তাই, আজ বন্ধের দিন থেকে আবার সিদ্ধান্ত নিলাম, প্রতিদিন না হোক একদিন পর পর হলেও প্রযুক্তি পোস্ট করেই যাবো।
আজকের বিষয় অত্যন্ত জরূরী হলেও, কাজটা করা অনেক বেশী সহজ।
এন্টিভাইরাসে কার্যকারীতা পরীক্ষা।
আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন কোম্পানির এন্টিভাইরাস ব্যবহার করে থাকি। কেউ টাকা দিয়ে কিনে, কেউ নেট থেকে ডাউনলোড করে, কেউ কারো কাছ থেকে পেন ড্রাইভয়ে এনে বা আরো অনেক উপায়ে এন্টিভাইরাস যোগাড় করে। কিন্তু, আমরা বেশীর ভাগ মানুষই ফ্রি এন্টিভাইরাস ব্যব্হার করি, সুতরাং অনেক সময় আমাদের এন্টিভাইরাস কাজের ক্ষমতা হারিয়ে ফেলে, এমন নিস্ক্রিয় হয় যে, মাঝে মাঝে এন্টিভাইরাসকেই ভাইরাস মনে হয়।
তাই, আপনারা আজকের এই ছোট্ট পদ্ধতি অনুসরণ করে জেনে নিন, আপনার এন্টিভাইরাস কাজ করে, নাকি শুধুই ছলনাময়ী নারী।
প্রথমে আপনি কম্পিউটারের যে কোন একটা ড্রাইভে প্রবেশ করুন। খেয়াল রাখুন কোন ড্রাইভে আপনি আছেন।
মাউসে রাইট ক্লিক করে New থেকে Text Document এ ক্লিক করেন। নিচের চিত্র খেয়াল করুন।

এবার আপনার কম্পিউটারে notepad খুলে যাবে। সেখানে নিন্মের লেখা গুলি হুবহু কপি করে, notepad এ পেস্ট করে নিন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
একটা কথা এটা একটি ভাইরাসের কোড। কিন্তু, ভয় পাবার কিছু নেই, এটি বানানো হয়েছে, এন্টিভাইরাসের কার্যকারীতা পরীক্ষা করার জন্য। সুতরাং, শতভাগ আস্থা রাখতে পারেন। এই কোড আপনার কম্পিউটারে কোন প্রকার প্রভাব ফেলবে না। নিচের চিত্র দেখুন। কপি পেস্ট করার পর!!

এবার এটি save করুন। সেভ করার জন্য crtl+s চাপুন অথবা ম্যানুয়ালি উপর থেকে file এ গিয়ে save এ ক্লিক করুন।

সবচেয়ে মজার ব্যাপার হলো, বেশীরভাগ কার্যকারি এন্টিভাইরাসগুলি notepad টি save করার সাথে সাথে ডিলিট করে দেয়। যেমন, আমি এই ফাইল সেভ করার সাথে সাথে এন্টিভাইরাস এটাকে ধরে খেয়ে ফেলেছে। নিচে তার প্রমাণ দেখুন।

যদি, দেখেন যে আপনাদের ও একি অবস্থা, ওই ফাইল এন্টিভাইরাস কিল করে দিয়েছে। তাহলে তো খুবি ভালো অবস্থায় আছেন আপনার। যদি, ওই ফাইল ওখানে সেভ হয়েই থাকে তবে, ওই ড্রাইভ বা ফোল্ডার আপনার এন্টিভাইরাস দিয়ে স্কান করে নিন। দেখুন, ধরতে পারছে কিনা, যদি পারে তবে দেখুন কিল করতে পারছে কিনা। যদি এটিও করতে পারে, তবে আপনিও ভালো অবস্থানে আছেন। আর, যদি না পারে, গলা ছাইড়া কান্দেন। কারণ, আপনার এন্টিভাইরাস নূন্যতম কাজের যোগ্যতাও হারিয়ে বসে আছে, এবং সে এন্টিভাইরাসে আদলে ভাইরাস।
আপনাদের কার কেমন ফলাফল আমাকে জানাতে ভুলবেন না?
বিষেশ কথাঃ শুধুমাত্র এই পরীক্ষাই প্রমাণ করে না যে, আপনার এন্টিভাইরাস শতভাগ কার্যকর এবং তা আপনাকে সব ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবে। এটি একটি সামান্য পরীক্ষা মাত্র, যা এন্টিভাইরাসে নূন্যতম কার্যক্ষমতা নির্ণয় করে। সুতরাং, যারা এই পরীক্ষায় ফেল করবেন, তারা বুঝে নিন। কি খারাপ অবস্থা আপনার কম্পিউটারের।
আর, আমি ESET Nod 32 Smart Security 5 ব্যবহার করছি।
আপনি কম্পিউটার সংক্রান্ত কোন সমস্যার মুখোমুখি হলে, আমাকে পোস্টের শেষে মন্তব্য বা সরাসরি বার্তা পাঠাতে পারেন। আমি সমস্যা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। নিজে সমাধান না করতে পারলে, আমার এক্সপার্ট বন্ধুদের সাহায্য নিয়ে আপনাদের জানিয়ে দিবো।
একটি মন্তব্য পোস্ট করুন