সবাইকে সালাম জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি। অনেক দিন পর ভালোভাবে ব্লগে বসতে পারলাম। সামনে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন।
একটা বিষয় শেয়ার করার খুব তাগিদ অনুভব করছিলাম ক'দিন থেকেই। তাই আজ শেয়ার করার নিমিত্তে পোস্ট লিখা।
আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে, শুধু মাত্র রক্তের গ্রুপ হুবহু মিলে গেলে রক্ত প্রদান বা গ্রহণ করা যায়। হুম, ধারণাটা আংশিক সত্য। তবে, জরুরী প্রয়োজনে বা রক্ত স্বল্পতার কারণে অনেক সময় অন্য গ্রুপের রক্ত ম্যাচিং করে শরীরে প্রবেশ করানো যায়।
আমরা যদি এ বিষয়ে একটা সম্যক ধারণা রাখি তবে, রক্ত প্রয়োজন সংক্রান্ত অনেক সমস্যা সহজে মোকাবেলা করতে পারবো।
নিচের চিত্রটি ভালো করে লক্ষ করুন। আশা করি চিত্র দেখলেই বুঝতে পারবেন। চাইলে চিত্রটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারেন।

সবার জন্য শুভকামনা রইলো!!
একটি মন্তব্য পোস্ট করুন