গুগল এ্যাডসেন্স নিয়ে বাংলাদেশে তুলকালাম যাচ্ছে।শত চেষ্টা করেও একটি গুগল এ্যাকাউন্ট পাওয়া যায়না।বাংলাদেশে এখন গুগল এ্যাডসেন্স কে অনেকেই সোনার হরিণ বলে আখ্যায়িত করেন।জাতি হিসেবে আমরা এতই নিন্ম মানের যে গুগল আমাদের একটি ফালতু জাতি হিসেবেই মনে করে।আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আয় করতে চাই বলেই আমাদের এই অবস্থা।পরিশ্রম করে আয় করতে আমরা আগ্রহী নই।অনেকেই নিজের এ্যাড এ নিজে ক্লিক মারেন রাতারাতি ধনী হওয়ার আশায়।সারা রাত ক্লিক মেরে সকালে উঠে দেখেন ধনী হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে।আবার অনেকেই নিজে নিজে যত্তসব আজগুবি বুদ্ধি বের করেন দুই নাম্বারি করার।কিন্তু সব বুদ্ধি গুগল এর বুদ্ধির কাছে আছাড় খেয়ে মরে।বুদ্ধিজিবীরা একবারের জন্যও ভাবেন না যে এসব বুদ্ধি আমার জন্মের আগেই গুগল প্রটেক্ট করে রেখেছে।
কিছু পরামর্শঃ
১।কখনই নিজের এ্যাড এ নিজে ক্লিক করবেন না।
২।গোপনে অথবা প্রকাশ্যে কাউকে তাতে উদ্ভুদ্ধও করবেন না।
৩।কপি পেস্ট এর ব্যারাম এড়িয়ে চলুন।
৪।লোকাল মার্কেট টার্গেট করে ওয়েব এর ট্রাফিক বাড়াবেন না।
৫।রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না।
৬।যদি এ্যাডসেন্স থেকে আয় করতে চান তাহলে যে ওয়েবসাইট এ এ্যাড পাবলিশ করাবেন সেটা চেষ্টা করুন বাঙ্গালী ট্রাফিক থেকে দূরে রাখতে।
৭।আপনার ওয়েব সাইট এ ভাল ভিজিটর থাকলেই কেবল ভাল আয় করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন