আজকের পোস্ট হল কিবাবে মোবাইল এর ইন্টারনেট সবার সাথে শেয়ার করাযায়।কাজে কথায় আসি ।
আমরা আসলে সবাই জানি কিবাবে ল্যাপটপ আর সাহায্য এ ইন্টারনেট শেয়ার করা যায়।আজ জানব মোবাইল এর সাহায্য এ।
এ কাজ টি করতে হলে আপনাকে নোকিয়া S60v3 অথবা ওয়াইফাই বা wearlance সমরথিত মোবাইল ফোন লাগবে।আমি এক্সাম্পালে হেসাবে নোকিয়া E63 ব্যাবহার করলাম।
প্রথমেই আপনাকে এই লিংক
সফটওয়্যার টি ডাউনলোড করুন।
(যদি না হয় তাহলে আপনার মোবাইল এর ব্রাউজার থেকে এ www.joikuspot.com এ যান)
খুব সহজ ভাবে ইন্সটল করুন। তারপর আপনার মোবাইল টি Restarted দিন।এবার Installations ফোল্ডার এ গিয়ে দেখুন নতুন সফটওয়্যার টি ,এটা কে ওপেন করুন। Yes করুন।এবার আপনি Accsess Point সিলেক্ট করুন।
ব্যাস কাজ শেষ।অন্য ল্যাপটপ বা মোবাইল থেকে ওয়ালন সার্চ করে JoikuSpot নামে Walen Provider পাবেন।এটাকে সিলেক্ট করে আপনি নেট ব্রওস করতে পারেন।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন।
সব শেষে আমার জন্য দোয়া করবেন যাতে ভালভাবে পরাসোনা করতে পারি।
একটি মন্তব্য পোস্ট করুন