আজ কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে কিছু দরকারী বিষয় নিয়ে আলোচনা করবো। এসব বিষয় কম বেশী আপনারা সবাই জানেন বলে আশা রাখি। তবে, আমার বিশ্বাস কেউ না কেউ এর দ্বারা সামান্য উপকৃত হলেও হবেন।
আমরা অনেকেই এখন Windows 7 ব্যবহার করে থাকি। কিন্তু, অনেকেই Windows 7 এ Run Commend খুঁজেই পাই না। কেউ কেউ আছেন বুদ্ধি করে Start এর সার্চ অপশনে গিয়ে রান লিখে তা খুঁজে বের করে পরে রান এর কাজ করে থাকেন। এটা আসলেই হাস্যকর একটা বিষয়। কারণ, আমরা যদি xp এর কথা মনে করি তবে দেখবেন যে start এর ওখানে খুব সুন্দর ভাবে রান কমান্ড ছিলো।
তাই, আজ আপনাদের প্রথমে দেখাবো কিভাবে Windows 7 এর Start এ রান কমান্ড যোগ করবেন।
প্রথমেই স্কিনের নিচে taskbar এর ফাঁকা স্থানে রাইট ক্লিক করে প্রোপারটিজে যান। নিচের চিত্র একবার খেয়াল করুন।

এবার নতুন যে উইন্ডো মেনু আসলো। তার উপরের Start menu সিলেক্ট করে Customize এ ক্লিক করেন। নিচের চিত্র দেখুন।

এবার নতুন যে আর একটি উইন্ডো খুলে গেল তা থেকে রান কমান্ড খুঁজে বের করে তাতে টিক মার্ক দিয়ে শুধু Ok করে দিন। নিচের চিত্র দেখুন।

হুম। আশা করি কাজ হয়ে গেছে।
এবার একটা পরীক্ষা হয়ে যাক্, কি বলেন?
Start এ গিয়ে দেখেন তো রান কমান্ড যোগ হল কিনা?

এবার আসুন রান কমান্ডের কিছু ক্ষুদ্র কাজ নিয়ে আলোচনা করি। যা কম্পিউটারকে আরো বেশি গতি এনে দিবে।
>> রান এ গিয়ে লিখুন recent তারপর Enter চাপুন। এখন যা আছে সব ডিলিট করেন। ভয় পাবেন না। আপনার হার্ড ডিস্কের কিছুই মুছে যাবে না।
>> রান এ গিয়ে লিখুন temp তারপর Enter চাপুন। এখন যা আছে সব ডিলিট করেন। যদি কোন ফাইল ডিলিট না হয় তবে তা স্কীপ করে চলে যান।
>> রান এ গিয়ে লিখুন %temp% তারপর Enter চাপুন। এখন যা আছে সব ডিলিট করেন। যদি কোন ফাইল ডিলিট না হয় তবে তা স্কীপ করে চলে যান।
>> রান এ গিয়ে লিখুন prefetch তারপর Enter চাপুন। এখন যা আছে সব ডিলিট করেন। যদি কোন ফাইল ডিলিট না হয় তবে তা স্কীপ করে চলে যান।
তারপর রিসাইকেল বিন থেকে অবশ্যই সব মুছে দিবেন।
সব যদি ঠিকঠাক মত হয়। তবে, দেখবেন আপনার হার্ডডিস্কের সিষ্টেম বা c ড্রাইভে আগের চেয়ে অনেক জায়গা খালি হয়েছে এবং কম্পিউটার কিছুটা গতি বেশি পাচ্ছে।
এবার আসুন রানের ছোট আরো দু'টি কাজের ব্যাপারে জেনে নেয়া যাক্।
>> রান এ গিয়ে লিখুন dxdiag তারপর Enter চাপুন। Yes, No অপশন আসলে yes চাপুন। এখন দেখুন, আপনার কম্পিউটারের সব তথ্য দেখাচ্ছে। নিচের চিত্রের মত হবে।

>> এটা সবার জানা আছে। তবুও লিখলাম, রান এ গিয়ে লিখুন tree তারপর Enter চাপুন। একটা কালো মতন উইন্ডো আসবে। কিছুক্ষণ পর চলে গেলে আর দু একবার একই কাজ করুন।
এই tree এর কাজ হলো আপনার পুরো কম্পিউটারকে রিফ্রেস করা।
সবাই ভালো থকুন, এই কামনায় আজকের পোস্ট এখানেই শেষ করছি!!
আপনি কম্পিউটার সংক্রান্ত কোন সমস্যার মুখোমুখি হলে, আমাকে পোস্টের শেষে মন্তব্য বা সরাসরি বার্তা পাঠাতে পারেন। আমি সমস্যা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। নিজে সমাধান না করতে পারলে, আমার এক্সপার্ট বন্ধুদের সাহায্য নিয়ে আপনাদের জানিয়ে দিবো।
একটি মন্তব্য পোস্ট করুন