*****বিসমিল্লাহির রাহমানির রাহিম*****
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর টিউন করতে বসলাম। আজকে আর একটি হ্যাকিং টিউন করব। ফেসবুক-এ আমাকে একজন বলছে broadband হ্যাকিং নিয়ে একটি টিউন করতে। ব্রডব্যান্ড হ্যাকিং খুবই সহজ। আমি ভাবছিলাম যে এইটা সবাই জানে তাই, ব্রডব্যান্ড হ্যাকিং নিয়ে টিউন করি নাই। যারা ব্রডব্যান্ড হ্যাকিং জানেন না তাদের জন্য আমার এই হ্যাকিং টিউন। আপনাদের জন্য ব্রডব্যান্ড হ্যাকিং-এর উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে রাখছি, ভিডিওটা পরে আপনাদের দেওয়া হবে। এখন চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক।বিঃদ্রঃ- এই শুধু শিখার জন্য। দয়া করে অপব্যাবহার করবেন না।
এখন শুরু করা যাক।
প্রথম এই টুলসটি ডাউনলোড করে নিন।
টুলসটি ইন্সটল করার পর ওপেন করলে নিচের ছবির মত দেখাবে।
mir
স্ক্যান করার পর দেখবেন অনেক গুলো রেজাল্ট আসছে। এখন বুজা কষ্ট কোন IPটার স্পীড বেশি। তবে যেসব IP-র FTP সার্ভার আছে ওগুলোর স্পীড বেশি হয়।দেখেন কিছু কিছু আইপি-র বাম পাশে দেখেন arrow চিহ্ন আছে(প্রয়োজনে নিচের ছবিটি দেখেন)। ওখানে ক্লিক করেন। যদি Ftp লেখা দেখেন তাহলে বুজবেন ওই আইপিটাই দিয়ে এফটিপি সার্ভার হ্যাক করা যাবে। ftp-র ip ছাড়াও আপনারা বাকি সব গুলো ip check করতে পারেন কোন IPটার স্পীড বেশি।।
এখন যেকোনো একটা IP টার্গেট করুন এবং তার উপর right click করেন। তারপর copy থেকে Mac Address কপি করেন।
এখন আপনি আপনার পিসি-র Local Area Connection-এ যান। কিভাবে জবেন?
Windows 7: Control Panel\All Control Panel Items\Network and Sharing Center>>Change Adapter Settings
Windows XP/Vista: আমি সঠিক লোকেশনটা জানি না। যারা জানেন দয়াকরে কমেন্ট করে বলেন।
mir
Щ ḽ Ӄ
*******^^******properties-এ যাওয়ার পর সব গুলো ইনফর্মেশন সেভ করেন অথবা খাতায় লিখে রাখুন।
কি ডাউনলোড করবেন???খুজে পাচ্ছেন না?
ডাউনলোড করুন Tj Mir-এর একটি প্রিয় গান।
অনেক দিন পর আবার টিউন টি এডিট করতে বসলাম। কেন জানি টিউন করতে ভালো লাগে না। আর টিউন করলে কেউ কমেন্ট করতে চায় না। তাই মন খারাপ হয়ে যায়।
মনে হয় টিউন টি পরে ডাউনলোড করা স্টার্ট করে দিয়েছেন। এইবার ডাউনলোড করা বন্ধ করুন। এতক্ষণে অনেক কিছু করে ফেলেছেন। আপনি হ্যাক করে স্পীড বাড়িয়ে ডাউনলোড করতেছেন এইটা কিন্তু ঠিক না। কারন আতে নেট কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। ধরেন আপনি ৩০ মিনিট-এ ১GB ডাটা ডাউনলোড করেছেন।আর ১GB-র জন্য কোম্পানির ৪০০-৫০০টাকা ক্ষতি হবে। So, please আর ডাউনলোড কইরেন না। আমি চাই না আমার জন্য কোন নেট কোম্পানির ক্ষতি হোক।
এখন আপনার আগের যে IP ছিল ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যান……কি ভাবে?
local area connection-এর properties-এ যান।mir
Tj Mir
Mir
এখন আবার local area connection-এর properties-এ যান। তারপর Internet Protocol Version 4(TCP/IPv4)সিলেক্ট করে
properties-এ ক্লিক করেন।
তারপর আপনার যে IP টি ছিল ওইটা লিখে ok করুন। *******^^******অর্থাৎ যেটা খাতায় লিখে রাখতে বলছিলাম ওই লেখা গুলো ঠিক মত লিখে okকরুন
Щ ḽ Ӄ
Loading………..
Loading…………
Loading…………..
Loading……………
Loading……………..
Loading……………….
Loading…………………
electrycity চলে গেল। তারপর আবার আসলো । এখন আবার টিউন লিখতে বসলাম।
Loading………
Loading……….
Loading………..
ইন্টারনেট কানেকশন চলে গেল।
Loading….
Loading……
তারপর আবার নেট আসলো। এখন আবার টিউন লিখা শুরু করলাম। শেষ পর্যন্ত Tj Mir নিজেই loading হওয়া শুরু করল।
কি আর বলবো বিদ্যুতের অবস্থা অনেক খারাপ।
যাই হোক এখন আপনি হয়ে গেলেন ব্রডব্যান্ড কানেকশন হ্যাকার। ইন্টারনেটের লোকরা মাঝে মাঝে বাসায় গিয়ে তাদের লাইন check করতে যায়। আর ওঁরা তাদের অফিস থেকেও ping দিয়ে check করতে পারে। তাই সাবধান। নিজ দায়িত্তে হ্যাকিং করবেন। কারো ক্ষতি হলে আমি “টিজে মীর” দায়ী থাকব না। তবে ধরা খাওয়া থেকে বাঁচার অনেক উপায় আছে। ওগুলো লিখতে গেলে আমার অনেক time লাগবে। আমানেই এই টিউনটা লিখতে ১০ দিন লাগছে। ছোট একটা টিপস দেই, আপনার পিসি-র নাম change করে User-PC দিতে পারেন। তাহলে ইন্টারনেটের লোকরা সহজে বুজবে না। আর আমি যতোটুকো জানি ওরা নেট লাইন check করে না। তারপরও safety থাকা ভালো। পরে আর একটা টিউন করবো কিভাবে safety থাকতে হয়।
একটি মন্তব্য পোস্ট করুন