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:left;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্‌ টি যদি আপনি পোস্টের ডান পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:right;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্‌ টি যদি আপনি পোস্টের মাঝে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=”text-align: center;”> এবং শেষে </div> বসিয়ে দিন
যদি আপনি চান এডস্‌টি শুধু আপনার পোস্টের ভিতর দেখাবে কিন্তু হোম পেজে দেখাবে না সে ক্ষেত্রে উপরের কোড গুলোর শুরুতে <b:if cond=’data:blog.pageType == &quot;item&quot;’> এবং শেষে </b:if> এই অতিরিক্ত কোডটি বসিয়ে দিন।
Share this article :
 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger